জানার আছে অ নে ক কি ছু

প্রকাশ | ৩১ মার্চ ২০২০, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
আরব মরুভূমি
প্রশ্ন : হিব্রম্নদের আদি বাস কোথায় ছিল? উত্তর : আরব মরুভূমিতে। প্রশ্ন : ঈশ্বরের আরাধনার কথা প্রথম প্রচার করেন কারা? উত্তর : হিব্রম্নরা। প্রশ্ন : হিব্রম্ন বিশ্বাস কোন ধর্মের ভিত্তি তৈরি করেছিল? উত্তর : খ্রিস্টান ধর্মের। প্রশ্ন : বর্তমান ইসরাইলের অধিবাসীরা কাদের বংশধর ছিলেন? উত্তর : হিব্রম্নদের। প্রশ্ন : হিব্রম্ন প্রথম ধর্মীয় নেতা কে ছিলেন? উত্তর : সোমটিক। প্রশ্ন : চীনের নগর সভ্যতা গড়ে উঠেছিল কখন? উত্তর : প্রায় চার হাজার বছর আগে। প্রশ্ন : চৈনিক সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? উত্তর : হোয়াংহো, ইয়াংসিকিয়াং ও দক্ষিণ চীনে। প্রশ্ন : চৌ রাজাদের আধিপত্য চীনে কত বছর টিকেছিল? উত্তর : ৮৭৩ বছর। প্রশ্ন : চীনের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী দাশর্নিক কে ছিলেন? উত্তর : কনফুসিয়াস। প্রশ্ন : চীনে শাং যুগ কবে শুরু হয়েছিল? উত্তর : ১১২২ খ্রিস্টাব্দে। প্রশ্ন : কোন নদীর তীরে শাং রাজারা সভ্যতা গড়ে তোলে? উত্তর : হোয়াংহো। প্রশ্ন : শাঙ যুগে কিসের জিনিস ব্যবহৃত হতো? উত্তর : ব্রোঞ্জের। প্রশ্ন : চীনা জনগোষ্ঠী মূলত কোন গোষ্ঠীর বংশোদ্ভূত? উত্তর : মঙ্গোলীয়। প্রশ্ন : ইজিয়ান সভ্যতা ওঠে কোন অঞ্চলকে নিয়ে? উত্তর : ইজিয়ন সাগরের তীরবর্তী পূর্ব বলকান অঞ্চল।