৮ম শ্রেণির পড়াশোনা বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রকাশ | ০৯ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয়,হাইমচর, চাঁদপুর
সংস্কৃতি-
আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো তৃতীয় অধ্যায় ৫৭। চর্যাপদের কাল নির্ণয় করেন কারা? (ক) লুইপা (খ) মাইকেল মধুসূদন দত্ত (গ) বিদ্যাপতি ও জ্ঞানদাস (ঘ) ভাষাবিদ ড. মুহম্মদ শহীদুলস্নাহ সঠিক উত্তর : ঘ) ভাষাবিদ ড. মুহম্মদ শহীদুলস্নাহ ৫৮। শাব্দিক অর্থ ছাড়াও চর্যাপদের কী বুঝতে হয়? (ক) ভাবার্থ (খ) মর্মকথা (গ) নীতিকথা (ঘ) সারমর্ম সঠিক উত্তর : (ক) ভাবার্থ ৫৯। কে চর্যাপদ আবিষ্কার করেন? (ক) লুইপা ও কাহ্নপা (খ) চন্ডীদাস (গ) কাহ্নপা (ঘ) মুকুন্দরাম সঠিক উত্তর : (ক) লুইপা ও কাহ্নপা ৬০। বাংলার প্রথম সাহিত্যকর্মের নাম কী? (ক) মহাভারত (খ) চর্যাপদ (গ) হুতুমপেঁচা (ঘ) সীতার বনবাস সঠিক উত্তর : (খ) চর্যাপদ ৬১। সংস্কৃতির ক্ষেত্রে তুমি কোনটিকে অধিক যৌক্তিক বলে মনে কর? (ক) জীবনাচরণের সঙ্গে সম্পৃক্ত (খ) লোকাচারের সঙ্গে সম্পৃক্ত (গ) প্রথার সঙ্গে সম্পৃক্ত (ঘ) লোকরীতির সঙ্গে সম্পৃক্ত সঠিক উত্তর : (ক) জীবনাচরণের সঙ্গে সম্পৃক্ত ৬২। কোনটি সমাজে সমস্যা তৈরি করে? (ক) শিক্ষার হার বৃদ্ধি (খ) বৈষম্যের মাত্রা কমানো (গ) সাংস্কৃতিক পরিবর্তনের অসমতা (ঘ) জীবনযাত্রার মানের উন্নতি সঠিক উত্তর : (গ) সাংস্কৃতিক পরিবর্তনের অসমতা ৬৩। তথ্যপ্রযুক্তির উন্নতির ফলে- (র) ঘরে বসেই পৃথিবীর সব খবর জানা যায় (রর) এক সংস্কৃতি অন্য সংস্কৃতির সংস্পর্শে আসছে (ররর) উন্নত সংস্কৃতি অনুন্নত সংস্কৃতির উপাদান গ্রহণ করছে নিচের কোনটি সঠিক (ক) র (খ) রর (গ) র ও রর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (ঘ) র, রর ও ররর নিচের অনুচ্ছেদটি পড় ৬৪ এবং ৬৫নং প্রশ্নের উত্তর দাও: অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী গভীর জ্ঞানের অধিকারী। তিনি শুদ্ধ বাংলায় কথা বলেন এবং সাধারণ জীবনযাপন করেন। তবে তিনি বিখ্যাত হয়ে আছেন তার নৈতিকতা ও মূল্যবোধের জন্য। ৬৪। উদ্দীপকে কোন বিষয়টি প্রতিফলিত হয়েছে? (ক) সংস্কৃতি (খ) লোকাচার (গ) প্রথা (ঘ) আচরণ সঠিক উত্তর : (ক) সংস্কৃতি ৬৫। উক্ত বিষয় মানব সৃষ্টি করেছে- (র) অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য (রর) মৌলিক প্রয়োজন টিকিয়ে রাখার জন্য (ররর) সুন্দরভাবে বেঁচে থাকার জন্য নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) রর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (ঘ) র, রর ও ররর ৬৬। সৃষ্টিশীল সব কাজকে কী বলে? (ক) রূপান্তর (খ) সংস্কৃতি (গ) পরিবর্তন (ঘ) পরিবর্ধন সঠিক উত্তর : (খ) সংস্কৃতি