জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি বাংলা

প্রকাশ | ০৫ এপ্রিল ২০২০, ০০:০০

নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক, শিক্ষা নিকেতন, চাঁদপুর য়
লোকশিল্প
আমাদের লোকশিল্প ১৭। মসলিন শাড়ি কেমন আংটির ভেতর দিয়ে অনায়াসে প্রবেশ করানো যেত? ক. বড় খ. মাঝারি গ. ছোট ঘ. মোটা সঠিক উত্তর: গ. ছোট ১৮। 'আমাদের লোকশিল্প' রচনাটি পাঠ করলে শিক্ষার্থীর মনে কী হবে? ক. দেশের লোকশিল্প সম্পর্কে আগ্রহ সৃষ্টি হবে খ. বিদেশের লোকশিল্প সম্পর্কে আগ্রহ সৃষ্টি হবে গ. দেশের লোকশিল্পের প্রতি আগ্রহ হারাবে ঘ. লোকশিল্প সম্পর্কে উদাসীন হবে সঠিক উত্তর: ক. দেশের লোকশিল্প সম্পর্কে আগ্রহ সৃষ্টি হবে ১৯। 'আমাদের লোকশিল্প' প্রবন্ধে হাতির দাঁতের তৈরি কী আছে? ক. মাদুর খ. শীতলপাটি গ. ফুলদানি ঘ. মূর্তি সঠিক উত্তর: খ. শীতলপাটি ২০। 'মণিপুরি' বলতে কী বোঝায়? ক. মণিপুরে বসবাসকারী খ. মণিপুর-সম্পর্কিত গ. মণিপুরের মেয়ে ঘ. মণিপুরের কাপড় সঠিক উত্তর: খ. মণিপুর-সম্পর্কিত ২১। প্রতীকধর্মী মাটির টেপা পুতুল কুমোরদের কোন স্বরূপটি উন্মোচন করে? ক. কারিগরি দক্ষতার খ. কারিগরদের অর্থনৈতিক অবস্থা গ. কারিগরি প্রচেষ্টার ঘ. কারিগরদের সার্থকতার সঠিক উত্তর: ক. কারিগরি দক্ষতার ২২। লোকশিল্পকে বাঁচিয়ে রাখতে মানুষের দায়িত্ব কোনটি? ক. এর সংরক্ষণ ও বাজারজাতকরণ খ. এর সংরক্ষণ ও সম্প্রসারণ গ. এর বাজারজাতকরণ ও সম্প্রসারণ ঘ. এর প্রচার সঠিক উত্তর: খ. এর সংরক্ষণ ও সম্প্রসারণ ২৩। বর্তমানে দেশে-বিদেশে পরিচিত ও আমাদের গর্বের বস্তু নিচের কোনটি? ক. পাটশিল্প খ. কাঠশিল্প গ. মসলিন ঘ. ঢাকাই জামদানি সঠিক উত্তর: ঘ. ঢাকাই জামদানি সুখী মানুষ ১। 'সুখী মানুষ' নাটিকায় কোন বিষয়টি লেখক তুলে ধরতে চেয়েছেন? ক. সৎপথে সম্পদ উপার্জন খ. মানুষকে ভুল বোঝানোর ফল গ. মনের সঙ্গে মানুষের সম্পর্ক ঘ. কবিরাজের কীর্তি সঠিক উত্তর : ক. সৎপথে সম্পদ উপার্জন ২। 'সুখী মানুষ' নাটিকায় সুখী মানুষের কী ছিল না? ক. সম্পদ খ. খাদ্য গ. জামা ঘ. শ্রমশক্তি সঠিক উত্তর : গ. জামা ৩। 'তাহলে আমি হাউমাউ করে কাঁদতে লেগে যাব'- সংলাপটি কার? ক. লোকের খ. মোড়লের গ. হাসু মিয়ার ঘ. রহমতের সঠিক উত্তর : ঘ. রহমতের ৪। 'হিমালয় পাহাড় তুলে আনব'- এই উক্তিটি কে করেছেন? ক. রহমত খ. হাসু গ. কবিরাজ ঘ. লোক সঠিক উত্তর : ক. রহমত ৫। ফতুয়াটি কোন মানুষের হতে হবে? ক. সুখী মানুষের খ. দুঃখী মানুষের গ. চিকন মানুষের ঘ. মোটা মানুষের সঠিক উত্তর : ক. সুখী মানুষের ৬। মোড়লের জীবনে শান্তি ছিল না কেন ? ক. কোনো ছেলেসন্তান ছিল না বলে খ. স্ত্রী অসুস্থ ছিল বলে গ. অবৈধ সম্পদে ধনী হওয়ার কারণে ঘ. সম্পদের পরিমাণ কমে যাওয়ায় সঠিক উত্তর : গ. অবৈধ সম্পদে ধনী হওয়ার কারণে