ডুয়েটে জাতীয় গ্রন্থাগার দিবস

প্রকাশ | ০৭ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
শিক্ষা জগৎ ডেস্ক য় 'পড়ব বই, গড়ব দেশ/বঙ্গবন্ধুর বাংলাদেশ'-এই স্স্নোগানকে সামনে রেখে 'জাতীয় গ্রন্থাগার দিবস' উদযাপন করল ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)।৫ ফ্রেব্রম্নয়ারি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের সামনে দিবসটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলাউদ্দিন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি অফিসের আয়োজনে দিবসটির উদ্বোধনের পর শুরু হয় আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভিসি। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মো. নজরুল ইসলাম। রেজিস্ট্রার (অ. দা.) প্রফেসর ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী, কেন্দ্রীয় লাইব্রেরি ব্যবস্থাপনা কমিটির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ নাজিম উদ্দীন, কেন্দ্রীয় লাইব্রেরির লাইব্রেরিয়ান (ভারপ্রাপ্ত) মো. আনিছুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে লাইব্রেরির বর্তমান কার্যক্রম তুলে ধরে একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।