বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জা না র আ ছে অ নে ক কি ছু

নতুনধারা
  ০৩ এপ্রিল ২০২০, ০০:০০
কাবা ঘর

প্রশ্ন : ইসলামের সর্বপ্রথম ঘর কোনটি?

উত্তর : কাবা।

প্রশ্ন : কাবাগৃহে মোট কতটি দেব-দেবীর মূর্তি ছিল?

উত্তর : ৩৬০টি।

প্রশ্ন : হুদাইবিয়া কিসের নাম?

উত্তর : একটি কূপের নাম।

প্রশ্ন : দারুল নদওয়া কী?

উত্তর : কুরাইশদের মন্ত্রনা গৃহ।

প্রশ্ন : ইসলামের ইতিহাসে আনসার নামে কারা অবহিত?

উত্তর : মদিনার স্বার্থ ত্যাগী মুসলমানদের।

প্রশ্ন : ইসলামের আবির্ভাব ঘটে কোন সময়কালে?

উত্তর : সপ্তম শতাব্দীতে।

প্রশ্ন : আরাবাত শব্দের অর্থ কী?

উত্তর : বৃক্ষলতাহীন মরুভূমি।

প্রশ্ন : কবে থেকে হিজরি গণনা শুরু হয়?

উত্তর : ৬২২ সাল থেকে।

প্রশ্ন : কার সময় থেকে হিজরি সাল গণনা শুরু হয়?

উত্তর : হযরত ওমর (রা.)।

প্রশ্ন : দক্ষিণ আমেরিকায় কোন সভ্যতা গড়ে উঠেছিল?

উত্তর : ইনকা সভ্যতা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<95030 and publish = 1 order by id desc limit 3' at line 1