এসএসসি পরীক্ষার প্রস্তুতি বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রকাশ | ২৬ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর
ভূমিকম্প কেন হয়?
প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে মডেল টেস্ট দেওয়া হলো ২১। বাংলাদেশর নদীর নাব্যতা হারানোর প্রধান কারণ? ক. নদীর ভাঙন খ. নদী দখল গ. প্রাকৃতিক বিপর্যয় ঘ. মাছের বিলুপ্তি সঠিক উত্তর: খ. নদী দখল ২২। বাংলা ভাষার দাবি আদায়ে সবাই ঐক্যবদ্ধ হলো- এর মাধ্যমে বাঙালির কোনটি প্রকাশ পায়? ক. জাতীয়তাবোধ খ. ঐক্যবদ্ধতা গ. স্বাধীনতাবোধ ঘ. অসাম্প্রদায়িকতা সঠিক উত্তর: ক. জাতীয়তাবোধ ২৩। সামাজিক পরিবর্তনের জৈবিক উপাদান কোনটি ? ক. শিক্ষা খ. নদীভাঙন গ. জনসংখ্যার ঘনত্ব ঘ. মূল্যবোধ সঠিক উত্তর: গ. জনসংখ্যার ঘনত্ব ২৪। কম্পিউটার, টেলিভিশন, মোবাইল ফোন প্রভৃতি কোন পরিবেশের উদাহরণ ? \হক. অর্থনৈতিক খ. রাজনৈতিক গ. সামাজিক ঘ. মনস্তাত্ত্বিক সঠিক উত্তর: ক. অর্থনৈতিক ২৫। 'প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো'- উক্তিটির মাধ্যমে কী প্রকাশ পেয়েছে? ক. স্বাধীনতার ঘোষণা খ. দৃঢ় মনোভাব গ. স্বাধীনতার পূর্বপ্রস্তুতি ঘ. মানুষের প্রতি আদেশ সঠিক উত্তর: গ. স্বাধীনতার পূর্বপ্রস্তুতি ২৬। আইনের প্রাচীনতম উৎস কী? ক. ধর্ম খ. প্রথা গ. ন্যায়বোধ ঘ. আইনসভা সঠিক উত্তর: খ. প্রথা ২৭। ব্রক্ষ্ণপুত্র নদের উৎপত্তিস্থল কোথায়? ক. হিমালয়ের গাঙ্গেত্রী খ. তিব্বতের মানস সরোবর গ. লুসাই পাহাড় ঘ. সিকিমের পার্বত্য অঞ্চল সঠিক উত্তর: খ. তিব্বতের মানস সরোবর ২৮। উপযোগ বলতে বোঝায়- ক. মানুষের মোট চাহিদা খ. অভাবের মোট পরিমাণ গ. দ্রব্যের অভাব পূরণের ক্ষমতা ঘ. চাহিদা ও জোগানের সমষ্টি সঠিক উত্তর: গ. দ্রব্যের অভাব পূরণের ক্ষমতা ২৯। উন্নত দেশগুলোর অর্থনীতি কেমন? ক. কৃষিনির্ভর খ. জনশক্তিনির্ভর গ. আমদানি নির্ভর ঘ. শিল্পনির্ভর সঠিক উত্তর: ঘ. শিল্পনির্ভর ৩০। ন্যায়বিচার প্রতিষ্ঠা করা- ক. রাষ্ট্রের অন্যতম দায়িত্ব খ. সরকারে দায়িত্ব গ. প্রশাসনের দায়িত্ব ঘ. সমাজের দায়িত্ব সঠিক উত্তর: ক. রাষ্ট্রের অন্যতম দায়িত্ব সৃজনশীল প্রশ্ন পূর্ণমান : ৭০ \হ(যেকোনো ৭টি প্রশ্নের উত্তর দিতে হবে) ১. সুমির বাবা একজন সচিব। তার চাচা সামরিক বাহিনীর উচ্চপদস্থ অফিসার। দেশের বিভিন্ন স্থানে বসবাসরত তাদের অনেক আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব এবং এলাকার অনেকে আজ বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত। পক্ষান্তরে, সুমির দাদার যোগ্যতা থাকা সত্ত্বে নিম্ন বেতনভুক্ত কর্মচারী হিসেবে তার কর্মজীবন শেষ করেছেন। '৫২ ও '৬৯-এর আন্দোলনের ফলে সুমিরা আজ বাংলাদেশের গর্বিত নাগরিক। ক. যুক্তফ্রন্ট কতটি দল নিয়ে গঠিত হয়? ১ খ. মৌলিক গণতন্ত্র নামে একটি ব্যবস্থা চালু করা হয় কেন? ব্যাখ্যা কর। ২ গ. সুমির দাদার এই পরিণতির জন্য দায়ী কারণসমূহ শনাক্ত করে ব্যাখ্যা কর। ৩ ঘ. '৫২ ও '৬৯-এর আন্দোলনের ফলে সুমিরা আজ বাংলাদেশের গর্বিত নাগরিক'-উক্তিটির যথার্থতা প্রমাণ কর। ৪ ২. রসুল মিয়া, গ্রামের একজন অবস্থাপন্ন কৃষক। এক সময় চাষাবাদের ক্ষেত্রে তিনি পুরোপুরি প্রকৃতির ওপর নির্ভরশীল ছিলেন। এখন তিনি সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ করেন। আবার তার নাতনি সামিয়া ঘরে বসেই দেশের বাইরের বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়ার জন্য ইন্টারনেটে যোগাযোগ রাখে। ক. 