বিজ্ঞান

এসএসসি পরীক্ষার প্রস্তুতি

মানবদেহের ধমনিতে রক্তের ঢ়ঐ কত?

প্রকাশ | ২১ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

তাহের সিদ্দিকী, শিক্ষক, আগ্রাণ উচ্চ বিদ্যালয়, নাটোর
বহুনির্বাচনি প্রশ্নোত্তর পূর্ণমান : ৩০ ১. কোনটি নিউক্লিক এসিড গঠনে সাহায্য করে? ক. গস্নুকোজ খ. ফ্রুক্টোজ গ. সুক্রোজ ঘ. রাইবোজ সঠিক উত্তর : ঘ. রাইবোজ ২. মানবদেহের ধমনিতে রক্তের ঢ়ঐ কত? ক. ১০ খ. ২ গ. ৫.৫ ঘ. ৭.৪ সঠিক উত্তর: ঘ. ৭.৪ ৩. সবচেয়ে নরম খনিজ কোনটি? ক. হীরা খ. ট্যালক গ. সিলিকা ঘ. চুনাপাথর সঠিক উত্তর: খ. ট্যালক ৪. এসিড বৃষ্টির জন্য দায়ী- র. কার্বন ডাই-অক্সাইড রর. নাইট্রোজেন অক্সাইড ররর. সালফার ডাই-অক্সাইড নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর: গ. রর ও ররর ৫. কোনটি বিস্নচিং পাউডার? ক. ঈধ(ঙঈ১)ঈ১ খ. ঙ৩ গ. ঘধঙঈ১ ঘ. ঈধঈঙ৩ সঠিক উত্তর: ক. ঈধ(ঙঈ১)ঈ১ ৬. জীবন্ত মেষ থেকে লোম সরিয়ে যে পশম তৈরি হয় তাকে কী বলে? ক. রেশম খ. ফ্লিস উল গ. পুল্ড উল ঘ. সুতি সঠিক উত্তর: খ. ফ্লিস উল নিচের অনুচ্ছেদটি পড় এবং ৭ ও ৮ নাম্বার প্রশ্নের উত্তর দাও : জনাব ফরিদ বুকে ব্যথা অনুভব করলে তিনি একটি পরীক্ষা করালেন। এ পরীক্ষা করার সময় ফরিদ সাহেবের রক্তনালিকা দিয়ে এক ধরনের বিশেষ তরল পদার্থ প্রবেশ করানো হয়। ৭. ফরিদ সাহেব কোন পরীক্ষাটি করালেন? ক. এন্ডোস্কোপি খ. এনজিওগ্রাফি গ. কেমোথেরাপি ঘ. রেডিওথেরাপি সঠিক উত্তর: খ. এনজিওগ্রাফি ৮. ফরিদ সাহেবের রক্তনালিকায় প্রবেশ করানো পদার্থটি কী? ক. ডাই নামক তরল খ. তরল অক্সিজেন গ. মলিবডেনাম ঘ. টাংস্টেন সঠিক উত্তর: ক. ডাই নামক তরল ৯. হিমোগেস্নাবিন উপস্থিত কোনটিতে? ক. ডইঈ খ. অনুচক্রিকা গ. জইঈ ঘ. পস্নাজমা সঠিক উত্তর: গ. জইঈ ১০. ক্ষারীয় মাধ্যমে ফেনথেলিনের বর্ণ কী? ক. পিংক খ. কমলা গ. নীল ঘ. হলুদ সঠিক উত্তর: ক. পিংক ১১. প্রোটোপস্নাজমে উপস্থিত পানির পরিমাণ হলো- ক. ৫-১০% খ. ৩০ - ৪০ % গ. ৮৫ - ৯৫% ঘ. ৪০ - ৫৫% সঠিক উত্তর: গ. ৮৫ - ৯৫% ১২. তুঁতের সংকেত কোনটি? ক.ঘধ২ঝড়৪ খ তহংড়৪ গ. ঈঁংড়৪ ঘ. ঋবঝড়৪ সঠিক উত্তর: গ. ঈঁংড়৪ ১৩. একজন পূর্ণবয়স্ক মানুষের প্রতিদিন - লিটার পানি পান করা উচিত। ক. ১ ু ২ খ. ৫ ু ৬ গ. ২ ু ৩ ঘ. ৪ ু ৫ সঠিক উত্তর: ঘ. ৪ ু ৫ ১৪. নিউটনের দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? ক. ভর = বল ক্ম ত্বরণ খ. বল = ভর ক্ম ত্বরণ গ. ত্বরণ = বল ক্ম ভর ঘ. বল = ভর ক্ম সরণ সঠিক উত্তর: খ. বল = ভর ক্ম ত্বরণ নিচের অনুচ্ছেদটি পড় এবং ১৫-১৬নং প্রশ্নের উত্তর দাও : টোকিও শহরে পারমাণবিক বিদু্যৎকেন্দ্রের কাছাকাছি মাটিতে কোনো উদ্ভিদ জন্মে না, কেবল মাশরুম ভালো জন্মে। ১৫. ওই মাটিতে কোনটির আধিক্য রয়েছে? ক. শিলা খ. খনিজ পদার্থ গ. তেজস্ক্রিয় পদার্থ ঘ. জৈব পদার্থ সঠিক উত্তর: