জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি বাংলা

প্রকাশ | ৩১ মার্চ ২০২০, ০০:০০

নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক, শিক্ষা নিকেতন, চাঁদপুর
বেতের ঝুড়ি
আজ তোমাদের জন্য বাংলা থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো পড়ে পাওয়া ১। 'পড়ে পাওয়া' গল্পটি শিক্ষার্থীদের মধ্যে কোন চেতনার সৃষ্টি করবে? ক. রাজনৈতিক খ. দেশাত্মবোধক গ. সাংস্কৃতিক ঘ. নৈতিক সঠিক উত্তর : ঘ. নৈতিক ২। 'শীতে কেঁপে মরছি'- এটি কার উক্তি? ক. লেখকের খ. বিধুর গ. বাদলের ঘ. নিধুর সঠিক উত্তর : গ. বাদলের ৩। কারা হঠাৎ ধার্মিক হয়ে উঠল? ক. লেখক ও বাদল খ. বাদল ও বিধু গ. নিধু ও সিধু ঘ. বিধু সঠিক উত্তর : ক. লেখক ও বাদল ৪। গুপ্ত মিটিং কোথায় বসল? ক. ভাঙা নাটমন্দিরের কোণে খ. তেঁতুলগাছের তলায় গ. চন্ডীমন্ডলের সামনে ঘ. বিচালিগাদার কোণে সঠিক উত্তর : ক. ভাঙা নাটমন্দিরের কোণে ৫। কার নির্দেশে মিটিং বসেছিল? ক. লেখকের খ. বিধুর গ. বাদলের ঘ. নিধুর সঠিক উত্তর : খ. বিধুর ৬। কার হাতের লেখা ভালো? ক. বিধুর খ. নিধুর গ. বাদলের ঘ. তিনুর সঠিক উত্তর : গ. বাদলের ৭। কয়টি কাগজ লেখা হয়েছিল? ক. একটি খ. দুটি গ. তিনটি ঘ. চারটি সঠিক উত্তর : গ. তিনটি ৮। 'আড়ি' শব্দের অর্থ কী? ক. অলংকার খ. ধান মাপার বেতের ঝুড়ি গ. মাছ ধরার যন্ত্র ঘ. সংশয় সঠিক উত্তর : খ. ধান মাপার বেতের ঝুড়ি ৯। 'সংশয়' শব্দের অর্থ কী? ক. বিব্রত খ. লজ্জিত গ. সন্দেহ ঘ. দ্বিধান্বিত সঠিক উত্তর : গ. সন্দেহ ১০। 'পড়ে পাওয়া' গল্পে কিশোরদের চারিত্র্যিক বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে- র. ঐক্য চেতনায় রর. উন্নত মানসিকতা প্রকাশে ররর. টিনটি ফিরিয়ে দেয়ায় নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর সঠিক উত্তর : ক. র ও রর ১১। গল্পে দরিদ্র অসহায় মানুষের প্রতি কিসের চিত্র ফুটে উঠেছে? ক. ভালোবাসার খ. উপহাসের গ. ঘৃণাবোধের ঘ. নিষ্ঠুরতার সঠিক উত্তর : ক. ভালোবাসার ১২। 'কাপালি' হিন্দু ধর্মের কোন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত? ক. মৎস্যজীবী খ. আইনজীবী গ. তান্ত্রিক ঘ. শ্রমজীবী সঠিক উত্তর : গ. তান্ত্রিক ১৩। 'পড়ে পাওয়া' গল্পের ভাষারীতি কেমন? ক. সাধু খ. চলিত গ. আঞ্চলিক ঘ. গুরুচন্ডালী সঠিক উত্তর : খ. চলিত ১৪। 'পড়ে পাওয়া' গল্পটি কী শিক্ষা দেয়? ক. কর্তব্যপরায়ণতা খ. মানুষে মানুষে সম্পর্ক গ. সামাজিকতা ঘ. শৃঙ্খলা সঠিক উত্তর : ক. কর্তব্যপরায়ণতা ১৫। কাপালি লোকটি কোথা থেকে ফিরছিল? ক. নির্বিষখোলার হাট থেকে খ. দরিরামপুর হাট থেকে গ. কানকিরহাট থেকে ঘ. জমিদারহাট থেকে সঠিক উত্তর : ক. নির্বিষখোলার হাট থেকে ১৬। 'দিব্যি' শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়? ক. শপথ খ. বিশ্বাস গ. সংশয় ঘ. প্রতিনিয়ত সঠিক উত্তর : ক. শপথ ১৭। ধানের খড়ের স্তূপের সঙ্গে নিচের কোন শব্দটির সম্পর্ক রয়েছে? ক. অপ্রতিভ খ. বিচালিগাদা গ. চৌকিদার ঘ. কাপালি সঠিক উত্তর : খ. বিচালিগাদা