এইচএসসি পরীক্ষার প্রস্তুতি বাংলা প্রথমপত্র

প্রকাশ | ১৭ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক ইস্টার্ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, দনিয়া, ঢাকা য়
সুরমা নদী
আজ তোমাদের জন্য বাংলা প্রথমপত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো রক্তে আমার অনাদি অস্থি দিলওয়ার ২৮. কবি দিলওয়ার কত সালে দৈনিক গণকণ্ঠে চাকরি করেন? ক. ১৯৭৩-৭৪ খ. ১৯৭৪-৭৫ গ. ১৯৭৫-৭৬ ঘ. ১৯৭৬-৭৭ সঠিক উত্তর : ক. ১৯৭৩-৭৪ ২৯. কার লক্ষ্য ছিল গণমানুষের মুক্তি? ক. শামসুর রাহমান খ. দিলওয়ার গ. আহসান হাবীব ঘ. সৈয়দ শামসুল হক সঠিক উত্তর : খ. দিলওয়ার ৩০. 'দুই মেরু দুই ডানা' কার কবিতার নাম? ক. আল মাহমুদ খ. দিলওয়ার গ. শহিদ কাদরী ঘ. শামসুর রাহমান সঠিক উত্তর : খ. দিলওয়ার ৩১. 'বাংলাদেশে জন্ম না নিলে' কী ধরনের গ্রন্থ? ক. কাব্য খ. গল্প গ. উপন্যাস ঘ. প্রবন্ধ সঠিক উত্তর : ঘ. প্রবন্ধ ৩২. কবি দিলওয়ার কত খ্রি: মারা যান? ক. ১০ অক্টোবর, ২০১০ খ. ১০ অক্টোবর, ২০১২ গ. ১০ অক্টোবর, ২০১৩ ঘ. ১০ অক্টোবর, ২০১৪ সঠিক উত্তর : গ. ১০ অক্টোবর, ২০১৩ ৩৩. কবি দিলওয়ার কোন নদীর যৌবন চেয়েছে? ক. ভৈরব খ. সুরমা গ. কুশিয়ারা ঘ. সারী সঠিক উত্তর : খ. সুরমা ৩৪. কবি দিলওয়ার কোন নদীর কাজল পলিতে গলিত হেম হতে চেয়েছেন? ক. সুরমা খ. পদ্মা গ. মেঘনা ঘ. কুশিয়ারা সঠিক উত্তর : ক. সুরমা ৩৫. কবির কী ভয়ার্ত ঘূর্ণি? ক. বিদ্বেষ খ. ক্রোধ গ. রাগ ঘ. অভিমান সঠিক উত্তর : খ. ক্রোধ ৩৬. কবি দিলওয়ার তার প্রাণশক্তিকে কোথায় রেখেছেন? ক. দক্ষিণ চীন সাগরে খ. নীল সাগরে গ. ভারত সাগরে ঘ. বঙ্গোপাসাগরে সঠিক উত্তর : ঘ. বঙ্গোপসাগরে ৩৭. হেম শব্দের অর্থ কী? ক. সোনা খ. রুপা গ. তামা ঘ. কাঁসা সঠিক উত্তর : ক. সোনা ৩৮. অনাদি শব্দের অর্থ কী? ক. আদিহীন খ. অক্ষয় গ. চিরন্তন ঘ. শাশ্বত সঠিক উত্তর : ক. আদিহীন ৩৯. আঁখি শব্দের অর্থ কী? ক. গাছ খ. সোনা গ. চোখ ঘ. হাড় সঠিক উত্তর : গ. চোখ ৪০. গণমানুষের কবি বলতে কী বোঝানো হয়েছে? ক. জনগণের কবি খ. গণমানুষের কবি গ. সমাজতন্ত্রের কবি ঘ. শ্রমিকদের কবি সঠিক উত্তর : ক. জনগণের কবি