শিক্ষা সংক্ষেপ

প্রকাশ | ২৮ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেলেন খুবির ছয় শিক্ষার্থী 'প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৮' পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ছয়জন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের মধ্যে সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্তিতে তাদের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উদ্যোগে আয়োজিত প্রধানমন্ত্রী স্বর্ণপদক দেওয়া হয়। ২৬ ফেব্রম্নয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই স্বর্ণপদক দেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান উপস্থিত ছিলেন। তিনি প্রধানমন্ত্রী স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান। খুলনা বিশ্ববিদ্যালয়ের স্বর্ণপদকপ্রাপ্তরা হলেন- বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের গণিত ডিসিপিস্ননের তন্ময় বৈরাগী। জীববিজ্ঞান স্কুলের এগ্রোটেকনোলজি ডিসিপিস্ননের ফারহান তানভীর। ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ব্যবসায় প্রশাসন ডিসিপিস্ননের শাহানাজ আক্তার। সমাজবিজ্ঞান স্কুলের অর্থনীতি ডিসিপিস্ননের রোজিনা আক্তার। কলা ও মানবিক স্কুলের ইংরেজি ডিসিপিস্ননের রওজাতুন্নেসা। চারুকলা স্কুলের প্রিন্টমেকিং ডিসিপিস্ননে আসমা চৌধুরী। অনুষ্ঠানে মোট ৩৬টি সরকারি বিশ্ববিদ্যালয়ের ১৭২ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে এই স্বর্ণপদক দেওয়া হয়। মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা শুরু ২৮ মার্চ শিক্ষা জগৎ ডেস্ক য় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা আগামী ২৮ মার্চ শুরু হয়ে ১৩ মে পর্যন্ত চলবে। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাস্টার্স পরীক্ষার নিয়মিত/অনিয়মিত, প্রাইভেট, গ্রেড উন্নয়ন ও সিজিপিএ উন্নয়ন এমএ, এমএসএস, এমবিএ ও এমএসসি শেষ পর্ব (আইসিটিসহ) এ পরীক্ষা প্রতিদিন দুপুর ২টা এবং রমজান মাসে সকাল ৯টা থেকে শুরু হবে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (িি.িহঁ.ধপ.নফ) থেকে জানা যাবে।