জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

বাংলা

প্রকাশ | ০৩ এপ্রিল ২০২০, ০০:০০

নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক, শিক্ষা নিকেতন, চাঁদপুর য়
৭ মার্চের ভাষণ
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম নিচের উদ্দীপকটি পড়ে ৬ ও ৭ নাম্বার প্রশ্নের উত্তর দাও। দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের বিরুদ্ধে সংগ্রাম করেন। অবশেষে জয় হয় মানবতার, অবসান ঘটে বর্ণবাদের। ৬। উদ্দীপকের নেলসন ম্যান্ডেলার সঙ্গে সাদৃশ্য রয়েছে- ক. তাজউদ্দীনের খ. সৈয়দ নজরুল ইসলামের গ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘ. এম মনসুর আলীর সঠিক উত্তর: গ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭। উদ্দীপকের নেলসন ম্যান্ডেলার মতো বঙ্গবন্ধুর কোন গুণটির জন্য বাংলার মানুষ তাঁকে বিশেষভাবে মনে রাখবে? ক. ন্যায়পরায়ণতার খ. সততার গ. স্বাধীনতাকামী মানসিকতার ঘ. নির্লোভ মানসিকতার সঠিক উত্তর: গ. স্বাধীনতাকামী মানসিকতার ৮। বঙ্গবন্ধুর দেওয়া ৭ মার্চের ভাষণটি কত মিনিটের ছিল? ক. ১২ খ. ১৩ গ. ১৮ ঘ. ৩০ সঠিক উত্তর: গ. ১৮ ৯। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি কে? ক. শেখ মুজিবুর রহমান খ. সৈয়দ নজরুল ইসলাম গ. এ কে ফজলুল হক ঘ. তাজউদ্দীন আহমদ সঠিক উত্তর: ক. শেখ মুজিবুর রহমান ১০। 'আজ বাংলার মানুষ মুক্তি চায়' বলতে কী বোঝানো হয়েছে? ক. কারাগার থেকে মুক্তি খ. ঘরের বন্দিদশা থেকে মুক্তি গ. শোষণ-নির্যাতন থেকে মুক্তি ঘ. কাজের দায়িত্ব থেকে মুক্তি সঠিক উত্তর: গ. শোষণ-নির্যাতন থেকে মুক্তি ১১। ১৯৬৯-এর গণ-অভু্যত্থান কেন হয়েছিল? ক. একনায়কতন্ত্র প্রতিষ্ঠার জন্য খ. গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য গ. সামরিকতন্ত্র প্রতিষ্ঠার জন্য ঘ. খাদ্যের জন্য সঠিক উত্তর: খ. গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ১২। প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ক্ষমতায় এসে পাকিস্তানের সাধারণ নির্বাচন দেন কেন? ক. ভুল সিদ্ধান্তের জন্য খ. জনগণের আন্দোলনের চাপে গ. মানসিকভাবে বিভ্রান্ত হয়ে ঘ. রাজনীতিবিদদের বিক্ষোভের ফলে সঠিক উত্তর: খ. জনগণের আন্দোলনের চাপে ১৩। বঙ্গবন্ধু ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে বলেন কেন? ক. যুদ্ধ করতে খ. শত্রুর মোকাবিলা করতে গ. আন্দোলন করতে ঘ. বিদ্রোহ করতে সঠিক উত্তর: খ. শত্রম্নর মোকাবিলা করতে ১৪। 'আরটিসি'-এর পূর্ণরূপ কী? ক. রাউন্ড টেবিল কর্নার খ. রাউন্ড টেবিল ক্যাটাগরি গ. রাউন্ড টেবিল সেশন ঘ. রাউন্ড টেবিল কনফারেন্স সঠিক উত্তর: ঘ. রাউন্ড টেবিল কনফারেন্স ১৫। 'ওয়াপদা' বলতে কী বোঝায়? ক. পানি উন্নয়ন বোর্ড খ. পানি ও বিদু্যৎ উন্নয়ন বোর্ড গ. বিদু্যৎ উন্নয়ন বোর্ড ঘ. ওয়ার্ড উন্নয়ন বোর্ড সঠিক উত্তর: খ. পানি ও বিদু্যৎ উন্নয়ন বোর্ড ১৬। 'শাসনতন্ত্র' বলতে কী বোঝায়? ক. রাষ্ট্র পরিচালনার অনুশাসন ও বিধান খ. দেশ পরিচালনায় বুদ্ধি ও ক্ষমতা গ. বিদেশের আইন ঘ. সমাজের নিয়মকানুন সঠিক উত্তর: ক. রাষ্ট্র পরিচালনার অনুশাসন ও বিধান ১৭। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাবরণ করেন কিসের জন্য? ক. ছয় দফা কর্মসূচির জন্য খ. এগারো দফা কর্মসূচির জন্য গ. সত্তরের নির্বাচনে অংশগ্রহণের জন্য ঘ. সত্তরের নির্বাচন বয়কট করার জন্য সঠিক উত্তর: ক. ছয় দফা কর্মসূচির জন্য আমাদের লোকশিল্প ১। কামরুল হাসান কত সালে জন্মগ্রহণ করেন? ক. ১৯১৮ খ. ১৯১৯ গ. ১৯২১ ঘ. ১৯২২ সঠিক উত্তর : গ. ১৯২১