এসএসসি পরীক্ষার প্রস্তুতি বিজ্ঞান

প্রকাশ | ২২ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

তাহের সিদ্দিকী, শিক্ষক, আগ্রাণ উচ্চ বিদ্যালয়, নাটোর
সুষম খাদ্য
প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য বিজ্ঞান থেকে মডেল টেস্ট (উত্তরসহ) দেওয়া হলো বহুনির্বাচনি প্রশ্নোত্তর পূর্ণমান : ৩০ ১. রক্তের প্রধান উপাদান কোনটি? ক. পানি খ. লৌহ গ. খনিজ লবণ ঘ. ভিটামিন সঠিক উত্তর: খ. লৌহ ২.সর্বপ্রথম কত সালে এইডস রোগ চিহ্নিত হয়? ক. ১৯৬০ খ্রিষ্টাব্দে খ. ১৯৭১ খিষ্ট্রাব্দে গ. ১৯৮১ খ্রিষ্টাব্দে ঘ. ১৯৯১ খ্রিষ্টাব্দে সঠিক উত্তর: গ. ১৯৮১ খ্রিষ্টাব্দে ৩.সুষম খাদ্যে কয়টি খাদ্য উপাদান উপযুক্ত পরিমাণে থাকতে হয়? ক. ৬টি খ. ৭টি গ. ৮টি ঘ. ৯টি সঠিক উত্তর: ক.৬টি ৪. আলট্রাসনোগ্রাফিতে ব্যবহৃত হয় কোনটি? ক. শ্রবণোত্তর তরঙ্গ খ. ইলেকট্রনের প্রবাহ গ. চৌম্বক ক্ষেত্র ঘ. আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন সঠিক উত্তর: ক. শ্রবণোত্তর তরঙ্গ ৫. প্রোটোপস্নাজমে উপস্থিত পানির পরিমাণ হলো- ক. ৫-১০% খ. ৩০ - ৪০ % গ. ৮৫ - ৯৫% ঘ. ৪০ - ৫৫% সঠিক উত্তর: গ. ৮৫ - ৯৫% ৬. প্রধান রেয়নগুলো হল- র. ভিসকোস ররর. বোরাক্স বিড ররর. অ্যাসিটেট নিচের কোনটি সঠিক? ক) র খ) রর, ররর গ) র, ররর ঘ) র, রর, ররর সঠিক উত্তর: গ) র, ররর ৭.নিচের কোনটি পানি বিশুদ্ধকরণের প্রক্রিয়া? ক. পরিস্রাবণ খ. বাষ্পীভবন গ. ঘনীভবন ঘ. বোতলজাতকরণ সঠিক উত্তর: ক. পরিস্রাবণ ৮. স্বাভাবিক চোখের স্পষ্ট দর্শনের নূ্যনতম দূরত্ব কত? ক. ৫ সে. মি খ. ১০ সে. মি গ. ২৫ সে. মি ঘ. ২.৫ সে. মি সঠিক উত্তর: গ. ২৫ সে. মি ৯. কোনটি ক্যান্সার নিরাময়ের কৌশল? ক) এমআরআই খ) রেডিওথেরাপি গ) সিটিস্ক্যান ঘ) এনজিওগ্রাফি সঠিক উত্তর: খ) রেডিওথেরাপি ১০. প্রাকৃতিক গ্যাসে প্রধানত কোনটি থাকে? ক. ইথেন খ. মিথেন গ. প্রোপেন ঘ. বিউটেন সঠিক উত্তর: খ. মিথেন ১১. উত্তল লেন্সের ফোকাস দূরত্ব ৫০ সেন্টিমিটার হলে ক্ষমতা কত? ক. -২ ডাইঅপ্টার খ. -০.২ ডাইঅপ্টার গ. ২ ডাইঅপ্টার ঘ. ০.২ ডাইঅপ্টার সঠিক উত্তর: গ. ২ ডাইঅপ্টার ১২. নিউক্লিয়াসের বিটাক্ষয়ের জন্য দায়ী কোন বল? ক. দুর্বল নিউক্লিয় বল খ. শক্তিশালী নিউক্লিয় বল গ. চৌম্বক বল ঘ. তাড়িৎ চৌম্বক বল সঠিক উত্তর: ক. দুর্বল নিউক্লিয় বল ১৩. কোনটি সেলুলোজের উৎস? ক. আম খ. সিচি ক্যান্ডি গ. চিনি ঘ. সবজি সঠিক উত্তর: ঘ. সবজি নিচের অনুচ্ছেদটি পড় এবং ১৪-১৫ নং প্রশ্নের উত্তর দাও : মানিক ও ফিরোজ দু'জনে দুটি পুকুরে মাছ চাষ করে। মানিকের পুকুরের মাছের বৃদ্ধি সন্তোষজনক। আর ফিরোজের পুকুরের মাছগুলো দুর্বল, এদের অঙ্গপ্রত্যঙ্গগুলো সঠিকভাবে বিকশিত হয়নি। পরীক্ষাকরে দেখা গেল, মানিকের পুকুরের পানির ঢ়ঐ ৭.৫। ফিরোজের পুকুরের পানির ঢ়ঐ ৫.