এইচএসসি পরীক্ষার প্রস্তুতি বাংলা প্রথমপত্র

প্রকাশ | ২৩ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক, ইস্টার্ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, দনিয়া, ঢাকা য়
নীরব নিস্তব্ধ
আজ তোমাদের জন্য বাংলা প্রথমপত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো নুরুলদীনের কথা মনে পড়ে যায় সৈয়দ শামসুল হক ৩৪. নূরুলদীন কিসের বিরোধী ছিলেন? ক. আধুনিকতার খ. ধর্মীয় অনুশাসনের গ. সাম্রাজ্যবাদের ঘ. পুঁজিবাদের সঠিক উত্তর : গ. সাম্রাজ্যবাদের ৩৫. সব্যসাচী বলতে কী বোঝায়? ক. উভয়হাতে সমভাবে পারদর্শী খ. খ্যাতিসম্পন্ন ব্যক্তি গ. অধিক চালাকি করা ঘ. চেতনায় দীপ্ত ব্যক্তি সঠিক উত্তর : ক. উভয়হাতে সমভাবে পারদর্শী ৩৬. কবি সকলকে স্থির হয়ে বসতে বলেন কেন? ক. পরামর্শ করার জন্য খ. সিদ্ধান্ত নেওয়ার জন্য গ. সংকট মোকাবেলার জন্য ঘ. যুদ্ধের প্রস্তুতির জন্য সঠিক উত্তর : গ. সংকট মোকাবেলার জন্য ৩৭. কেন কবির স্বপ্ন লুট হয়ে যায়? ক. অহংকারে খ. অভাবে গ. দালালের কারণে ঘ. নিষ্পেষণের কারণে সঠিক উত্তর : গ. দালালের কারণে ৩৮. ধবল দুধের মতো জোছনা বলতে কী বোঝায়? ক. সাদা দুধের মতো জোছনা খ. বকের মতো জোছনা গ. আলো-আঁধারী জোছনা ঘ. স্বচ্ছ জলের মতো জোছনা সঠিক উত্তর : ক. সাদা দুধের মতো জোছনা ৩৯. স্তব্ধতার দেহ বলতে কী বুঝিয়েছেন? ক. নিথর শরীর খ. শীর্ণকায় শরীর গ. আবেগঘন পরিবেশ ঘ. নীরব নিস্তব্ধ পরিবেশ সঠিক উত্তর : ঘ. নীরব নিস্তব্ধ পরিবেশ ৪০. নূরুলদীন একদিন কালো পূর্ণিমায় ডাক দেবে কেন? ক. সংগঠিত হতে খ. যুদ্ধ করতে গ. সংগ্রাম করতে ঘ. ইতিহাস বলতে সঠিক উত্তর : ক. সংগঠিত হতে জাদুঘরে কেন যাব আনিসুজ্জামান ১. ভিক্টোরিয়া মেমোরিয়াল কোথায় অবস্থিত? ক. কলকাতায় খ. লন্ডনে গ. প্যারিসে ঘ. ঢাকায় সঠিক উত্তর : ক. কলকাতায় ২. ব্রিটিশ মিউজিয়াম, প্রত্নতত্ত্ব ও ঐতিহাসিক সংগ্রহশালা এবং গ্রন্থগারের জন্য প্রাসাদোপম অট্টালিকার প্রয়োজন হয়েছিল- র. বিচিত্র সংগ্রহের কারণে রর. সংরক্ষণের সুবিধার্থে ররর. সংগ্রহের বিপুলতার কারণে নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর অনুচ্ছেদ পড়ে ৩নং প্রশ্নের উত্তর দাও। ফিলিপ শিক্ষা সফরে বলধা গার্ডেনে গিয়ে নানা ধরনের উদ্ভিদের সঙ্গে পরিচিত হয়। অজানা অসখ্য উদ্ভিদ এবং আহরিত নতুন জ্ঞান তাকে কৌতূহলী করে তোলে। ৩. ফিলিপের কৌতূহলী হওয়া এবং জাদুঘরে কেন যাব রচনায় মানুষের আবেগাপস্নুত হওয়ার কারণ হলো- র. আনন্দদায়ক রর. বৈচিত্র্যপূর্ণ ররর. অভিনব নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর ৪. ওই দিক নিচের কোন বাক্যে প্রকাশ হয়েছে? ক. সদ্য স্বাধীন দেশগুলোর আত্মপরিচয়ের প্রেরণায় নতুন নতুন জাদুঘর প্রতিষ্ঠায় প্রবৃত্ত হয় খ. জাদুঘর আমাদের আনন্দ দেয় গ. জাদুঘর শুধু জ্ঞানই ছড়িয়ে দেয় না, অলক্ষ্যে ছড়িয়ে দেয় বিপুল কৌতূহল ঘ. জাদুঘর যেমন সামাজিক ও রাষ্ট্রীয় ভাবনার সৃষ্টি, তেমনি তা সামাজিক ও রাষ্ট্রীয় পরিবর্তনের কারণ ঘটাতে পারে সঠিক উত্তর : গ. জাদুঘর শুধু জ্ঞানই ছড়িয়ে দেয় না, অলক্ষ্যে ছড়িয়ে দেয় বিপুল কৌতূহল ৫. জাদুঘরে কেন যাব কার লেখা প্রবন্ধ? ক. আনিস আহমেদ খ. কাজী মোতাহের হোসেন গ. আনিসুজ্জামান ঘ. আনিসুল হক সঠিক উত্তর : গ. আনিসুজ্জামান ৬. আনিসুজ্জামান কত সালে জন্মগ্রহণ করেন? ক. ১৯২৭ খ. ১৯৫৩ গ. ১৯৩৭ ঘ. ১৯৩৮ সঠিক উত্তর : গ. ১৯৩৭ ৭. ইউরোপের প্রথম বুর্জোয়া বিপস্নব কোনটি? ক. রুশ বিপস্নব খ. স্পেন বিপস্নব গ. গণতান্ত্রিক বিপস্নব ঘ. ফরাসি বিপস্নব সঠিক উত্তর : ঘ. ফরাসি বিপস্নব \হ ৮. তিনি দীর্ঘকাল কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন? ক. শিকাগো ও লন্ডন বিশ্ববিদ্যালয় খ. ঢাকা বিশ্ববিদ্যালয় গ. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঘ. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সঠিক উত্তর : ক. শিকাগো ও লন্ডন বিশ্ববিদ্যালয় ৯. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘরের রজতজয়ন্তী কত সালে ছিল? ক. ২০০০ সালে খ. ২০০১ সালে গ. ২০০৩ সালে ঘ. ২০০৫ সালে সঠিক উত্তর : গ. ২০০৩ সালে ১০. আলেকজান্দ্রিয়া কোথায় অবস্থিত? ক. মিসরের পূর্বে খ. উত্তর মিসরে গ. উত্তর গ্রিসে ঘ. ভারতে সঠিক উত্তর : খ. উত্তর মিসরে