৭ম শ্রেণির পড়াশোনা বাংলা দ্বিতীয়পত্র

প্রকাশ | ০৬ এপ্রিল ২০২০, ০০:০০

মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক, ইস্টার্ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, দনিয়া, ঢাকা য়
দিদিগন্ত
সন্ধি ১০. সন্ধির নিয়মানুসারে ত্‌-এর পর জ্‌ কিংবা ঝ্‌ থাকলে ত্‌-স্থানে কী হয়? ক. ত খ. দ গ. জ্জ ঘ. জ সঠিক উত্তর : গ. জ্জ ১১. সন্ধির নিয়মানুসারে দ্‌-এর পর জ্‌ কিংবা ঝ্‌ থাকলে দ্‌-স্থানে কী হয়? ক. জ্জ খ. জ গ. ত্‌ ঘ. ত সঠিক উত্তর : ক. জ্জ ১২. সন্ধির নিয়মানুসারে ত্‌ কিংবা দ্‌-এর পর ড্‌ কিংবা ঢ্‌ থাকলে ত্‌ ও দ্‌-স্থানে কী হয়? ক. ত খ. দ গ. ড্‌ ঘ. ড সঠিক উত্তর : গ. ড ১৩. 'সজ্জন'-এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? ক. সজ+জন খ. সত্‌+জন গ. সদ্‌+জন ঘ. সত্‌+জন সঠিক উত্তর : খ. সত্‌+জন ১৪. 'পদ্ধতি'-এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? ক. পদ্‌+হতি খ. পদ+হতি গ. পত্‌+হতি ঘ. পত্‌+হতি সঠিক উত্তর : ক. পদ্‌+হতি ১৫. 'সঞ্চয়'-এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? ক. সন্‌+চয় খ. সন+চয় গ. সম্‌+চয় ঘ. সম+চয় সঠিক উত্তর : গ. সম্‌+চয় ১৬. 'সংস্কার'-এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? ক. সং+স্কার খ. সং+কার গ. সম্‌+কার ঘ, সঙ্‌+কার সঠিক উত্তর : গ. সম্‌+কার ১৭. ' দু্যলোক'-এর সন্ধিবিচ্ছেদ কোনটি? ক. দুঃ+লোক খ. দ্বি+লোক গ. দিব্‌+লোক ঘ. দু+লোক সঠিক উত্তর : গ. দিব্‌+লোক ১৮. 'দিগন্ত' শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? ক. দিগ্‌+অন্ত খ. দিক+অন্ত গ. দিগ+অন্ত ঘ. দিগ+ন্ত সঠিক উত্তর : খ. দিক+অন্ত ১৯. 'সুবন্ত' শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? ক. সুব+অন্ত খ. সুপ+অন্ত গ. সুপ+ন্ত ঘ. সু+পন্ত সঠিক উত্তর : খ. সুপ+অন্ত ২০. 'উচ্ছ্বাস' শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? ক. উত্‌+শ্বাস খ. উত্‌+ছাস গ. উত্‌+মাস ঘ. উত্‌+চ্ছাস সঠিক উত্তর: ক. উত্‌+শ্বাস ২১. 'সংবাদ'-এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? ক. সং+বাদ খ. স+বাদ গ. সম্‌+বাদ ঘ. সহি+বাদ সঠিক উত্তর : গ. সম্‌+বাদ ২২. 'সন্ধি'-এর সন্ধিবিচ্ছেদ কী? ক. সম্‌+ধি খ. সম+ধি গ. সম্‌+ন্ধি ঘ. সন্‌+ধি সঠিক উত্তর : ক. সম্‌+ধি ২৩. 'সন্তাপ' শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? ক. সন্‌+তাপ খ. সম্‌+তাপ গ. সং+তাপ ঘ. সোম+তাপ সঠিক উত্তর : খ. সম্‌+তাপ ২৪. 'বনস্পতি'-এর সন্ধিবিচ্ছেদ কোনটি? ক. বনঃ+পতি খ. বনস্‌+পতি গ. বন+পতি ঘ. বন+স্পতি সঠিক উত্তর : গ. বন+পতি