'সামাজিক পরিবর্তন হচ্ছে সামাজিক সংগঠনের মধ্যকার পরিবর্তন' সংজ্ঞাটি কার? ১ খ. সামাজিক পরিবর্তনে শিল্পায়নের প্রভাব ব্যাখ্যা কর। ২ গ. কৃষিক্ষেত্রে রসুল মিয়া যে পরিবর্তন তা সামাজিক পরিবর্তনে ব্যাপক ভূমিকা রাখছে- মতামত দাও। ৩ ঘ. সামিয়ার বিষয়টি সামাজিক পরিবর্তনের কোন উপাদান দ্বারা প্রভাবিত বলে তুমি মনে কর? ব্যাখ্যা দাও। ৪ ৩. শিক্ষক ২০১১ সালে জাপানের একটি দুর্যোগের কথা বলেছিলেন। আর শিক্ষার্থীরা আগ্রহ নিয়ে তা শুনছিল। তিনি জানান, সমুদ্র তীরের একটি শহর প্রবল স্রোতে ভেসে যেতে থাকল। বাড়ি গাড়ি সেই স্রোতের কাছে কিছু মনে হলো না। ক. ভূমিকম্প কাকে বলে? ১ খ. ভূমিকম্পের যে কোনো একটি কারণ ব্যাখ্যা কর। ২ গ. কিসের ফলাফল হিসেব উপরিউক্ত ঘটনা ঘটেছিল? বিশ্লেষণ কর। ৩ ঘ. 'যথাযথ ব্যবস্থার মাধ্যমে এ ধরনের ক্ষয়ক্ষতি হ্রাস করা সম্ভব।'- উক্তিটির যথার্থতা নিরূপণ কর। ৪ ৪. ফরিদ দরিদ্র পরিবারের সন্তান। তার বয়স ১৪ বছর। বাধ্য হয়ে সে একটা গাড়ির গ্যারেজে কাজ করে। যেখানে সে নানাভাবে নির্যাতনের স্বীকার হয়। এক সময় সে মাদকাসক্ত হয়ে পড়ে। ক. বাংলাদেশের শিশুদের বয়সসীমা কত? ১ খ. জঙ্গিবাদ দূর করার উপায়সমূহ কী কী? ২ গ. উদ্দীপকে বর্ণিত ফরিদের অপরাধী হওয়ার কারণগুলো বর্ণনা কর। ৩ ঘ. ফরিদকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে কী কী ব্যবস্থা নেওয়া উচিত বলে তুমি মনে কর? ব্যাখ্যা কর। ৪ ৫. মি. মুশফিক নদী বিষয়ে গবেষণা করেন। তিনি যে উপজেলায় বাস করেন তার ভেতর দিয়ে বয়ে গেছে কাটাখালী নামে একটি নদী। তিনি দেখেছেন তার ছেলেবেলায় নদীটিতে চৈত্র মাসে অল্প পানি থাকত আবার বর্ষায় হয়ে উঠত উন্মত্ত। এক সময় এই নদীতে প্রচুর মাছ ছিল- যা দিয়ে অত্র এলাকার মানুষের পুষ্টি চাহিদা পূরণ হতো আবার কিছু মানুষ বিক্রি করে জীবিকা নির্বাহ করত। বর্তমানে নদীটি শীর্ণ এবং মাছ নেই বললেই চলে। ক. পানিসম্পদ ব্যবস্থাপনা কী? ১ খ. তিস্তা নদীর গতিপথ ব্যাখ্যা কর। ২ গ. ওই নদীর নাব্যের জন্য কী কী ব্যবস্থা নেয়া উচিত? পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা কর। ৩ ঘ. 'নদীগুলোই বাংলাদেশের প্রাণ' উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর। ৪ ৬. বাংলাদেশ সরকার জনকল্যাণ সাধন, প্রশাসন পরিচালনা ও উন্নয়নের জন্য বিপুল অর্থ ব্যয় করে। অনেক নতুন নতুন খাত ও ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এ জন্য সরকারকে প্রচুর আয় করতে হয়। ক. বাণিজ্যিক ব্যাংকের আমানত কত প্রকার? ১ খ. কেন্দ্রীয় ব্যাংককে অন্যান্য ব্যাংকের ব্যাংক বলা হয় কেন? ২ গ. উদ্দীপকে বর্ণিত দেশটি কীভাবে তার আয়ের পরিমাণ বৃদ্ধি করতে পারে? ব্যাখ্যা কর। ৩ ঘ. সাম্প্রতিককালে দেশটির ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে- বিশ্লেষণ কর। ৪ ৭. দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী এবং লীগ অব নেশন্সের ব্যর্থতার কারণে বিশ্বের সর্ববৃহৎ একটি সংগঠন গঠিত হয়। এই সংগঠনটি বিশ্ব শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করাসহ বহুবিধ কাজ করে থাকে। বাংলাদেশের সৈন্য ওই সংগঠনের শান্তি রক্ষা মিশনে সবচেয়ে বেশি এবং শান্তি প্রতিষ্ঠায় আপ্রাণ চেষ্টা করছে। ক. বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য দেশ? ১ খ. ভেটো কী? ব্যাখ্যা কর। ২ গ. উদ্দীপকে তোমার পাঠ্যবইয়ের কোন সংগঠনকে নির্দেশ করেছে ? তা ব্যাখ্যা কর। ৩ ঘ. ওই সংগঠনের শান্তি রক্ষা মিশনে বাংলাদেশের শান্তিরক্ষা বাহিনীর ভূমিকা মূল্যায়ন কর। ৪ ৮. হাবিব শহরে বাস করে। সেখানে সে তার পরিবারের সঙ্গে থাকে। কিন্ডারগার্টেনে তাকে অনেক বই পড়তে হয়। নগর জীবনের অনেক সুযোগ-সুবিধা সে ভোগ করে। অন্যদিকে তার চাচাতো ভাই মুজিব তার সমবয়সী। সে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। ক. সমাজের সবচেয়ে আদি প্রতিষ্ঠান কোনটি? ১ খ. নয়াবাস পরিবার বলতে কী বোঝায়? ২ গ. উদ্দীপকে হাবিবের সামাজিকীকরণের বিভিন্ন উপাদানের প্রভাব ব্যাখ্যা কর। ৩ ঘ. উদ্দীপকে হাবিব ও মুজিবের সামাজিকীকরণের উপাদানগুলোর প্রভাব ভিন্ন- কথাটি বিশ্লেষণ কর। ৪ ৯. জনাব ফিরোজ গ্রামাঞ্চলে অবস্থিত একটি সংস্থার নির্বাচিত জনপ্রতিনিধি। গ্রামের নিরাপত্তার ব্যবস্থা করা তার অন্যতম প্রধান দায়িত্ব। ক. বাংলাদেশে প্রশাসনিক কাঠামোর তৃতীয় স্তরের নাম কী? ১ খ. আইন বিভাগের বিচারবিষয়ক ক্ষমতা ব্যাখ্যা কর। ২ গ. জনাব ফিরোজ যে প্রতিষ্ঠানটির প্রতিনিধি সেটির গঠন কাঠামো ব্যাখ্যা কর। ৩ ঘ. উদ্দীপকে উলিস্নখিত কাজটি জনাব ফিরোজের একমাত্র দায়িত্ব নয়- বিশ্লেষণ কর। ৪ \হ ১০. স্বাধীনতা অর্জনের পর 'বাংলাদেশ গণপরিষদ আদেশ' জারির মাধ্যমে ৩৪ জন সদস্য নিয়ে খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয়। কমিটির চূড়ান্তের পর খসড়া বিলটি গণপরিষদে উত্থাপিত হয়। বিভিন্ন পাঠক পর্যালোচনা শেষে এটি গৃহীত হয় এবং ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর থেকে সংবিধানটি বলবৎ করা হয়। ক. কারা মুক্তিফৌজ নামে পরিচিত ছিল? ১ খ. মুক্তিযুদ্ধে নারীর অবদান মূল্যায়ন কর। ২ গ. ১৯৭২ সালের সংবিধান ছিল জনগণের সার্বভৌমত্বের ভিত্তিতে- তোমার মতামত ব্যক্ত কর। ৩ ঘ. 'বাঙালি জাতির আশা আকাঙ্ক্ষা পূরণ করতে বাংলাদেশের ১৯৭২ সালের সংবিধান অনন্য'- সংবিধানের বৈশিষ্ট্যের আলোকে উক্তিটি মূল্যায়ন কর। ৪ ১১. আরিফ একজন ব্যবসায়ী। তিনি তার ব্যবসায়ের সব সিদ্ধান্ত নিজেই নিয়ে থাকে। বাজারের প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তিনি বেশ কিছু কৌশল অবলম্বন করেন। তবে আশা করা যায়, তিনি ব্যবসায় সফল হবেন। ক. উৎপাদনের উপাদান কয়টি? ১ খ. অর্থনীতিতে বণ্টন বলতে কী বোঝ? ২ গ. উদ্দীপকে যে ধরনের অর্থনীতির বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা কর। ৩ ঘ. তুমি কি মনে কর, এ অর্থনৈতিক ব্যবস্থায় শ্রমিকদের ওপর শোষণের আশঙ্কা বেশি থাকে? উত্তরের স্বপক্ষে যুক্তি দাও। ৪