এসএসসি পরীক্ষার প্রস্তুতি

জীববিজ্ঞান

প্রকাশ | ২৪ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক, ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা য়
প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য জীববিজ্ঞান থেকে জ্ঞানমূলক প্রশ্নোত্তর দেওয়া হলো ১। জীববিজ্ঞানের জনক কে? উত্তর : অ্যারিস্টটল ২। জীববিজ্ঞানের কোন শাখায় ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করা হয়? উত্তর : ইভলিউশন ৩। ক্যারোলাস লিনিয়াসের জীবনকাল লিখ। উত্তর : ১৭০৭-১৭৭৮ ৪। মাশরুমের কোষপ্রাচীর কী দিয়ে গঠিত? উত্তর : কাইটিন ৫। গোল আলুর বৈজ্ঞানিক নাম লিখ। উত্তর: ঝড়ষধহঁস :ঁনবৎড়ংঁস ৬। আমাদের জাতীয় পাখির বৈজ্ঞানিক নাম লিখ। উত্তর : ঈড়ঢ়ংুপযঁং ংধঁষধৎরং ৭। কোন রাজ্যের জীবকোষে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পদার্থ অনুপস্থিত? উত্তর : মনেরা ৮। উদ্ভিদজগতের শ্রেণিবিন্যাসের সুনির্দিষ্ট ধাপগুলোকে কী বলে? উত্তর : ট্যাক্সা ৯। লিনিয়াসের যুগ থেকে বিংশ শতাব্দীর মাঝ পর্যন্ত জীবজগৎকে কয়টি রাজ্যে শ্রেণিবিন্যাস করা হতো? উত্তর : ২টি ১০। প্রতিটি জীবদেহ কী দিয়ে গঠিত? উত্তর : কোষ ১১। রবার্ট হুক কত সালে কোষ আবিষ্কার করেন? উত্তর : ১৬৬৫ সালে ১২। কোষঝিলিস্ন কী দ্বারা গঠিত? উত্তর : লিপিড ও প্রোটিন ১৩। সাইটোপস্নাজমের বাইরের দিকের শক্ত আবরণকে কী বলে? উত্তর : অ্যাক্টোপস্নাজম ১৪। কোষের পাওয়ার হাউস বলা হয় কাকে? উত্তর : মাইটোকন্ড্রিয়াকে ১৫। প্রোটিনের পলিপেপটাইড চেইন সংযোজন কোথায় হয়? উত্তর : রাইবোজোমে ১৬। সরল টিসু্য কত প্রকার? উত্তর : ৩ প্রকার ১৭। ট্রাকিড কোষের প্রাচীরে কী জমা হয়? উত্তর : লিগনিন ১৮। কোন টিসু্য মস্তিষ্ক, ফুসফুস ও হৃৎপিন্ডকে রক্ষা করে? উত্তর : স্কেলিটার টিসু্য ১৯। পাটের আঁশকে কোন ধরনের ফাইবার বলে? উত্তর : বাস্ট ফাইবার ২০। একটি আদর্শ নিউরনের কয়টি অংশ? উত্তর : ৩টি ২১। রেচন কাকে বলে? উত্তর : দেহ থেকে অপ্রয়োজনীয় বর্জ্য পদার্থ নিষ্কাশনকে রেচন বলে। ২২। অণুবীক্ষণ যন্ত্রে ফুটের উঁচু যে অংশের সঙ্গে বাহুটি লাগানো থাকে তাকে কী বলে? উত্তর : স্তম্ভ ২৩। জীবদেহের গঠন ও কাজের একক কী? উত্তর : কোষ ২৪। ইস্টে কোন ধরনের বিভাজন দেখা যায়? উত্তর : অ্যামাইটোসিস ২৫। মাইটোসিস কোষ বিভাজনের শেষ পর্যায়ের নাম কী? উত্তর : টেলাফেজ ২৫। কোন ব্যাকটেরিয়ার সংক্রমণে নিউমোনিয়া রোগ হয়? উত্তর : নিউমোকক্কাস ২৬। কোন ধাপে বাহুদ্বয় অনুগামী হয়? উত্তর : প্রোফেজ ২৭। 'ও' এর মতো আকার ধারণকারী ক্রোমোজোমগুলোকে কী বলে? উত্তর : টেলাসেন্ট্রিক ২৮। কোষ বিভাজনের প্রস্তুতিমূলক পর্যায়কে কী বলে? উত্তর : ইন্টারফেজ ২৯। জনন কোষের সংখ্যা বৃদ্ধি পায় কোন বিভাজনের কারণে? উত্তর : মিয়োসিস ৩০। অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলে কী হয়? উত্তর : ক্যান্সার ৩১। স্পিন্ডল তন্তু কী? উত্তর : স্পিন্ডল যন্ত্রের এক মেরু থেকে অন্য মেরু পর্যন্ত বিস্তৃত তন্তুগুলোই হলো স্পিন্ডল তন্তু। ৩২। মাইটোসিস প্রক্রিয়ার পর্যায় কয়টি? উত্তর : ৫টি ৩৩। