এক দিনের বেতন দান করবেন ইবি শিক্ষকরা

প্রকাশ | ০৭ এপ্রিল ২০২০, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
বিশ্বব্যাপী হানা দিয়েছে মহামারি করোনাভাইরাস। আমাদের দেশেও এই ভাইরাসের প্রকোপ বেড়েই চলেছে। আস্তে আস্তে লকডাউন হয়ে যাচ্ছে দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত। এ ভাইরাস বিস্তার রোধে লকডাউন চলছে দেশের বিভিন্ন প্রান্তে। এতে খাদ্য সংকটে পড়ছে গরিব ও দুস্থ মানুষ। তাই দুস্থদের অসহায়ত্বের কথা ভেবে একদিনের বেতন দান করছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষকরা। ৩ এপ্রিল ইবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। জানা যায়, বর্তমান গরিব-দুস্থদের অসহায়ত্বের কথা ভেবে ইবি শিক্ষক সমিতির কার্যকরী কমিটি দুস্থদের মাঝে দান করার লক্ষ্যে শিক্ষকদের একদিনের বেতন কর্তনের সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেউ করোনায় আক্রান্ত হলে সভাপতি/সাধারণ সম্পাদককে অবহিত করার জন্য আহ্বান জানানো হয়। এ বিষয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেন, 'বর্তমান করোনা পরিস্থিতিতে আমরা সবাই ব্যক্তিগতভাবে নিজ নিজ পরিসরে দুস্থ ও অসহায়দের সহায়তা করে আসছি। এই পরিস্থিতিতে সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি।'