এসএসসি পরীক্ষার প্রস্তুতি অর্থনীতি

প্রকাশ | ২৩ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

সৈয়দা তাহমিনা হামিদ, সহকারী শিক্ষক, মেধাকুঞ্জ মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা য়
বাণিজ্যিক ব্যাংকের কাজ-
প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য অর্থনীতি থেকে মডেল টেস্ট (উত্তরসহ) দেওয়া হলো বহুনির্বাচনি প্রশ্নোত্তর পূর্ণমান : ৩০ ১.। কোন শব্দ হতে ঊপড়হড়সরপং শব্দটি এসেছে? ক. ঙপধহড়সরধ খ. ঙপধঢ়রধ গ. ঊহড়হড়সরধ ঘ. ঙরশড়হড়সরধ উত্তর : ঘ. ঙরশড়হড়সরধ ২. কাকে অর্থনীতির জনক বলা হয়? ক. অধ্যাপক মার্শালকে খ. অ্যাডাম স্মিথকে গ. স্যামুয়েলসনকে ঘ. জন স্টুয়ার্ট মিলকে উত্তর : খ. অ্যাডাম স্মিথকে ৩. সম্পদের দুষ্প্রাপ্যতা বলতে কী বোঝায়? ক. প্রয়োজনের তুলনায় দ্রব্যের পরিমাণ বেশি খ. প্রয়োজনের তুলনায় দ্রব্যের পরিমাণ কম গ. প্রয়োজনের তুলনায় টাকার পরিমাণ বেশি ঘ. প্রয়োজনের তুলনায় টাকার পরিমাণ কম উত্তর : ঘ. প্রয়োজনের তুলনায় টাকার পরিমাণ কম ৪. বিক্রেতা যে দামে দ্রব্যের যে পরিমাণ বিক্রয় করতে ইচ্ছুক, অর্থনীতিতে তা হলো- (ক) চাহিদা (খ) মজুত (গ) জোগান (ঘ) ভোগ উত্তর : (গ) জোগান ৫. বাজার সাম্যের ক্ষেত্রে নিচের কোন শর্তটি প্রযোজ্য? (ক) যে বিন্দুতে চাহিদা = জোগান (খ) যে বিন্দুতে চাহিদা > জোগান (গ) যে বিন্দুতে চাহিদা < জোগান (ঘ) যে বিন্দুতে চাহিদা জ্ঞ জোগান উত্তর : (ক) যে বিন্দুতে চাহিদা = জোগান ৬. অর্থনীতিতে চাহিদার শর্ত কয়টি? (ক) ১টি (খ) ২টি (গ) ৩টি (ঘ) ৪টি উত্তর : (গ) ৩টি ৭. চাহিদা সূচির অপর নাম কী? (ক) চাহিদা সাংখ্যিক সারণি (খ) চাহিদা জ্যামিতিক রূপ (গ) প্রান্তিক চাহিদা সূচি (ঘ) গড় চাহিদা সূচি উত্তর : (ক) চাহিদা সাংখ্যিক সারণি ৮. ব্যক্তিমালিকানার ধারণাটি প্রথম গৃহীত হয়- ক. ফ্রান্সে খ. ইতালিতে গ. গ্রিসে ঘ. মিসরে উত্তর : গ. গ্রিসে ৯. একই জিনিস বারবার ভোগ করলে অতিরিক্ত এককের উপযোগ হলো- (ক) গড় উপযোগ (খ) প্রান্তিক উপযোগ (গ) মোট উপযোগ (ঘ) অতিরিক্ত উপযোগ উত্তর : (খ) প্রান্তিক উপযোগ ১০. বাংলাদেশের শক্তির জোগান বহুলাংশে কিসের থেকে আসে? (ক) কয়লা (খ) সৌরবিদু্যৎ (গ) খনিজ তেল (ঘ) প্রাকৃতিক গ্যাস উত্তর : (ঘ) প্রাকৃতিক গ্যাস ১১. জোগান রেখা- (ক) বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী (খ) বাম থেকে ডান দিকে নিম্নগামী (গ) ডান থেকে বাম দিকে ঊর্ধ্বগামী (খ) ডান থেকে বাম দিকে নিম্নগামী উত্তর : (ক) বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী ১২. বাণিজ্যিক ব্যাংকের প্রথম ও প্রধান কাজ কোনটি? (ক) ঋণদান (খ) আমানত গ্রহণ (গ) অর্থ স্থানান্তর করা (ঘ) বিনিময়ের মাধ্যম সৃষ্টি করা উত্তর : (খ) আমানত গ্রহণ ১৩. কর রাজস্ব হলো- র আয়কর রর ভ্যাট ররর ভূমি রাজস্ব নিচের কোনটি সঠিক? (ক) র (খ) র ও রর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর উত্তর : (ঘ) র, রর ও ররর ১৪. 