মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

হিসাববিজ্ঞান প্রথমপত্র
শাদমান শাহিদ, প্রভাষক, আওলিয়ানগর এমএ ইন্টারমিডিয়েট কলেজ, ব্রাহ্মণবাড়িয়া। য়
  ০৩ এপ্রিল ২০২০, ০০:০০

১। উদ্বৃত্তপত্রের মোট যোগফল অপরিবর্তিত থাকা বা হিসাব সমীকরণে যে কোনো এক পাশ প্রভাবিত হওয়া হলো আর্থিক অবস্থার-

ক. গুণগত বা কাঠামোগত পরিবর্তন

খ. কোনো পরিবর্তন নেই

গ. পরিমাণগত পরিবর্তন

ঘ. নিট পরিবর্তন

সঠিক উত্তর : ক. গুণগত বা কাঠামোগত পরিবর্তন

২। সম্পত্তির ওপর মালিকের দাবিকে কী বলে?

ক. মূলধন

খ. মালিকানাস্বত্ব

গ. পাওনাদার

ঘ. মুনাফা

সঠিক উত্তর : খ. মালিকানাস্বত্ব

৩। পুঞ্জীভূত অবচিতির উদাহরণ হলো-

ক. একটি ব্যয়ের

খ. একটি অলিখিত ক্রয়ের

গ. একটি দায়ের

ঘ. একটি হিসাবের

সঠিক উত্তর : গ. একটি দায়ের

৪। খুচরা নগদান তহবিল বৃদ্ধি করার জন্য কোন হিসাব ডেবিট করতে হবে?

ক. খুচরা খরচ হিসাব

খ. নগদান হিসাব

গ. ব্যাংক হিসাব

ঘ. খুচরা নগদান হিসাব

সঠিক উত্তর : ঘ. খুচরা নগদান হিসাব

৫। হিসাব সমীকরণের ঙঊ উপাদানের পরিবর্তন হবে-

র. ৩,০০০ টাকার পণ্য ফেরত পাওয়া গেলে

রর. ব্যাংক জমার ওপর ২০০ টাকা সুদ পাওয়া গেলে

ররর. অফিস ভাড়া ২,০০০ টাকা প্রদান করলে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. র ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর

নিচের উদ্দীপকটি পড় এবং ৬ ও ৭ নাম্বার প্রশ্নের উত্তর দাও :

জনাব জিসান একজন পাইকারি ব্যবসায়ী। তিনি ২০১২ সালের মার্চের ১০ তারিখ জনাব হাবিবের নিকট নগদে ২০,০০০ টাকা এবং ৩/১২, নিট-২০ শর্তে ৩০,০০০ টাকার পণ্য বিক্রয় করেন। তিনি মার্চের ২০ তারিখে জনাব হাবিবের নিকট থেকে ১০,০০০ টাকা আদায় করেন। মার্চের ২২ তারিখে জনাব হাবিবের নিকট থেকে অবশিষ্ট টাকা আদায় করেন।

৬। উপর্যুক্ত তথ্য থেকে মার্চের ২২ তারিখে প্রাপ্ত টাকার পরিমাণ কত?

ক. ১৯,৪০০

খ. ১৯,৬০০

গ. ২০,০০০

ঘ. ২৯,১০০

সঠিক উত্তর : ক. ১৯,৪০০

৭। মার্চের ২২ তারিখে নগদ বাট্টা নগদান বইতে লিপিবদ্ধ করা না হলে-

র. নগদের পরিমাণ বৃদ্ধি পাবে

রর. দেনাদারের পরিমাণ বৃদ্ধি পাবে

ররর. প্রদত্ত বাট্টার পরিমাণ কম দেখানো হবে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর

খ. র ও ররর

গ. রর ও ররর

ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : খ. র ও ররর

৮। কোনটি একটি অস্থায়ী হিসাব?

ক. নগদান হিসাব

খ. অনিশ্চিত হিসাব

গ. ব্যাংক হিসাব

ঘ. চলতি হিসাব

সঠিক উত্তর : খ. অনিশ্চিত হিসাব

৯। ৮৪ টাকার মনিহারি ক্রয় করে মনিহারি হিসাবে ৪৮

টাকা লেখা হয়েছে- এটি কোন ধরনের ভুল?

