জা না র আ ছে অ নে ক কি ছু

প্রকাশ | ২৬ মার্চ ২০২০, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
প্রশ্ন : মেসোপটিমিয়ার সবচেয়ে প্রাচীন সভ্যতাটি গড়ে তুলেছিল কারা? উত্তর : সুমেরীয়রা। প্রশ্ন : পাটিগণিতের গুন পদ্ধতি কারা আবিষ্কার করে? উত্তর : মেসোপটেমীয়রা। প্রশ্ন : সুমেরীয় সভ্যতার ধর্মীয় ও রাষ্ট্রীয় নেতাদের উপাধি কি ছিল? উত্তর : পাতেজী। প্রশ্ন : ব্যাবিলনীয় সভ্যতার স্থপতি কে ছিলেন? উত্তর: হাম্মুরাবি। প্রশ্ন : ব্যাবিলনীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? উত্তর : মেসোপটেমিয়ায়। প্রশ্ন : নতুন ব্যাবিলনীয় সভ্যতা কে গড়ে তুলেছিলেন? উত্তর : নেবুচাদ নেজার। প্রশ্ন : ব্যাবিলনীয় শূন্যেদান কে তৈরি করেন? উত্তর : নেবুচাদ নেজার। প্রশ্ন : ব্যাবিলনীদের প্রধান দেবতার নাম কি? উত্তর : মারডক।