এসএসসি পরীক্ষার প্রস্তুতি ভূগোল ও পরিবেশ

পরিবেশের ভারসাম্য রক্ষার উপাদান-

প্রকাশ | ১৭ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর য়
প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য ভূগোল ও পরিবেশ থেকে মডেল টেস্ট (উত্তরসহ) দেওয়া হলো বহুনির্বাচনি প্রশ্নোত্তর (মান: ৩০) ১। ভূগোলকে 'পৃথিবীর বিজ্ঞান' বলেছেন কে? ক. কাল রিটার খ. ম্যাকনি গ. রির্চাড হার্টশোন ঘ. ইরাটসথেনিস উত্তর : ক. কাল রিটার ২। ১ ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য কত? ক) ১ মিনিট খ) ২ মিনিট গ) ৩ মিনিট ঘ) ৪ মিনিট উত্তর : ঘ) ৪ মিনিট ৩। কোনটি পানিপ্রবাহের ধরন? ক) চুয়ানো খ) গলানো গ) হিমবাহ ঘ) ক্ষয়িভবন উত্তর : ক) চুয়ানো ৪। সূর্য কী? ক) একটি নক্ষত্র খ) একটি গ্রহ গ) একটি উপগ্রহ ঘ) একটি জ্যোতিষ্ক উত্তর : ক) একটি নক্ষত্র ৫. বায়ুমন্ডলের কোন স্তরে মেঘ, ঝড় ও বৃষ্টিপাত সংঘটিত হয়? ক. ট্রপোমন্ডল খ. স্ট্রাটোমন্ডল গ. তাপমন্ডল ঘ. মেসোমন্ডল উত্তর : ক. ট্রপোমন্ডল ৬। বায়ুমন্ডলের উপাদান কোনটি? র) নাইট্রোজেন রর) অক্সিজেন ররর) আর্গন নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও রর গ) র ও ররর ঘ) র, রর ও ররর উত্তর : ঘ) র, রর ও ররর ৭। পরিবেশের ভারসাম্য রক্ষার মূল উপাদান কোনটি? ক) জীববৈচিত্র্য খ) উদ্ভিদ বৈচিত্র্য গ) যাতায়াতব্যবস্থা ঘ) পানিসম্পদ উত্তর : ক) জীববৈচিত্র্য নিচের অনুচ্ছেদটি পড়ে ৮ ও ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও : রাজিব কিছুদিন পূর্বে ওয়াশিংটন, জাপান, সিঙ্গাপুর হয়ে ঢাকা এসেছে। ভ্রমণের সময় সে লক্ষ্য করল ১৮০ ডিগ্রি দ্রাঘিমা অতিক্রম করার সাথে সাথে তার ঘড়ির সাথে বিমানের ঘড়ির একদিনের পার্থক্য হলো। ৮। ১৮০ ডিগ্রি দ্রাঘিমা হলো- ক. অক্ষরেখা খ. দ্রাঘিমরেখা গ. মূলমধ্যরেখা ঘ. আন্তর্জাতিক তারিখ রেখা উত্তর : গ. মূলমধ্যরেখা \হ ৯। পশ্চিমগামী জাহাজ আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করলে তাদের সময়ের সাথে- র. একদিন যোগ করবে রর.একদিন বিয়োগ করবে ররর.সময় একই থাকবে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর উত্তর : ক) র ও রর ১০. 'পৃথিবী ও এর অধিবাসীদের বর্ণনাই হলো ভূগোল' উক্তিটি কার? ক) অধ্যাপক ডাডলি স্ট্যাম্পের খ) অধ্যাপক কার্ল রিটারের গ) আলেকজান্ডারের ঘ) রিচার্ড হার্টসনের উত্তর: ক) অধ্যাপক ডাডলি স্ট্যাম্পের \হ ১১। দুর্যোগকে কার্যত মোকাবিলার জন্য কোন সময়ে বেশি কাজ সম্পন্ন করতে হয়? ক. সাড়াদান খ. পুনরুদ্ধার গ. প্রতিরোধ ঘ. উন্নয়ন উত্তর : গ. প্রতিরোধ ১২. দেয়াল মানচিত্র কেন তৈরি করা হয়? ক. শ্রেণিকক্ষের জন্য খ. মাঠের জন্য গ. পর্বতের জন্য ঘ. জলবায়ুর জন্য উত্তর : ক. শ্রেণিকক্ষের জন্য \হ ১৩. সমুদ্রের তলদেশের ভূমিরূপ হলো- র. মহীসোপান রর. মহীঢাল ররর. মহাসাগর নিচের কোনটি সঠিক? ক. র খ. রর গ. ররর ঘ. র ও রর উত্তর : ঘ. র ও রর ১৪. স্কেল অনুসারে মানচিত্র কত প্রকার? ক) ২ প্রকার খ) ৩ প্রকার গ) ৪ প্রকার ঘ) ৫ প্রকার উত্তর : ক) ২ প্রকার ১৫. কোনটি নিয়ত বায়ু? র. অয়ন বায়ু রর. পশ্চিমা বায়ু ররর. শীতল বায়ু নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও রর গ) র ও ররর ঘ) র, রর ও ররর উত্তর : খ) র ও রর ১৬. আল্পস কোন ধরনের পর্বত? ক) আগ্নেয় পর্বত খ) ভঙ্গিল পর্বত গ) স্তূপ পর্বত ঘ) ল্যাকোলিথ পর্বত উত্তর : খ) ভঙ্গিল পর্বত ১৭. অর্থনৈতিক উন্নয়ন কোন খাতের উন্নয়নের ওপর বহুলাংশে নির্ভরশীল? ক. শিল্প খ. কৃষি গ. যোগাযোগ ঘ. বাসস্থান উত্তর : খ. কৃষি ১৮. মরণশীলতা পরিমাপের বহুল প্রচলিত পদ্ধতি কোনটি? ক) জন্মহার খ) মৃতু্যহার গ) স্থূল মৃতু্যহার ঘ) অভিবাসন উত্তর : খ) মৃতু্যহার ১৯. আমাদের দেশে তাপমাত্রা সবচেয়ে কম থাকে কোন সময়ে? ক) শীতকালে খ) গ্রীষ্মকালে গ) বর্ষাকালে ঘ) শরৎকালে উত্তর : ক) শীতকালে \হ ২০. কোনটি জলবায়ুর উপাদান? ক) মাটি খ) পানি গ) রোদ ঘ) তাপমাত্রা উত্তর : ঘ) তাপমাত্রা ২১. বাংলাদেশের পূর্বাংশে কোন যুগের পাহাড় রয়েছে? ক. টারশিয়ার খ. পস্নাইস্টোসিন গ. পস্নাবন সমভূমির ঘ. সাম্প্রতিককালের উত্তর : খ. পস্নাইস্টোসিন ২২. বাংলাদেশের যাতায়াতব্যবস্থাকে প্রধানত কয়ভাগে ভাগ করা যায়? ক) ২ ভাগে খ) ৩ ভাগে গ) ৪ ভাগে ঘ) ৫ ভাগে উত্তর : গ) ৪ ভাগে ২৩. বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের দৈর্ঘ্য কত? ক) ৭১৬ কিলোমিটার খ) ৮১৬ কিলোমিটার গ) ৯১৬ কিলোমিটার ঘ) ১০০০ কিলোমিটার উত্তর : ক) ৭১৬ কিলোমিটার ২৪. বাংলাদেশের অর্থকরী ফসল হলো- র. পাট রর. গম ররর. তেলবীজ নিচের কোনটি সঠিক? ক. র খ. রর গ. ররর ঘ. রর ও র উত্তর : ক. র \হ নিচের অনুচ্ছেদটি পড়ে ২৫ ও ২৬ নম্বর প্রশ্নের উত্তর দাও : সহনশীল ও টেকসই পরিবেশ আমাদের কাম্য। কিন্তু আজ পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার ফলে পরিবেশে দেখা যাচ্ছে নানা রকম বিপর্যয়। ২৫. উক্ত ভারসাম্য নষ্ট হওয়ার কারণ কী? ক. সম্পদের অধিক ব্যবহার খ. উন্নয়ন কর্মকান্ড গ. পরিবেশ দূষণ ঘ. ভূমি ধ্বংস উত্তর : খ. উন্নয়ন কর্মকান্ড ২৬. উক্ত ভারসাম্য নষ্টের ফলাফল হলো- র. উত্তপ্ততা ও শৈত্যপ্রবাহ বৃদ্ধি রর. জলাবদ্ধতা বৃদ্ধি ররর. ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস বৃদ্ধি নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. রর ও ররর গ. র ও ররর ঘ. র, রর ও ররর উত্তর : গ. র ও ররর ২৭. উনিশ শতকে কতটি প্রজাতি বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে? ক. ২৭ খ. ১৯ গ. ১৭ ঘ. ১৫ উত্তর : খ. ১৯ ২৮. কত সালে কানাডায় সর্বপ্রথম এওঝ কৌশল ব্যবহার শুরু হয়? ক. ১৯৮৪ খ. ১৯৬৪ গ. ১৯৫৪ ঘ. ১৯৪৪ উত্তর : খ. ১৯৬৪ ২৯. বর্ষাকালে বাংলাদেশে কী ধরনের বৃষ্টিপাত হয়? ক. পরিচলন খ. ঘূর্ণি গ. সংঘর্ষ ঘ. শৈলাৎক্ষেপ উত্তর : ঘ. শৈলাৎক্ষেপ ৩০. বাংলাদেশের দুর্যোগের অন্যতম কারণ কোনটি? ক. প্রাকৃতিক খ. অর্থনৈতিক গ. ভৌগোলিক অবস্থান ঘ. গঠনগত উত্তর : গ. ভৌগোলিক অবস্থান