ক. বে-দাখিলার ভুল

খ. বাদ পড়ার ভুল

গ. লেখার ভুল

ঘ. পরিপূরক ভুল

সঠিক উত্তর : ক. বে-দাখিলার ভুল

১০। অবচয় কোন ধরনের প্রক্রিয়া?

ক. মূল্যায়ন

খ. ক্রয়মূল্য বণ্টন

গ. নগদ জমাকরণ

ঘ. মূল্য বিশেষণ

সঠিক উত্তর : খ. ক্রয়মূল্য বণ্টন

১১। ২০০৫ সালে ৮ বছরের জন্য ৬০,০০০ টাকা বিনিয়োগ করা হলো। বিনিয়োগের সুদের হার ১০%। ৩১ ডিসেম্বর বকেয়া সুদ আয় বাবদ ৩,৫০০ টাকা সমন্বয় দাখিলা প্রদান করা হয়। সারা বছর ধরে কোনো সুদ প্রাপ্তি ছিল না। বিনিয়োগের তারিখ ছিল-

ক. ১ আগস্ট

খ. ১ মে

গ. ১ জুন

ঘ. ১ জুলাই

সঠিক উত্তর : গ. ১ জুন

১২। ঘঝঋ চেকসমূহ কী করা হয়?

ক. নগদান বইয়ের জেরের সঙ্গে যোগ

খ. নগদান বইয়ের জেরের সঙ্গে বাদ

গ. ব্যাংক বিবরণীর জেরের সঙ্গে যোগ

ঘ. ব্যাংক বিবরণীর জেরের সঙ্গে বাদ

সঠিক উত্তর : খ. নগদান বইয়ের জেরের সঙ্গে বাদ

১৩। নগদান বই ও ব্যাংক বিবরণীর জেরের গরমিল হওয়ার কারণ হলো-

র. ইসু্যকৃত চেক উপস্থাপিত হয়নি

রর. জমাকৃত চেক আদায় হয়নি

ররর. ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. রর ও ররর

গ. র ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর

১৪। ব্যাংক সমন্বয় বিবরণীর মূল উদ্দেশ্য কী?

ক. ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক ব্যালেন্স নির্ণয় করা

খ. নগদান বই অনুযায়ী ব্যাংক ব্যালেন্স নির্ণয় করা

গ. নগদান বই ও ব্যাংক বিবরণীর গরমিলের কারণ নির্ণয় করা

ঘ. নগদান বই ও ব্যাংক বিবরণীর ব্যাংক ব্যালেন্স মিল করা

সঠিক উত্তর : গ. নগদান বই ও ব্যাংক বিবরণীর গরমিলের কারণ নির্ণয় করা

নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৫ ও ১৬ নাম্বার প্রশ্নের উত্তর দাও :

জনাব কাজল ব্যবসায়কে গতিশীল ও লাভজনক রাখার জন্য হিসাববিজ্ঞানের নীতি মেনে চলেন। এ বছর তার হিসাব থেকে জানা যায় নিট লাভ গত বছরের তুলনায় ১,০০,০০০ টাকা বেশি, তবে তিনি অনেক খরচ বকেয়া রাখেন। কারণ তার তারল্যের অবস্থা ভালো নয়। তবে আগামী বছর তার তরল সম্পদ ভালো থাকবে বলে তিনি আশাবাদী।

১৫। হিসাববিজ্ঞানের নীতি ও ধারণা সম্পর্কে সঠিক জ্ঞান না থাকলে-

ক. হিসাবরক্ষণ কার্য সঠিকভাবে সম্পাদন হয় না

খ. ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হয় না

গ. উদ্বৃত্তপত্রের উভয় দিক সমান হয় না

ঘ. কর্মচারীর বেতন বাড়ানো যায় না

সঠিক উত্তর : ক. হিসাবরক্ষণ কার্য সঠিকভাবে সম্পাদন হয় না

১৬। রেওয়ামিলের বকেয়া খরচ আর্থিক অবস্থার বিবরণীতে কোথায় দেখানো হয়-

ক. দায়ের দিকে

খ. সম্পদের দিকে

গ. দায় ও সম্পত্তি উভয় দিকে

ঘ. কোনো দিকেই দেখানো হয় না

সঠিক উত্তর : ক. দায়ের দিকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<95025 and publish = 1 order by id desc limit 3' at line 1