গ. তেজস্ক্রিয় পদার্থ \হ ১৬. কোন মাটিতে ভালো ফসল ফলে? ক. বালু ও খনিজ মিশ্রিত মাটিতে খ. পলি ও খনিজ মিশ্রিত মাটিতে গ. বালি ও পলি মিশ্রিত মাটিতে ঘ. বালি, পলি ও কাদা মিশ্রিত মাটিতে সঠিক উত্তর: ঘ. বালি, পলি ও কাদা মিশ্রিত মাটিতে ১৭. হিমোফিলিয়া রোগীর ক্ষেত্রে কোনটি ঘটে? ক. চক্ষু গোলকের দৃঢ়তা খ. রাতে স্পষ্ট দেখতে পায় না গ. রক্ত জমাট বাঁধতে বিলম্ব হওয়া ঘ. ক্ষীণ দৃষ্টি সঠিক উত্তর: গ. রক্ত জমাট বাঁধতে বিলম্ব হওয়া ১৮. কোন বিজ্ঞানীর উঘঅ-এর গঠন আবিষ্কার করেন? ক. ওয়াটসন ও ক্রিক খ. ডারউইন ও মেন্ডেল গ. রবার্ট হুক ও রবার্ট ব্রাউন ঘ. ব্রেন্ডা ও পোটার সঠিক উত্তর: ক. ওয়াটসন ও ক্রিক ১৯. মানবত্বকে অতিবেগুনি রশ্মি দ্বারা কোন ভিটামিন তৈরি হয়? ক. অ খ. উ গ. ঢ ঘ. ক সঠিক উত্তর: খ. উ ২০. সাব সয়েল স্তরের মাটি- র. শিলাচূর্ণে ভরপুর রর. খনিজ পদার্থ সমৃদ্ধ ররর. জৈব পদার্থ সমৃদ্ধ নিচের কোনটি সঠিক? ক. র, রর খ. রর, ররর গ. র, ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর: খ. রর, ররর ২১. বলের একক কোনটি? ক. নিউটন খ. জুল গ. ওয়াট ঘ. ইউনিট সঠিক উত্তর: ক. নিউটন ২২. ২০৫০ সালের মধ্যে বিশ্বের জনসংখ্যা দাঁড়াবে প্রায়- ক. ৭ বিলিয়ন খ. ৮ বিলিয়ন গ. ৯ বিলিয়ন ঘ. ১০ বিলিয়ন সঠিক উত্তর: ঘ. ১০ বিলিয়ন ২৩. সঠিক তথ্য হলো- র. টেলিভিশন শব্দের অর্থ দূরদর্শন রর. কম্পিউটার মানে ধারক ররর. ই-মেইল মানে ইলেকট্রনিক মেইল নিচের কোনটি সঠিক? ক. র খ. র, রর গ. র, ররর ঘ. রর, ররর সঠিক উত্তর: গ. র, ররর ২৪. মানবদেহে কয় জোড়া ক্রোমোজোম লিঙ্গ নির্ধারণ করে? ক. ৪৫ জোড়া খ. ২৩ জোড়া গ. ২২ জোড়া ঘ. ১ জোড়া সঠিক উত্তর: ঘ. ১ জোড়া নিচের অনুচ্ছেদটি পড় এবং ২৫-২৬নং প্রশ্নের উত্তর দাও : শারমিনের পায়ে পিঁপড়া কামড় দেয়ায় পায়ে যন্ত্রণা হয় এবং ফুলে যায়। তার মা পায়ে তাকে একটি লোশন লাগিয়ে দেন। এতে পায়ের জ্বালা কমে যায়। ২৫. শারমিনের পা পুলে যাওয়ার কারণ কী? ক. ফরমিক এসিড খ. অক্সালিক এসিড গ. এসিটিক এসিড ঘ. সাইট্রিক এসিড সঠিক উত্তর: ক. ফরমিক এসিড ২৬. পায়ে লাগানো লোশনটি- র. এসিডকে প্রশমিত করে রর. জিংক কার্বনেট জাতীয় লবণ ররর. মেলিটিন ও অ্যাপারিন নামক এসিডিক পদার্থ নিচের কোনটি সঠিক? ক. র, রর খ. র, ররর গ. রর, ররর ঘ. র, রর, ররর সঠিক উত্তর: ক. র, রর ২৭. 'সুপার রাইস' যেটিতে সমৃদ্ধ- ক. ভিটামিন ঈ খ. ভিটামিন অ গ. ভিটামিন উ ঘ. ভিটামিন ই সঠিক উত্তর: খ. ভিটামিন অ ২৮. আধুনিক বংশ গতিবিদ্যার ভিত্তি গড়ে উঠেছে আজ থেকে প্রায় কত বছর পূর্বে? ক. ১৫০ খ. ২০০ গ. ২৫০ ঘ. ৩০০ সঠিক উত্তর: ক. ১৫০ ২৯. বলের একক কোনটি? ক. নিউটন খ. জুল গ. ওয়াট ঘ. ইউনিট সঠিক উত্তর: ক. নিউটন ৩০. কোন ধরনের তন্তুর জন্য হেলকিং করা প্রয়োজন? ক. পাট খ. পশম গ. রেশম ঘ. লিনেন সঠিক উত্তর: ঘ. লিনেন