শিক্ষা সংক্ষেপ

প্রকাশ | ১৮ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
জাবিতে বায়োটেক ফেস্ট অনুষ্ঠিত শিক্ষা জগৎ ডেস্ক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বায়োটেক ক্লাবের আয়োজনে 'বায়োটেক ফেস্ট-২০২০' অনুষ্ঠিত হয়েছে। ১৫ ফেব্রম্নয়ারি বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. নূরুল আলম প্রধান অতিথি হিসেবে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আব্দুল জব্বার হাওলাদার, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক নাথুরাম সরকার, ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির (এনআইবি) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক আব্দুলস্নাহ মোহাম্মদ সোহায়েল, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি শরীফ হোসেন ও বায়োটেক ক্লাবের সভাপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রায় ছয় শত শিক্ষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন। শাবিপ্রবিতে প্রশিক্ষণ কর্মশালা শিক্ষা জগৎ ডেস্ক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষকদের দক্ষতা বাড়াতে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। ১৭ ফেব্রম্নয়ারি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির কনফারেন্স রুমে এ কর্মশালার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. আশরাফুল আলমের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, সেন্টার অব এক্সিলেন্সের পরিচালক অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম। এ ছাড়া প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অধ্যাপক মাছুমা হাবিব।