করোনায় শিক্ষক শিক্ষার্থীদের পরামর্শ

প্রকাশ | ২৭ মার্চ ২০২০, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
বর্তমানে করোনা পরিস্থিতিতে দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের করণীয় নিয়ে পরামর্শ দিয়েছেন ইউজিসি (বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন) অধ্যাপক ডা. এবিএম আব্দুলস্নাহ। ২৫ মার্চ ইউজিসি চেয়ারম্যানের কার্যালয়ে এক সভায় তিনি কোভিড-১৯ প্রতিরোধ বিষয়ে বিভিন্ন পরামর্শ দেন। এতে সভাপতিত্ব করেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুলস্নাহ। এ সময় ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন এবং সচিব (অ. দা) ড. ফেরদৌস জামান উপস্থিত ছিলেন। সভা শেষে ইউজিসি সদস্য অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন বলেন, করোনাভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরই মধ্যে দেশবাসীকে নিজ নিজ ঘরে অবস্থান করতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে পরামর্শ দিয়েছেন। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার করণীয় বিষয়ে কিছু পরামর্শ দিয়েছেন ইউজিসি অধ্যাপক ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. এবিএম আব্দুলস্নাহ। 'তার উপদেশমূলক একটি ভিডিও এরই মধ্যে ইউজিসি ওয়েবসাইটে দেওয়া হয়েছে। আমরা আশা করছি এই ভিডিও থেকে তারা সবাই উপকৃত হবেন,' যোগ করেন তিনি।