৭ম শ্রেণির পড়াশোনা বাংলা দ্বিতীয়পত্র

প্রকাশ | ০৭ এপ্রিল ২০২০, ০০:০০

মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক, ইস্টার্ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, দনিয়া, ঢাকা
সন্ধ্যায় আকাশে চাঁদ উঠেছে
আজ তোমাদের জন্য বাংলা দ্বিতীয়পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো শব্দ ও পদ ১। বাক্যে ব্যবহৃত যে বর্ণ বা বর্ণসমষ্টি বাক্যের অর্থগ্রাহ্যতায় সাহায্য করে, তাকে কী বলে? ক. শব্দ বিভক্তি খ. নাম বিভক্তি গ. বিভক্তি ঘ. প্রযোজ্য কর্তা সঠিক উত্তর : গ. বিভক্তি ২। সন্ধ্যায় আকাশে চাঁদ উঠেছে- এই বাক্যের কোন পদে শূন্য বিভক্তি? ক. উঠেছে খ. আকাশে গ. সন্ধ্যায় ঘ. চাঁদ সঠিক উত্তর : ঘ. চাঁদ ৩। বিভক্তি কয় প্রকার? ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ সঠিক উত্তর : ক. দুই ৪। কারকভেদে শব্দ বিভক্তি কয় প্রকার? ক. চার খ. পাঁচ গ. ছয় ঘ. সাত সঠিক উত্তর : ঘ. সাত ৫। ক্রিয়াপদ ছাড়াও বাক্য হয়- এর উদাহরণ কোনটি? ক. আকাশে চাঁদ উঠেছে খ. ভিক্ষুককে ভিক্ষা দাও গ. আমার যাওয়া হবে না ঘ. মাঠে মাঠে অজস্র ফসল সঠিক উত্তর : ঘ. মাঠে মাঠে অজস্র ফসল ৬। ক্রিয়া সম্পাদনের বৈচিত্র্য বা বৈশিষ্ট্য অনুযায়ী কর্তৃকারক কয় প্রকার? ক. চার খ. পাঁচ গ. ছয় ঘ. সাত সঠিক উত্তর : গ. ছয় ৭। মূল কর্তা যখন অন্যকে কোনো কাজে নিয়োজিত করে ক্রিয়া সম্পন্ন করায়, তখন তাকে কী বলে? ক. ব্যতিহার কর্তা খ. প্রযোজ্য কর্তা গ. প্রযোজক কর্তা ঘ. মুখ্য কর্তা সঠিক উত্তর : গ. প্রযোজক কর্তা ৮। 'মুষলধারে বৃষ্টি পড়ছে'- বাক্যে 'বৃষ্টি' কোন কর্তা? ক. মুখ্যকর্তা খ. প্রযোজক কর্তা গ. প্রযোজ্য কর্তা ঘ. ব্যতিহার কর্তা সঠিক উত্তর : ক. মুখ্যকর্তা