বাংলা প্রথমপত্র

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশ | ২১ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক, ইস্টার্ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, দনিয়া, ঢাকা য়
গঞ্জ
নূরলদীনের কথা মনে পড়ে যায় সৈয়দ শামসুল হক ১. পলাশতলীর বাসিন্দা কে? ক. কৃষক খ. মাঝি গ. কুমোর ঘ. শ্রমিক সঠিক উত্তর : ক. কৃষক ২. 'আবার ফুটেছে দ্যাখ কৃষ্ণচূড়া থরে থরে শহরেরপথে'- বাক্যটি আমাদের জাতীয় জীবনের কোন দিকটি ইঙ্গিত করে? ক. গণ- আন্দোলন খ. ভাষা আন্দোলন গ. স্বাধীনতা আন্দোলন ঘ. স্বদেশী আন্দোলন সঠিক উত্তর : খ. ভাষা আন্দোলন নিচের উদ্দীপকটি পড়ে এবং ৩ ও ৪নং প্রশ্নের উত্তর দাও। ১৯৭১ সালে মাতৃভূমির মুক্তির জন্য অকাতরে জীবন বিসর্জন দেন মতিউর রহমান, মোস্তফা কামাল, মহিউদ্দীন জাহাঙ্গীরসহ আরও অনেকেই। তাদের আত্মত্যগের মধ্যদিয়ে জন্ম নেয় স্বাধীন বাংলদেশ। ৩. উদ্দীপকে ত্যাগী মানুষের প্রতিচ্ছবি 'ফেব্রম্নয়ারি ১৯৬৯' কবিতায় যাদের ইঙ্গিত করে- রর. মেঘনার মাঝি রর. পাটকলের শ্রমিক ররর. সর্বস্তরের মানুষ নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর ৪. ওই ব্যক্তিদের আত্মত্যাগের মূলমন্ত্র কী? ক. আদর্শ খ. দেশপ্রেম গ. বিদ্রোহ ঘ. স্বাধিকার সঠিক উত্তর : খ. দেশপ্রেম \হ ৫.'কোনঠে' শব্দের অর্থ কী? ক. কোথায় খ. কোন গ. গান ঘ. কণ্ঠ সঠিক উত্তর : ক. কোথায় \হ ৬. গীতিকার বলতে বোঝায়- ক. যিনি গান রচনা করেন খ. যিনি গানে সুর দেন গ. যিনি গান কম্পোজ করেন ঘ. যিনি গান প্রকাশ করেন সঠিক উত্তর : ক. যিনি গান রচনা করেন ৭. গঞ্জ শব্দের অর্থ কী? ক. ব্যবসা-বাণিজ্যের স্থান খ. খেলার মাঠ গ. পাঠাগার ঘ. প্রার্থনালয় সঠিক উত্তর : ক. ব্যবসা-বাণিজ্যের স্থান ৮. 'নূরলদীনের কথা মনে পড়ে যায়' কোন ছন্দে রচিত? ক. মাত্রাবৃত্ত খ. স্বরবৃত্ত গ. অক্ষরবৃত্ত ঘ. গদ্যছন্দ সঠিক উত্তর : গ. অক্ষরবৃত্ত \হ ৯. জনপদ শব্দটির সঠিক সমাস কোনটি? ক. দ্বন্দ্ব খ. দ্বিগু গ. বহুব্রীহি ঘ. তৎপুরুষ সঠিক উত্তর : গ. বহুব্রীহি \হ ১০. মিনতি শব্দের অর্থ কী? ক. আদেশ খ. উপদেশ গ. বিনীত প্রার্থনা ঘ. অনুরোধ সঠিক উত্তর : গ. বিনীত প্রার্থনা ১১. 'নূরলদীনের কথা মনে পড়ে যায়' কবিতায় নূরলদীনকে কোথায় দেখা যায়? ক. মরা আঙিনায় খ. আঙিনায় গ. মাঠে ঘ. যুদ্ধক্ষেত্রে সঠিক উত্তর : ক. মরা আঙিনায়