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উপজাত হিসেবে নির্গত হয় কোন গ্যাস? উত্তর : কার্বন ডাইঅক্সাইড ৩৪। জীবদেহে জৈব রাসায়নিক বিক্রিয়াগুলো কোন শক্তি দ্বারা পরিচালিত হয়? উত্তর : জীবনীশক্তি ৩৫। সালোকসংশ্লেষণের সময় অউচ কী গ্রহণ করে? উত্তর : সৌরশক্তি ৩৬। বায়ুতে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কত? উত্তর : ০.০৩% ৩৭। ইরড়ষড়মরপধষ ঈড়রহ-এর বাংলা অর্থ কী? উত্তর : জৈবমুদ্রা ৩৮। কোন প্রক্রিয়ায় আলোকশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়? উত্তর : ফটোসিনথেসিস ৩৯। সালোকসংশ্লেষণের সময় কী সৌরশক্তি গ্রহণ করে অঞচ-তে পরিণত হয়? উত্তর : অউচ ৪০। আম, লিচু, কলা প্রভৃতি কোন ধরনের উদ্ভিদ? উত্তর : ঈ৩ উদ্ভিদ ৪১। বিকেলে সালোক সংশ্লেষণের গতিমন্থর হয় কেন? উত্তর : পাতায় শর্করা বেশি থাকার কারণে ৪২। সবুজ উদ্ভিদে কার্বন ডাইঅক্সাইড বিজারণে কয়টি গতিপথ শনাক্ত করা হয়েছে? উত্তর : ৩টি ৪৩। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার প্রধান স্থান কী? উত্তর : পাতার মেসোফিল টিসু্য ৪৪। ক্লোরোফিল আলোক রশ্মি থেকে কী শোষণ করে? উত্তর : ফোটন ৪৫। কোন আলোতে সালোকসংশ্লেষণ ভালো হয়? উত্তর : লাল ৪৬। ঈ৩ গতিপথ বলতে কোন চক্র বুঝায়? উত্তর : ক্যালবিন চক্র ৪৭। হ্যাচ ও স্স্ন্যাক কোন দেশের বিজ্ঞানী? উত্তর : অস্ট্রেলিয়া ৪৮। কত তরঙ্গ দৈর্ঘ্যে সালোকসংশ্লেষণ সবচেয়ে ভালো হয়? উত্তর : ৬৮০ হস ৪৯। খাদ্য প্রস্তুতে বাধাপ্রাপ্ত হলে কোন প্রক্রিয়ায় বিঘ্ন ঘটে? উত্তর : শ্বসন ৫০। সবুজ পাতা আয়োডিন দ্রবণে কী বর্ণ ধারণ করে? উত্তর : নীল ৫১। অবাত শ্বসন কোথায় সংঘটিত হয়? উত্তর : সাইটোপস্নাজমে ৫২। সবাত শ্বসন প্রক্রিয়ায় কত ক্যালরি শক্তি উৎপন্ন হয়? উত্তর : ৬৮৬ শ ঈধষ/সড়ষ ৫৩। অঞচ এর পূর্ণরূপ কী? উত্তর : অফবহড়ংরহব ঞৎরঢ়যড়ংঢ়যধঃ ৫৪। ম্যাক্রো উপাদান কয়টি? উত্তর : ৯টি ৫৫। কোন উপাদানের অভাবে ফুলের কুঁড়ির জন্ম হয়? উত্তর : বোরন ৫৬। সুষমখাদ্যে আমিষ, চর্বি ও শর্করার অনুপাত কত? উত্তর : ৪ : ১ : ১ ৫৭। দাঁতের ডেন্টিনকে আবৃতকারী পাতলা আবরণের নাম কী? উত্তর : এনামেল ৫৮। ব্যাপন কাকে বলে? উত্তর : যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো দ্রব্যের অণু বেশি ঘনত্বের এলাকা থেকে কম ঘনত্বের এলাকায় ছড়িয়ে পড়ে তাকে ব্যাপন বলে। ৫৯। সুউচ্চ বৃক্ষের পাতায় পানি পৌঁছায় কীসের মাধ্যমে? উত্তর : ভেসেল ৬০। কোষ রস পরিবহণকে কয় ভাগে ভাগ করা যায়? উত্তর : ২ ভাগে