কাজ বন্ধ থাকলেও বেতন পাবেন জবি কর্মচারীরা

প্রকাশ | ০৩ এপ্রিল ২০২০, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
ক্যাম্পাস বন্ধের কারণে কর্মচারীদের কাজ বন্ধ থাকলেও তাদের যথারীতি বেতন দেয়া হবে বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য ড. মীজানুর রহমান। ১ এপ্রিল সব দিনমজুরিভিত্তিক কর্মচারীর বেতন দেয়া হবে বলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উপাচার্য বলেন- সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানাচ্ছি, বিশ্ব মহামারি করোনাভাইরাসের কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় বিশ্ববিদ্যালয়ে কর্মরত দৈনিক মজুরিভিত্তিক (কাজ নাই, মজুরি নাই) কর্মচারীদের বিশেষ ব্যবস্থাপনায় উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান মার্চ ২০২০ ও এপ্রিল ২০২০ মাসের মজুরি প্রদানের নির্দেশনা দিয়েছেন। এ ব্যাপারে জবি উপাচার্য ড. মীজানুর রহমান বলেন, 'সরকারের পক্ষ থেকে কী করবে সেটা আমাদের জানা নেই। আমরা তাদের বেতন চালিয়ে যাবো। প্রয়োজনে আমাদের শিক্ষকদের নিজেদের বেতন থেকে সবাই মিলে তাদের বেতন দেবো। এ ব্যাপারে শিক্ষক সমিতি, কর্মচারী সমিতিও সাহায্য করবে।'