রাবিতে দুই দিনব্যাপী চাকরি মেলা

প্রকাশ | ২৭ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের (আরইউসিসি) উদ্যোগে দুই দিনব্যাপী সপ্তম চাকরি মেলা শুরু হয়েছে। ২৬ ফেব্রম্নয়ারি বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মডেল স্কুল মাঠে বেলুন-ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ও আরইউসিসির উপদেষ্টা স্বপ্নীল রহমান, সভাপতি আব্দুলস্নাহ আল মামুন, সাধারণ সম্পাদক তৌহিদ বিন হাসান প্রমুখ। এ বারের মেলায় দেশের স্বনামধন্য ২০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলো প্রার্থীদের যোগ্যতা অনুযায়ী চাকরির সুযোগ দেবে। এদিন সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত প্রতিষ্ঠানগুলো তাদের নির্ধারিত বুথে চাকরি প্রার্থীদের জীবনবৃত্তান্ত জমা নেবে। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও অন্য প্রতিষ্ঠান থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাস করা চাকরি প্রার্থীরা জীবনবৃত্তান্ত জমা দিতে পারবেন। এ ছাড়া মেলার দ্বিতীয় দিন প্রতিষ্ঠানগুলো জমাকৃত জীবনবৃত্তান্ত থেকে নির্বাচিত চাকরি প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেবে। মেলা চলাকালে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপেস্নক্সে ক্যারিয়ার সম্পর্কিত ৫টি সেমিনার ও ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে। এ ছাড়া মেলা প্রাঙ্গণে রাবির প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।