গণ বিশ্ববিদ্যালয়ে কর্মশালা

প্রকাশ | ০৯ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
গণ বিশ্ববিদ্যালয়ে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগে গবেষণাবিষয়ক কর্মশালা হয়েছে। কর্মশালার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের জার্নাল ক্লাব। ৬ ফেব্রম্নয়ারি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত কর্মশালায় গবেষণা প্রবন্ধ লেখা এবং গবেষণার রেফারেন্স ব্যবস্থাপনা সম্পর্কে হাতে-কলমে শিক্ষা দেয়া হয়। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন ইউনিভার্সিটি সায়েন্স মালয়েশিয়ার হেমাটোলজি বিভাগের সিনিয়র প্রভাষক ড. মো. আসিফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন গণ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মো. ফুয়াদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক ড. ইব্রাহিম খলিল, সহকারী অধ্যাপক ড. মাহবুবা খাতুন, শ্যামসুন্দর সাহা, সিনিয়র প্রভাষক শাহনাজ রহমান, শেখ শহিদুল ইসলাম জনি, মো. ইখলাস উদ্দিন দিপু, জাকিয়া আক্তার, জাহানারা আক্তার, মো. ইউসুফ আলী। কর্মশালা শেষে উপস্থিত শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। কর্মশালায় ড. আসিফুল ইসলাম বলেন, 'গোটা বিশ্ব গবেষকদের দিকে তাকিয়ে আছে। আমাদের নীতি-নৈতিকতা মেনে সৎভাবে মানবসেবায় কাজ করতে হবে।'