এইচএসসি পরীক্ষার প্রস্তুতি সমাজবিজ্ঞান দ্বিতীয়পত্র

প্রকাশ | ৩০ মার্চ ২০২০, ০০:০০

রোজিনা আক্তার, শিক্ষক, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, সিরাজগঞ্জ
মাদকাসক্তির মূল কারণ-
আজ তোমাদের জন্য সমাজবিজ্ঞান দ্বিতীয়পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো অধ্যায়-৯ ১। দেশে প্রথম আদমশুমারি হয় কত সালে? ক. ১৯৭৩ খ. ১৯৭৪ গ. ১৯৮১ ঘ. ১৯৯১ সঠিক উত্তর : খ. ১৯৭৪ ২। সামাজিক সমস্যার ক্ষেত্রে প্রযোজ্য- র. এটি সামাজিক মূল্যবোধ পরিপন্থী রর. সামাজিক পরিবর্তনের ফল ররর. সমাজভেদে ভিন্ন নিচের কোনটি সঠিক? ক. র খ. রর ও ররর গ. র ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর ৩। নারীর নিরাপত্তাজনিত সামাজিক সমস্যা কোনটি? র. যৌতুক রর. জেন্ডারবৈষম্য ররর. বাল্যবিবাহ নিচের কোনটি সঠিক? ক. র খ. রর ও ররর গ. র ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর ৪। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধিতে দায়ী- র. খাদ্যাভ্যাস রর. তথ্যপ্রযুক্তির প্রসার ররর. চিত্তবিনোদনের অভাব নিচের কোনটি সঠিক? ক. র খ. রর গ. র ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : গ. র ও ররর ৫। কোন সমস্যাটি বাংলাদেশে দ্রম্নত বৃদ্ধি পেয়েছে? ক. যৌতুক খ. নিরক্ষরতা গ. দারিদ্র্য ঘ. মাদকাসক্তি সঠিক উত্তর : ঘ. মাদকাসক্তি ৬। কাম্য জনসংখ্যা হবে- র. সুস্বাস্থ্যের অধিকারী রর. উৎকৃষ্ট জনসংখ্যা ররর. কর্মসংস্থানের অধিকারী নিচের কোনটি সঠিক? ক. র খ. রর ও ররর গ. র ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর ৭। বাংলাদেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন হয় কত সালে? ক. ১৯৮০ খ. ১৯৯০ গ. ১৯৯১ ঘ. ২০০০ সঠিক উত্তর : খ. ১৯৯০ ৮। বাংলাদেশে কোনটি বার্ধক্যের সমস্যা নয়? ক. নিরাপত্তাহীনতা খ. উপার্জনহীনতা গ. বিনোদনের অভাব ঘ. অশিক্ষা সঠিক উত্তর : ঘ. অশিক্ষা ৯। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে শিক্ষার হার কত? ক. ৪৫.২৫% খ. ৪৭.৬৮% গ. ৪৯.২৩% ঘ. ৫১.২৭% সঠিক উত্তর : খ. ৪৭.৬৮% ১০। বাংলাদেশে মাদকাসক্তির মূল কারণ- ক. সঙ্গদোষ খ. কৌতূহল গ. প্রেমে ব্যর্থতা ঘ. হতাশা সঠিক উত্তর : ক. সঙ্গদোষ ১১। বাংলাদেশে আইন অনুযায়ী ছেলেদের বিয়ের সর্বনিম্ন বয়স কত? ক. ১৮ বছর খ. ২০ বছর গ. ২১ বছর ঘ. ২২ বছর সঠিক উত্তর : গ. ২১ বছর ১২। কাম্য জনসংখ্যা মানে- ক. কম জনসংখ্যা খ. মোটামুটি জনসংখ্যা গ . কতিপয় জনসংখ্যা ঘ. জনসম্পদ সঠিক উত্তর : ঘ. জনসম্পদ উদ্দীপকটি পড়ে ১৩ ও ১৪ নাম্বার প্রশ্নের উত্তর দাও। সাইফুল খুলনার একটি চিনিকলে বছরের তিন মাস কাজ করে। অন্য সময় বেকার থাকে। ১৩। সাইফুলের বেকারত্ব হলো- ক. প্রচ্ছন্ন বেকারত্ব খ. আকস্মিক বেকারত্ব গ. বাণিজ্যচক্রজনিত বেকারত্ব ঘ. মৌসুমি বেকারত্ব সঠিক উত্তর : ঘ. মৌসুমি বেকারত্ব ১৪। এ ধরনের বেকারত্ব দেখা যায়- র. কৃষিক্ষেত্রে রর. শিল্পকারখানায় ররর. বাণিজ্যিক প্রতিষ্ঠানে \হকোনটি সঠিক? ক. র খ. রর ও ররর গ. র ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর ১৫। সাধন উচ্চশিক্ষিত হয়েও কাঙ্ক্ষিত চাকরি না পেয়ে মাদকে আসক্ত হয়ে পড়ে। তার মাদকাসক্তির কারণ- ক. মাদকের সহজলভ্যতা খ. কৌতূহল গ. হতাশা ঘ. আর্থিক অসচ্ছলতা সঠিক উত্তর : গ. হতাশা