বশেফমুবিপ্রবিতে ওরিয়েন্টেশন

প্রকাশ | ২৫ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ বলেছেন, শিক্ষার্থীদের শুধু ভালো লেখাপড়া করলেই হবে না। ভবিষ্যতের সুনাগরিক হওয়ার জন্য মানবিক গুণসম্পন্ন মানুষ হতে হবে। উদারনৈতিক ও অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত হয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে। ২৩ ফেব্রম্নয়ারি বশেফমুবিপ্রবিতে ফিশারিজ অনুষদের (ফিশারিজ কলেজ) শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে তিনি এসব কথা বলেন। মেলান্দহের মালঞ্চে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মুহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আহসান বিন হাবিব। অনুষ্ঠানের শুরুতে ফিশারিজ অনুষদে ভর্তি হওয়া ২০৪ জন শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করে নেয় বশেফমুবিপ্রবি কর্তৃপক্ষ।