জানার আছে অ নে ক কি ছু

প্রকাশ | ২৫ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
প্রশ্ন : ময়নামতি বা গোপীচন্দ্র অবলম্বনে রচিত গান প্রথম কে সংগ্রহ করেন? উত্তর : জর্জ গিয়ার্সন। ১৮৭৮ সালে রংপুর থেকে। প্রশ্ন : ময়নামতি গোপীচন্দ্রের গান কাব্যের উলেস্নখযোগ্য রচয়িতা কে কে? উত্তর : দুর্লভ মলিস্নক, ভবানীদাস ও শুকুর আহমেদ। প্রশ্ন : শেখ ফয়জুলস্নাহ রচিত গ্রন্থের সংখ্যা কয়টি ও কী কী? উত্তর : ৫টি। যথা- (ক) গোরক্ষ বিজয় বা গোর্খ বিজয় (খ) গাজী বিজয় (গ) সত্যপরী (ঘ) জয় নালের চৌতিশা (ঙ) রাসানাম। প্রশ্ন : মীনচেতন কে রচনা করেছেন? উত্তর : শ্যামাদাস সেন। প্রশ্ন : মধ্যযুগে বাংলা সাহিত্যে মুসলিম কবিগণের সর্বাপেক্ষা উলেস্নখযোগ্য অবদান কী? উত্তর : রোমান্টিক প্রণয়োপাখ্যান। প্রশ্ন : মধ্যযুগে ফারসি ভাষা থেকে অনূদিত প্রণয়োপাখ্যানগুলো কী কী? উত্তর : ইউসুফ-জুলেখা, লাইলী-মজনু, গুলে বকাওয়ালী, সয়ফুলমুলুক বদিউজ্জামাল, প্রশ্ন : মধ্যযুগে হিন্দি ভাষা থেকে অনূদিত প্রণয়োপাখ্যানগুলো কী কী? উত্তর : পদ্মাবতী, সতীময় না লোরচন্দ্রনী, মধুমালতী, মৃগাবতী ইত্যাদি। প্রশ্ন : গুলে বকাওয়ালী কে রচনা করেন? উত্তর : নওয়াজিশ আলী খান। প্রশ্ন : গুলে বকাওয়ালী অন্য কোন কবি রচনা করেন? উত্তর : মুহাম্মদ মুকিম।