ডুয়েট শিক্ষার্থীদের খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশ | ০২ এপ্রিল ২০২০, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
লকডাউনে বিপর্যস্ত দিনমজুর মানুষের মাঝে দ্বিতীয় দফায় নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষার্থীরা। ৩১ মার্চ টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার মশাজান এলাকায় দ্বিতীয় ধাপে আরো ২০টি পরিবারের বাড়িতে তিনদিনের খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে ডুয়েট শিক্ষার্থীরা। তাদের এই কার্যক্রম আগামী ৯ এপ্রিল পর্যন্ত চলমান থাকবে। 'করোনা সংক্রমণ: অসহায় মানুষের পাশে ডুয়েট পরিবার' নামক একটি ফেসবুক ইভেন্টের মাধ্যমে গত ২৯ মার্চ থেকে তারা অর্থ সংগ্রহ ও খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করে আসছে। এই কার্যক্রমের অন্যতম উদ্যোক্তা ডুয়েটের টেক্সটাইল ইঞ্জিনয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ও সৃজনীর সভাপতি আমিনুর রহমান বলেন, 'আমরা নিরাপদ দূরত্ব বজায় রেখে প্রতিটি দিনমজুর মানুষের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়ে আসছি।পর্যায়ক্রমে বাংলাদেশের বিভিন্ন এলাকায় যেখানে আমাদের ভলান্টিয়ার আছে সেসব এলাকার দিনমজুরদের ঘরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি পৌঁছে দেওয়া হবে'।