৮ম শ্রেণির পড়াশোনা বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রকাশ | ২৩ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর
কার্জন হল
আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো চতুর্থ অধ্যায় ৩৫। জাদুঘরে কোন শ্রেণির মানুষের জীবনযাত্রার পরিচয় পাওয়া যায়? (ক) মধ্যবিত্ত (খ) দরিদ্র (গ) শিক্ষিত (ঘ) অভিজাত সঠিক উত্তর : (ঘ) অভিজাত ৩৬। বলদার জমিদারের নাম কী? (ক) রাজেন্দ্র রায় চৌধুরী (খ) অতুল নারায়ণ রায় চৌধুরী (গ) নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরী (ঘ) শিব নারায়ণ রায় চৌধুরী সঠিক উত্তর : (গ) নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরী ৩৭। আহসান মঞ্জিল ও কার্জন হলের মধ্যে সাদৃশ্যপূর্ণ দিক হলো- (র) দুটিই ঢাকায় অবস্থিত (রর) দুটিই অফিসিয়াল কাজে ব্যবহৃত হয় (ররর) দুটিই ইংরেজ আমলে নির্মিত নিচের কোনটি সঠিক? (ক) র (খ) র ও রর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (গ) র ও ররর ৩৮। মোঘল যুগে কিসের জন্য সোনারগাঁওয়ের অনেক খ্যাতি ছিল? (ক) মসলিন শাড়ির জন্য (খ) পান-সুপারির জন্য (গ) শিল্পপ্রতিষ্ঠানের জন্য (ঘ) মাছের জন্য সঠিক উত্তর : (ক) মসলিন শাড়ির জন্য ৩৯। আহসান মঞ্জিলের সংগ্রহশালায় রয়েছে- (র) নবাবদের পোশাক, খাট, পালং, চেয়ার (রর) অলংকার ও মূল্যবান আলোকচিত্র (ররর) মুক্তিযুদ্ধের তথ্য নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (ক) র ও রর ৪০। ঔপনিবেশিক যুগে ঢাকা শহরে নির্মিত ইমারত হলো- (র) জনতা ব্যাংক ভবন (রর) চিনি টিকরি মসজিদ (ররর) আর্মেনিয়ান গির্জা নিচের কোনটি সঠিক? (ক) র খ) রর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (গ) রর ও ররর ৪১। কার্জন হল ভবনটি কোন আমলে নির্মিত হয়েছে? (ক) পাল আমলে (খ) সেন আমলে (গ) মোঘল আমলে (ঘ) ইংরেজ আমলে সঠিক উত্তর : ঘ) ইংরেজ আমলে ৪২। আহসান মঞ্জিল কাদের প্রাসাদ নামে পরিচিত? (ক) ঢাকার নবাবদের (খ) সৈনিকদের (গ) ঢাকার নায়েবদের (ঘ) বণিকদের সঠিক উত্তর : (ক) ঢাকার নবাবদের