করোনা প্রতিরোধে কুয়েটের প্রশিক্ষণ

প্রকাশ | ২৯ মার্চ ২০২০, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনতা সৃষ্টি এবং আক্রান্ত ব্যক্তির সেবা নিশ্চিত করার লক্ষ্যে স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ দেবে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)। কুয়েট ওয়েবসাইটে এই সম্পর্কিত সব তথ্য দেওয়া আছে। প্রতি টিমে ৪০ জন করে এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। যে কেউ চাইলে অনলাইনেও এই প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন। বিষয়টি নিশ্চিত করেছেন করোনাভাইরাস সংক্রমণ থেকে সুরক্ষার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন কমিটির সভাপতি প্রফেসর ড. কাজী এ বি এম মহিউদ্দিন। তিনি বলেন, আমাদের মূল প্রতিপাদ্য হচ্ছে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের সেই উক্তি 'যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, আমরা চাই প্রতিটা ঘর হবে এক একটি হেলথ কেয়ার সেন্টার। তিনি আরও বলেন, আমরা চেষ্টা করছি একটি মডেল দাঁড় করাতে, পরবর্তী সময়ে সেটা যেন সবাই ব্যবহার করতে পারে। করোনাভাইরাস সম্পর্কিত যাবতীয় তথ্য উপাত্ত বিশ্লেষণপূর্বক বাংলায় রূপান্তর করে সেগুলো কুয়েটের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলেও তিনি জানান।