এসএসসি পরীক্ষার প্রস্তুতি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রকাশ | ০৯ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

রোজিনা আক্তার, শিক্ষক, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, সিরাজগঞ্জ
অ্যানিমেশন কী ধরনের কনটেন্ট?
প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি থেকে মডেল টেস্ট (উত্তরসহ) দেওয়া হলো বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১. মেইনফ্রেম কম্পিউটার প্রথম আবিষ্কার করে কোন কোম্পানি? ক) মাইক্রোসফট খ) আইবিএম গ) অ্যাপল ঘ) ডেল সঠিক উত্তর : খ) আইবিএম ২. অপারেটিং সিস্টিমের কেন্দ্রীয় অংশকে কী বলে? (ক) কারনেল (খ) কোর (গ) সেন্টার (ঘ) শেল সঠিক উত্তর : (ক) কারনেল \হ ৩. লন-লিনিয়ার মাল্টিমিডিয়া হচ্ছে- (ক) কম্পিউটারভিত্তিক (খ) ভিডিওভিত্তিক (গ) টেলিভিশনভিত্তিক (ঘ) সিনেমাভিত্তিক সঠিক উত্তর : (ক) কম্পিউটারভিত্তিক ৪. বাংলাদেশে স্থাপিত ১ম কম্পিউটারের জঅগ কত কিলোবাইট বৃদ্ধি করা হয়েছিল? (ক) ২০ (খ) ৪৪ (গ) ৬৪ (ঘ) ৮৪ সঠিক উত্তর : (ক) ২০ ৫. ডেটাবেজে ফিল্ড ব্যবহার হয়- (র) ঞবীঃ (রর) ঘঁসনবৎ (ররর) গবসড় নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (ঘ) র, রর ও ররর ৬. গাণিতিক অপারেটর কোনটি? (ক) + (খ) = (গ) > (ঘ) অফফ সঠিক উত্তর: (ক) + ৭. সহায়ক স্মৃতি কোনটি? (ক) রম (খ)র্ যাম (গ) ঈউ-জগ (ঘ)র্ যাম-ক্যাশ সঠিক উত্তর : গ) ঈউ-জগ ৮. প্রাথমিকভাবে মাল্টিমিডিয়াকে কত ভাগে ভাগ করা যায়? (ক) ১ (খ) ২ (গ) ৩ (ঘ) ৪ সঠিক উত্তর : (খ) ২ ৯. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রধান উপকরণ- ক. কম্পিউটার খ. স্মার্টফোন গ. ইন্টারনেট ঘ. টেলিভিশন সঠিক উত্তর : ক. কম্পিউটার ১০. অ্যানিমেশন কী ধরনের কনটেন্ট? ক. অ্যানালগ খ. ডিজিটাল গ. ই-বুক ঘ. পিডিএফ সঠিক উত্তর : খ. ডিজিটাল ১১. ইলেকট্রনিক বুকের সংক্ষিপ্ত রূপ কোনটি? ক. বুক খ. অ্যাপস গ. ইন্টারনেট ঘ. ই-বুক সঠিক উত্তর : ঘ. ই-বুক ১২. ই-বুক, সংবাদপত্র ইত্যাদি কী ধরনের কনটেন্ট? ক. শব্দ খ. বই গ. টেক্সট ঘ. ভিডিও সঠিক উত্তর : গ. টেক্সট নিচের সমীকরণটি দেখ এবং ১৩ ও ১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও। ণ = অই + অই+অই ১৩. প্রথম দুটি রাশি কোন গেট নির্দেশ করে? (ক) ঘঅঘউ (খ) ঘঙজ (গ) ঢ-ঙজ (ঘ) ঢ-ঘঙজ সঠিক উত্তর : (গ) ঢ-ঙজ ১৪. নিচের কোন ইনপুটের জন্য আউটপুট ০ হবে? (ক) অ = ঙ, ই = ঙ (খ) অ = ঙ, ই = ১ (গ) অ = ১, ই = ঙ (ঘ) অ = ১, ই = ১ সঠিক উত্তর : (ক) অ = ঙ, ই = ঙ ১৫. ওয়েবসাইটে প্রবেশ করার জন্য অবশ্যই প্রয়োজন- ক. ডেস্কটপ খ. ট্যাবলেট গ. স্মার্টফোন ঘ. ইন্টারনেট সংযোগ সঠিক উত্তর : ঘ. ইন্টারনেট সংযোগ ১৬. শব্দ বা অডিও আকারের সব কনটেন্ট কোন প্রকারের অন্তর্ভুক্ত? ক. ভিডিও খ. অডিও গ. টেক্সট ঘ. পিকচার সঠিক উত্তর : খ. অডিও ১৭. সবচেয়ে জনপ্রিয় ই-বুক রিডারের নাম হলো- ক. পকেট বুক খ. হ্যান্ডবুক গ. কিন্ডল ঘ. কম্পিউটার বুক সঠিক উত্তর : গ. কিন্ডল ১৮. মুদ্রিত বইয়ের ই-বুক প্রতিলিপি সাধারণত কোন ফরম্যাটে প্রকাশিত হয়? ক. লঢ়ম খ. নসঢ় গ. ঢ়ফভ ঘ. যঃসষ সঠিক উত্তর : গ. ঢ়ফভ ১৯. ঐঞগখ-এর পূর্ণরূপ- ক. ঐুঢ়বৎ ঞৎধরহরহম গধৎশঁঢ় খধহমঁধমব খ. ঐুঢ়বৎ ঞবীঃ গধৎশঁঢ় খধহমঁধমব গ. ঐুঢ়বৎ ঞবীঃ গধহধমবসবহঃ খবধৎহরহম ঘ. ঐরময ঞযড়ঁময গধৎশঁঢ় খধহমঁধমব সঠিক উত্তর : খ. ঐুঢ়বৎ ঞবীঃ গধৎশঁঢ় খধহমঁধমব ২০. কোথায় বিনা মূল্যে বই পাওয়া যায়? ক. দোকানে খ. লাইব্রেরিতে গ. ইন্টারনেটে ঘ. স্কুলে সঠিক উত্তর : গ. ইন্টারনেটে ২১. ক্যারিয়ার গড়তে কোন বিষয়ে দক্ষতা অর্জন করা প্রয়োজন? ক. কৃষি খ. আইসিটি গ. স্বাস্থ্য ঘ. দর্শন সঠিক উত্তর : খ. আইসিটি ২২. মোবাইল কমিউনিকেশন কোন ধরনের ক্যারিয়ার? ক. রোবোটিক খ. তথ্যপ্রযুক্তি গ. আর্কিটেকচার ঘ. ইন্টারনেট সঠিক উত্তর : খ. তথ্যপ্রযুক্তি ২৩. সফটওয়্যার ফার্ম খুলতে হলে কোন বিষয়ে জ্ঞান থাকা জরুরি? ক. হার্ডওয়্যার খ. প্রোগ্রামিং গ. কল সেন্টার ঘ. ইন্টারনেট সঠিক উত্তর : খ. প্রোগ্রামিং ২৪. যারা ফ্রিল্যান্সিং পেশায় জড়িত তাদের কী বলা হয়? ক. ইঞ্জিনিয়ার খ. প্রোগ্রামার গ. আরপানেট ঘ. ফ্রিল্যান্সার সঠিক উত্তর : ঘ. ফ্রিল্যান্সার ২৫. ফ্রিল্যান্সিং কাজ করার জন্য কোনটির প্রয়োজন হয়? ক. অর্থের খ. ধৈর্যের গ. শিক্ষাগত যোগ্যতা ঘ. বয়স সঠিক উত্তর : খ. ধৈর্যের