৮ম শ্রেণির পড়াশোনা বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রকাশ | ২২ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর
উত্তরা গণভবন
আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো চতুর্থ অধ্যায় ২৭। সুলতানি আমলে বাংলাদেশের রাজধানী কোথায় ছিল? (ক) পাবনা (খ) সোনারগাঁও (গ) রংপুর (ঘ) ঢাকা সঠিক উত্তর : (খ) সোনারগাঁও ২৮। গ্রিক সমাধিসৌধ নির্মিত হয় কত সালে? (ক) ১৯১৫ সালে (খ) ১৯২০সালে (গ) ১৯২৫সালে (ঘ) ১৯৩০সালে সঠিক উত্তর : (ক) ১৯১৫ সালে ২৯। উত্তরা গণভবন ভ্রমণের মাধ্যমে আমরা- (র) ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে ধারণা লাভ করা যায় (রর) জমিদার নরেন্দ্র নারায়ণ সম্পর্কে জানা যায় (ররর) বিভিন্ন অঞ্চলের অভিজাত শ্রেণির মানুষের জীবনযাত্রার সাথে পরিচিত হওয়া যায়। নিচের কোনটি সঠিক? (ক) র (খ) র ও ররর (গ) রর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (খ) র ও ররর নিচের অনুচ্ছেদটি পড় ৩০ এবং ৩১ নং প্রশ্নের উত্তর দাও: ইতিহাসবিদ হিসেবে মুনতাসির মামুন মনে করেন, ঔপনিবেশিক যুগের তৈরি প্রত্নসম্পদ থেকে সে যুগের জীবনযাত্রা সম্পর্কে জানা যায়। ঢাকার বাহাদুর শাহ পার্ক ও প্রত্নতত্ত্বের অংশ। ৩০। প্রত্নসম্পদ আমাদের পরিচয় করায়- (ক) জীবিকার সাথে (খ) শিক্ষার সাথে (গ) ইতিহাস ও ঐতিহ্যের সাথে (ঘ) খেলাধুলার সাথে সঠিক উত্তর : (গ) ইতিহাস ও ঐতিহ্যের সাথে ৩১। বাহাদুর শাহ পার্কের নামের সাথে সম্পর্ক খুঁজে পাওয়া যায়- (র) আন্টাঘর ময়দান (রর) নওয়াব আব্দুল লতিফ (ররর) রানী ভিক্টোরিয়া পার্ক নিচের কোনটি সঠিক? (ক) র খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (ঘ) র, রর ও ররর ৩২। কোন জমিদাররা ময়মনসিংহ অঞ্চলে ছিলেন? (ক) মুক্তাগাছার জমিদাররা (খ) ভাওয়ালের জমিদাররা (গ) তাজহাটের জমিদাররা (ঘ) ভবানীপুরের জমিদাররা সঠিক উত্তর : (ক) মুক্তাগাছার জমিদাররা ৩৩। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত স্থান বলতে কোনটিকে বোঝায়? (ক) কুমিলস্না শহর (খ) কুষ্টিয়ার শিলাইদহ (গ) গোপালগঞ্জ (ঘ) বাগেরহাট সঠিক উত্তর : (খ) কুষ্টিয়ার শিলাইদহ ৩৪। মানিকগঞ্জের সাটুরিয়ায় কোন জমিদারের বাড়ি? (ক) রোজ গার্ডেন (খ) লাল কুঠির (গ) শশীলজ (ঘ) বালিয়াটির জমিদার বাড়ি সঠিক উত্তর : (ঘ) বালিয়াটির জমিদার বাড়ি