নোবিপ্রবিতে ব্যাডমিন্টন ও ভলিবল প্রতিযোগিতা

প্রকাশ | ০৭ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০ | আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২০, ২১:০১

শিক্ষা জগৎ ডেস্ক
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শরীরচর্চা শিক্ষা বিভাগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষে নোবিপ্রবি শিক্ষার্থীরা এবং কর্মকর্তা ও কর্মচারীদের জন্য আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও ভলিবল প্রতিযোগিতা ২০১৯-২০-এর উদ্বোধনী অনুষ্ঠান ৫ ফেব্রম্নয়ারি হাজী মোহাম্মদ ইদ্রিছ অডিটোরিয়াম সম্মুখে অনুষ্ঠিত হয়। শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক ড. গাজী মো. মহসিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. দিদার-উল-আলম। তিনি জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের পর পায়রা উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ. ফারুক উদ্দিন। অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ মিঞা ও নোবিপ্রবি রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবুল হোসেন। এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী ভলিবল ম্যাচে ইংরেজি বিভাগ মাইক্রোবায়োলজি বিভাগকে পরাজিত করে। বিপুলসংখ্যক শিক্ষার্থী খেলা উপভোগ করেন।