শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি হিসাববিজ্ঞান প্রথমপত্র

শাদমান শাহিদ, প্রভাষক, আওলিয়ানগর এমএ ইন্টারমিডিয়েট কলেজ, ব্রাহ্মণবাড়িয়া
  ০৭ এপ্রিল ২০২০, ০০:০০

আজ তোমাদের জন্য হিসাববিজ্ঞান প্রথমপত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো

৫৯। আয় হিসাবের ডেবিট ব্যালেন্স মানে-

ক. চলতি সম্পত্তি

খ. চলতি দায়

গ. দীর্ঘমেয়াদি দায়

ঘ. ভুয়া সম্পত্তি

সঠিক উত্তর : ঘ. ভুয়া সম্পত্তি

৬০। প্রতিটি লেনদেন হিসাব ব্যবস্থায় একই সঙ্গে দুটি পরিবর্তন ঘটায়। কারণ-

র. একদিকে সম্পত্তি হ্রাস পেতে পারে ও অন্যদিকে বৃদ্ধি পেতে পারে

রর. একদিকে দায় হ্রাস পেতে পারে ও অন্যদিকে বৃদ্ধি পেতে পারে

ররর. স্বত্বাধিকার হ্রাস পেতে পারে ও অন্যদিকে বৃদ্ধি পেতে পারে

নিচের কোনটি সঠিক?

ক. র খ. র ও রর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর

৬১। নগদ প্রাপ্তি সর্বদা প্রদানের চেয়ে বেশি হয়-

ক. ব্যাংক হিসাবে

খ. নগদান হিসাবে

গ. ক + খ

ঘ. বাট্টা হিসাবে

সঠিক উত্তর : খ. নগদান হিসাবে

৬২। নগদ ব্যালেন্স বেড়ে যায় কখন?

ক. পণ্য ক্রয় করে

খ. বাকিতে পণ্য বিক্রয় করে

গ. বকেয়া অর্থ আদায় করে

ঘ. প্রাপ্য বিল পাওয়া গেলে

সঠিক উত্তর : গ. বকেয়া অর্থ আদায় করে

৬৩। ঘঝঋ চেকের অর্থ হলো-

ক. ঘড়হ ঝবপঃড়ৎ ঋঁহফ

খ. ঘড়হ ঝঁভভরপরবহঃ ঋঁহফ

গ. ঘড় ঝঁৎঢ়ষঁং ঋঁহফ

ঘ. ক+খ

সঠিক উত্তর : খ. ঘড়হ ঝঁভভরপরবহঃ ঋঁহফ

৬৪। নগদ ব্যালেন্স কমে যায় কখন?

ক. পণ্য বিক্রয় করে

খ. বাকিতে পণ্য ক্রয় করে

গ. বকেয়া অর্থ পরিশোধ করে

ঘ. প্রদেয় বিল দেওয়া হলে

সঠিক উত্তর : গ. বকেয়া অর্থ পরিশোধ করে

৬৫। ২/১০, হ-২০ শর্তে নগদ বাট্টা পাওয়া যাবে যদি-

ক. ১০ দিন সময়ের মধ্যে অর্থ প্রদান করা হয়

খ. ২০ দিন সময়ের মধ্যে অর্থ প্রদান করা হয়

গ. ১২ দিন সময়ের মধ্যে অর্থ প্রদান করা হয়

ঘ. ২২ দিন সময়ের মধ্যে অর্থ প্রদান করা হয়

সঠিক উত্তর : ক. ১০ দিন সময়ের মধ্যে অর্থ প্রদান করা হয়

৬৬। তহবিলে এক বৎসরের চলার মতো যথেষ্ট টাকা থাকতে পারে উক্তিটি সত্যি নয় কোন ক্ষেত্রে-

ক. ব্যাংক তহবিল

খ. নগদান তহবিল

গ. খুচরা নগদান তহবিল

ঘ. সঞ্চিতি তহবিল

সঠিক উত্তর : গ. খুচরা নগদান তহবিল

৬৭। স্বাভাবিকের চেয়ে কম দাখিলা দিতে হয়-

ক. এক ঘরা নগদান বইয়ে

খ. খুচরা নগদান বইয়ে

গ. দুই ঘরা নগদান বইয়ে

ঘ. তিন ঘরা নগদান বইয়ে

সঠিক উত্তর : খ. খুচরা নগদান বইয়ে

৬৮। নগদান বই হিসাব চক্রের-

ক. ৩য় ধাপ

খ. ৪র্থ ধাপ

গ. ৫ম ধাপ

ঘ. কোনোটিই নয়

সঠিক উত্তর : ঘ. কোনোটিই নয়

৬৯। হিসাব সমীকরণে কোনো পরিবর্তন হয় না যে বাট্টা দ্বারা-

র. নগদ বাট্টা

রর. কারবারি বাট্টা

ররর. পরিমাণ বাট্টা

নিচের কোনটি সঠিক?