'উদ্যোক্তা নিজের বাড়িতে' ব্যবসা প্রতিষ্ঠান করলে যে ব্যয়ের সম্মুখীন হয়, তা হলো- (ক) মোট ব্যয় (খ) প্রকাশ্য ব্যয় (গ) প্রান্তিক ব্যয় (ঘ) অপ্রকাশ্য ব্যয় উত্তর : (ঘ) অপ্রকাশ্য ব্যয় ১৫. মূলধন গঠন প্রক্রিয়ায় কয়টি স্তর রয়েছে? ক. তিনটি খ. চারটি গ. পাঁচটি ঘ. ছয়টি সঠিক উত্তর : (ক) তিনটি ১৬. নিচের কোনটি মূলধনের কাজ? ক. জীবনযাত্রার মান উন্নয়ন খ. সঞ্চয়ের ইচ্ছা সৃষ্টি গ. শিক্ষার হার বাড়ানো ঘ. উৎপাদন ব্যয় হ্রাস সঠিক উত্তর : (ঘ) উৎপাদন ব্যয় হ্রাস ১৭. বাংলাদেশে শতকরা কত ভাগ মানুষ কৃষির ওপর নির্ভরশীল? ক. ৪৫ ভাগ খ. ৫৫ ভাগ গ. ৬৫ ভাগ ঘ. ৭৫ ভাগ। সঠিক উত্তর : (ঘ) ৭৫ ভাগ। ১৮. সামাদ মিয়া একজন নিরক্ষর কৃষক। কিন্তু তিনি গ্রাম্য চিকিৎসকের পরামর্শে দুটি সন্তান নিয়েছেন। সামাদ মিয়ার এ উদ্যোগ- র. তার পরিবারকে পরিকল্পিত পরিবার হিসেবে গড়ে তোলা রর. দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে সহায়ক ররর. কর্মসংস্থান বৃদ্ধিতে সহায়ক নিচের কোনটি সঠিক? ক. র খ. রর গ. র ও রর ঘ. রর ও ররর সঠিক উত্তর : (গ) র ও রর ১৯. ম্যালথাস কত সালে তার জনসংখ্যা তত্ত্ব প্রকাশ করেন? ক. ১৭৯৫ সালে খ. ১৭৯৬ সালে গ. ১৭৯৭ সালে ঘ. ১৭৯৮ সালে সঠিক উত্তর : (ঘ) ১৭৯৮ সালে ২০. কোনটি গাণিতিক প্রগতি? ক. ১, ২, ৪, ৮, ১৬... খ. ১, ২, ৩, ৪, ৫... গ. ২, ৫, ৯, ১৫, ১৮... ঘ. ১, ৪, ১০, ৭, ৩... সঠিক উত্তর : (খ) ১, ২, ৩, ৪, ৫... ২১.শাহজিবাজার তাপবিদু্যৎকেন্দ্রটি কোথায় অবস্থিত? ক. ঢাকা খ. গাজীপুর গ. সিলেট ঘ. চট্টগ্রাম সঠিক উত্তর : (গ) সিলেট ২২. গস্নুকোজ উৎপাদনে কোন শস্য কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়? ক. যব খ. গম গ. ডাল ঘ. ভুট্টা সঠিক উত্তর : (ঘ) ভুট্টা ২৩. ছয়জন অংশীদারের সমন্বয়ে গড়ে ওঠা ব্যবসা কোন ধরনের ব্যবসা? ক. অংশীদারি খ. যৌথ মূলধনী গ. সমবায় ঘ. এক মালিকানা সঠিক উত্তর : (ক) অংশীদারি ২৪. অর্থলগ্নি বা অর্থ সুদে খাটানোকে রোমান দার্শনিকরা কী ধরনের অপরাধ বলে মনে করতেন? ক. ব্যভিচারের সমান খ. চুরির সমান গ. খুনের সমান ঘ. মিথ্যা বলার সমান সঠিক উত্তর : খ. চুরির সমান ২৫. সংগঠনকে কী বলে? (ক) সমন্বয়কারী (খ) পরিচালক (গ) সংগঠন (ঘ) উদ্যোক্তা সঠিক উত্তর : (ক) সমন্বয়কারী ২৬. ব্র্যাক কত সালে প্রতিষ্ঠিত হয়? (ক) ১৯৭০ইং (খ) ১৯৭২ইং (গ) ১৯৭৪ইং (ঘ) ১৯৭৬ইং সঠিক উত্তর : (খ) ১৯৭২ইং নিচের অনুচ্ছেদটি গত ২৭ ও ২৮ নাম্বার প্রশ্নের উত্তর দাও : মাহাফুজ ৫ জন শ্রমিক নিয়োগ করে ৫০ মণ ধান উৎপাদন করে। পরের বছর একই জমিতে ৬ জন শ্রমিক নিয়োগ করে ৬০ মণ ধান উৎপাদন করে। ২৭. উদ্দীপকে ৫ জন শ্রমিকের গড় উৎপাদন কত? (ক) ২ মণ (খ) ১০ মণ (গ) ৫০ মণ (ঘ) ৬০ মণ সঠিক উত্তর : (খ) ১০ মণ ২৮. শ্রমিক ১ জন বৃদ্ধি করায় উৎপাদনের পরিমাণ ১০ মণ বৃদ্ধি পেয়েছে, যা হলো- (ক) গড় উৎপাদন (খ) মোট উৎপাদন (গ) প্রান্তিক উৎপাদন (ঘ) চূড়ান্ত উৎপাদন সঠিক উত্তর : (গ) প্রান্তিক উৎপাদন ২৯. মূলধন ব্যবহারজনিত অবচয় ব্যয় কী দ্বারা ইংরেজিতে প্রকাশ করে? (ক) ঈঅঈ (খ) ঈঈঅ (গ) অঈঈ ঘ) ঘঈঅ \হসঠিক উত্তর : (খ) ঈঈঅ ৩০. 'দ্রব্যের মূল্য নির্ধারণের চাহিদা ও জোগান উভয়ই সমান গুরুত্বপূর্ণ'- উক্তিটি কার? (ক) অধ্যাপক মার্শাল (খ) এল রবিন্স (গ) অধ্যাপক চ্যাপম্যান (ঘ) পল স্যামুয়েলসন সঠিক উত্তর : (ক) অধ্যাপক মার্শাল