শিক্ষা সংক্ষেপ

প্রকাশ | ২১ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
ঢাবিতে সেমিনার অনুষ্ঠিত শিক্ষা জগৎ ডেস্ক য় অমর একুশে উদযাপন-২০২০ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউটের উদ্যোগে ১৯ ফেব্রম্নয়ারি ইনস্টিটিউট মিলনায়তনে 'টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে প্রণিতব্য বিদেশি ভাষা শিক্ষাব্যবস্থার রূপরেখা' শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সেমিনারের উদ্বোধন করেন। প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ ভাষার মাসে এই সেমিনার আয়োজন করায় ইনস্টিটিউট কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান। বর্তমান বিশ্বে ভাষা শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নের জন্য এরকম সেমিনার আয়োজনের মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাই উপকৃত হবেন। ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. শিশির ভট্টাচার্য্যের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে ইনস্টিটিউটের অধ্যাপক ড. এবিএম রেজাউল করিম ফকির এবং ঢাবি ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাখাওয়াৎ আনসারী আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া সেমিনারে ইনস্টিটিউটের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। রাবিতে সেমিনার অনুষ্ঠিত শিক্ষা জগৎ ডেস্ক য় বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (বারটান) উদ্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দিনব্যাপী 'করোনাভাইরাসের বিস্তার: বিশ্বব্যাপী স্বাস্থ্য ঝুঁকি'বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১৯ ফেব্রম্নয়ারি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে সেমিনারটির উদ্বোধন করেন কৃষি অনুষদের ডিন প্রফেসর সালেহা জেসমিন। এতে স্বাগত বক্তব্য রাখেন বারটানের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও আঞ্চলিক প্রধান ড. মু. আব্দুল মজিদ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন টিএমএসএস মেডিকেল ইনস্টিটিউট অব রিসার্চ অব টেকনোলজির প্রিন্সিপাল ড. আহমেদ শরীফ। এতে আরও প্রবন্ধ উপস্থাপন করেন রাবির ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের সভাপতি প্রফেসর সাইফুল ইসলাম, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্সেস বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ডা. মো. হাকিমুল হক। সেমিনারে বক্তারা করোনাভাইরাসের উৎপত্তি, বিকাশ, ভয়াবহতা ও তার থেকে বাঁচার উপায় নিয়ে আলোচনা করেন। এ সময় বিশ্ববিদ্যালয় ও কলেজপর্যায়ের অর্ধশতাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।