৫। ১৪. মানিকের পুকুরের পানি কোন ধরনের? ক. এসিডিক খ.ক্ষারীয় গ. নিরপেক্ষ ঘ.ক্যালসিয়াম-সমৃদ্ধ সঠিক উত্তর: খ.ক্ষারীয় ১৫.ফিরোজের পুকুরের পানিতে কী প্রয়োগ করা উচিত? ক. এসিড খ.ক্ষার গ. ক্যালসিয়াম ঘ.ফসফরাস সঠিক উত্তর: গ. ক্যালসিয়াম ১৬. ফসফরিক এডিস থেকে কোন সার তৈরি হয়? ক. ঘঐ৪ঐঙ৩ খ. (ঘঙ৪)৩ঝঙ৪ গ. ঈধঈঙ৩ ঘ. (ঘঐ৪)৩চঙ৪ সঠিক উত্তর: ঘ. (ঘঐ৪)৩চঙ৪ ১৭. বিম্ব চোখের কোথায় গঠিত হয়? ক. আইরিশ খ. কর্নিয়া গ. লেন্স ঘ. রেটিনা সঠিক উত্তর: ঘ. রেটিনা ১৮. ছেলেমেয়েদের কত বছরের সময়কালকে বয়ঃসন্ধিকাল বলে? ক) ১৫ বছরের কম হলে খ) ১৩-১৭ বছর হলে গ) ৯-১৮ হলে ঘ) ১০-১৯ বছর হলে উত্তর: ঘ) ১০-১৯ বছর হলে ১৯. কোনটি তড়িৎ বিশ্লেষ্য নয়? ক. ঈঁঝঙ৪ খ. অমঘঙ৩ গ. খাবার লবণ ঘ. চিনি সঠিক উত্তর: ঘ. চিনি নিচের অনুচ্ছেদটি পড় এবং ২০-২১ নং প্রশ্নের উত্তর দাও : মুরাদ ঢাকা থেকে রংপুর যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনায় পড়ে। এতে তার বন্ধুর মারাত্নক রক্তক্ষরণ হয়। ফলে রক্তের প্রয়োজন। বন্ধুর রক্ত পরীক্ষা ছাড়াই মুরাদ বলেন, আমি রক্ত দিতে পারব। \হ ২০. মুরাদের রক্তের গ্রম্নপ কী ছিল? ক. ই খ. অই গ. অ ঘ. ঙ সঠিক উত্তর: ঘ. ঙ ২১. রক্তরসে কোন গ্যাসীয় পদার্থ নেই? ক. অক্সিজেন খ. নাইট্রোজেন গ. কার্বন-ডাই-অক্সাইড ঘ. ক্যালসিয়াম র্কাবনেট সঠিক উত্তর: ঘ. ক্যালসিয়াম কার্বনেট ২২. কোনটি প্রাকৃতিক পলিমার? ক. চঠঈ খ. পলিথিন গ. ব্যাকেলাইই ঘ. রাবার সঠিক উত্তর: ক. চঠঈ ২৩. কোনটি পানির বড় উৎস? ক. সাগর খ. পুকুর গ. নদী ঘ. নলকূপ সঠিক উত্তর: ক. সাগর ২৪. টেলিফোন আবিষ্কৃত হয় কত সালে? ক) ১৮৪৮ খ) ১৮৭৫ গ) ১৯০৭ ঘ) ১৯৭৫ সঠিক উত্তর: খ) ১৮৭৫ ২৫. ২০৫০ সালের মধ্যে বিশ্বের জনসংখ্যা দাঁড়াবে প্রায়- ক) ৭ বিলিয়ন খ) ৮ বিলিয়ন গ) ৯ বিলিয়ন ঘ) ১০ বিলিয়ন সঠিক উত্তর: ঘ) ১০ বিলিয়ন ২৬. সালফিউরিক এসিড একটি এসিড, কারণ- র. এতে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন রয়েছে রর. এটি নীল লিটমাসকে লাল করে ররর. এটি টক স্বাদযুক্ত নিচের কোনটি সঠিক? ক) র খ) র, ররর গ) রর, ররর ঘ) র, রর, ররর সঠিক উত্তর: ঘ) র, রর, ররর ২৭. ক্লিনিফেলটারস রোগে আক্রান্ত রোগীর ক্রোমোজোম কেমন হয়? ক. ীী খ. ীু গ. ীীু ঘ. ী সঠিক উত্তর: গ. ীীু ২৮.জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের কত শতাংশ জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যেতে পারে? ক. ২০% খ. ৩০% গ. ৫০% ঘ. ৬০% সঠিক উত্তর: খ. ৩০% ২৯.কোন দুর্যোগটি শুধু সাগরে সংঘটিত হয়? ক. বন্যা খ. কালবৈশাখী গ.ভূমিকম্প ঘ.সুনামী সঠিক উত্তর: ঘ.সুনামী ৩০. ফ্যাক্সিমিল শব্দটির সংক্ষিপ্ত রূপ কোনটি? ক.ফটোগ্রাফ খ.ফক্সোকপি গ. ফসিল ঘ. ফ্যাক্স সঠিক উত্তর: ঘ. ফ্যাক্স