শাবিপ্রবির অনলাইনে একাডেমিক কার্যক্রম

প্রকাশ | ০২ এপ্রিল ২০২০, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
করোনা সংক্রমণ রোধে সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় অনলাইনে শিক্ষা কার্যক্রম চালানোর ঘোষণা দিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এ সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা ইতোমধ্যে সংশ্লিষ্ট অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানদের অবহিত করা হয়েছে। শাবিপ্রবির ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, শিক্ষা কার্যক্রম বন্ধ হলে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে। তাই আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি। উপাচার্য আরও বলেন, করোনাভাইরাসের কারণে সারাবিশ্বই বর্তমানে সংকটময় মুহূর্তে রয়েছে। ইউজিসির নির্দেশনা অনুসারে, আমরা শিক্ষকদের অনলাইনে শিক্ষাসংশ্লিষ্ট সব কর্মকান্ড চালিয়ে নিতে অনুরোধ করেছি। আমাদের শিক্ষকরা প্রযুক্তিগত বিষয়গুলো ভালো বোঝেন। তাই এতে আমাদের খুব একটা অসুবিধা হওয়ার কথা না। এ সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রদান করা হয়েছে বলে জানান তিনি। অনলাইনে শিক্ষা কার্যক্রমের বিষয়টি সমন্বয় করছেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ আব্দুলস্নাহ আল মুমিন ও সহযোগী অধ্যাপক ড. মো. ফরহাদ রাব্বী।