ক. র খ. রর

গ. র ও রর ঘ. রর ও ররর

সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর

৭০। নগদান বইয়ের বিকল্প নাম-

র. হিসাবের প্রাথমিক বহি

রর. হিসাবের পাকা বহি

ররর. বিশেষ জাবেদা বহি

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. রর ও ররর

গ. র ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর

৭১। আর্থিক লেনদেন লিপিবদ্ধকরণ ও বিশেষণ প্রক্রিয়াকে কী বলে?

ক. হিসাববিজ্ঞান

খ. হিসাবরক্ষণ

গ. লেনদেন লিপিবদ্ধকরণ

ঘ. লেনদেন বিশ্লেষণ

সঠিক উত্তর : ক. হিসাববিজ্ঞান

৭২। হিসাববিজ্ঞানকে কী নামে অভিহিত করা হয়?

ক. ব্যবসায়ের শক্তি

খ. ব্যবসায়ের পরিভাষা

গ. ব্যবসায়ের প্রাণ

ঘ. ব্যবসায়ের ভাষা

সঠিক উত্তর : ঘ. ব্যবসায়ের ভাষা

৭৩। কী নিয়ন্ত্রণের মাধ্যমে আর্থিক সচ্ছলতা অর্জন সম্ভব?

ক. মূলধন খ. সঞ্চয়

গ. ব্যয় ঘ. আয়

সঠিক উত্তর : গ. ব্যয়

৭৪। হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কে?

ক. পাওনাদার

খ. কর কর্তৃপক্ষ

গ. ব্যবস্থাপক

ঘ. শ্রমিক সংঘ

সঠিক উত্তর : গ. ব্যবস্থাপক

৭৫। আর্থিক লেনদেন লিপিবদ্ধকরণ প্রক্রিয়াকে কী বলে?

ক. হিসাববিজ্ঞান

খ. হিসাবরক্ষণ

গ. লেনদেন লিপিবদ্ধকরণ

ঘ. লেনদেন বিশ্লেষণ

সঠিক উত্তর : খ. হিসাবরক্ষণ

৭৬। আধুনিক হিসাববিজ্ঞানের প্রবর্তক-

ক. এলসি ক্রপার খ. এডবিস্নউ জনসন

গ. লুকা প্যাসিওলি ঘ. আরএন কার্টার

সঠিক উত্তর : গ. লুকা প্যাসিওলি

৭৭। লুকা প্যাসিওলি ছিলেন ইতালির একজন-

ক. ধর্মযাজক

খ. গণিতশাস্ত্রবিদ

গ. হিসাববিজ্ঞানী

ঘ. গণিতশাস্ত্রবিদ ও ধর্মযাজক

সঠিক উত্তর : ঘ. গণিতশাস্ত্রবিদ ও ধর্মযাজক

৭৮। আধুনিক হিসাববিজ্ঞানের উৎপত্তি কোথায়?

ক. ইংল্যান্ডে খ. ভারতবর্ষে

গ. ইতালিতে ঘ. আমেরিকায়

সঠিক উত্তর : গ. ইতালিতে

৭৯। দু'তরফা দাখিলার উৎপত্তিকাল কোনটি?

ক. ১৪৪১ খ্রিস্টাব্দ

খ. ১৩৯৪ খ্রিস্টাব্দ

গ. ১৪৯৪ খ্রিস্টাব্দ

ঘ. ১৪৪৯ খ্রিস্টাব্দ

সঠিক উত্তর : গ. ১৪৯৪ খ্রিস্টাব্দ

৮০। লুকা প্যাসিওলি তার 'সুম্মা এরিথমেটিকা জিওমেট্রিকা প্রপোরশনিয়েট প্রপোরশনালিটা' গ্রন্থে কী ব্যাখ্যা করেন?

ক. একতরফা দাখিলা পদ্ধতি

খ. একতরফা দাখিলা পদ্ধতির সুবিধা

গ. দু'তরফা দাখিলা পদ্ধতির সুবিধা

ঘ. দু'তরফা দাখিলা পদ্ধতির মূলনীতি

সঠিক উত্তর : ঘ. দু'তরফা দাখিলা পদ্ধতির মূলনীতি

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<95467 and publish = 1 order by id desc limit 3' at line 1