প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক কোটি টাকা প্রদান রাবির

প্রকাশ | ০৫ এপ্রিল ২০২০, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
করোনাভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক কোটি টাকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। ১ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহানের বাসভবনে অনুষ্ঠিত এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এমএ বারী। তিনি বলেন, সারাবিশ্ব থমকে গেছে করোনাভাইরাসের আক্রমণে। বাংলাদেশও এ আক্রমণের শিকার। তাই এ ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে সবাইকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এমএ বারী বলেন, এ অবস্থায় অসহায় ও দরিদ্র মানুষের সাহায্যের জন্য সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী। দুর্যোগকালে বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির সঙ্গে ১ এপ্রিল এক জরুরি সিন্ডিকেট সভায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক কোটি টাকা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।