এইচএসসি পরীক্ষার প্রস্তুতি হিসাববিজ্ঞান প্রথমপত্র

প্রকাশ | ০৮ এপ্রিল ২০২০, ০০:০০

শাদমান শাহিদ, প্রভাষক, আওলিয়ানগর এমএ ইন্টারমিডিয়েট কলেজ, ব্রাহ্মণবাড়িয়া য়
৮১। হিসাববিজ্ঞানকে কী নামে অভিহিত করা হয়? ক. হিসাব ব্যবস্থা খ. তথ্য ব্যবস্থা গ. নিরীক্ষা ব্যবস্থা ঘ. বিবরণী ব্যবস্থা সঠিক উত্তর : খ. তথ্য ব্যবস্থা ৮২। হিসাববিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য কী? ক. লেনদেন লিপিবদ্ধকরণ খ. মুনাফা নির্ণয় গ. মালিকের স্বত্বাধিকার নিরূপণ ঘ. আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ সঠিক উত্তর: ঘ. আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ ৮৩। মৌলিক হিসাব সমীকরণ কোনটি? ক. সম্পদ = দায় + মালিকানাস্বত্ব খ. মালিকানাস্বত্ব = সম্পদ + দায় গ. সম্পদ = দায় - মালিকানাস্বত্ব ঘ. দায় = সম্পদ + মালিকানাস্বত্ব সঠিক উত্তর : খ. মালিকানাস্বত্ব = সম্পদ + দায় ৮৪। জনাব আহমেদ একজন ক্ষুদ্র ব্যবসায়ী। ব্যবসায় সম্প্রসারণ করার জন্য ব্যাংক ঋণ পেতে কী করা প্রয়োজন? ক. ব্যাংক ম্যানেজারের সঙ্গে সখ্য গড়ে তোলা খ. সঠিক হিসাব রাখা ও আর্থিক অবস্থা নিরূপণ গ. দোকান সজ্জিতকরণ ও বিজ্ঞাপন দেওয়া ঘ. হিসাবরক্ষক নিয়োগ ও প্রশিক্ষণ দেওয়া সঠিক উত্তর : খ. সঠিক হিসাব রাখা ও আর্থিক অবস্থা নিরূপণ ৮৫। আয়কর, মূল্য সংযোজন কর ও ব্যক্তিগত আয়কর প্রদানের জন্য ব্যবহার করা হয় কোনটি? ক. হিসাববিজ্ঞানের জ্ঞান খ. আমদানি-রপ্তানির নীতি গ. ব্যবসায়-বাণিজ্য নীতিমালা ঘ. সাধারণ শিক্ষার জ্ঞান সঠিক উত্তর : ক. হিসাববিজ্ঞানের জ্ঞান ৮৬। মূল্যবোধ বলতে কী বোঝায়? ক. জবাবদিহিতা খ. মানদন্ড গ. নৈতিকতা ঘ. বৈশিষ্ট্য সঠিক উত্তর : খ. মানদন্ড ৮৭। লেনদেন শব্দটির আভিধানিক অর্থ কী? ক. দেনা-পাওনা খ. চাওয়া-পাওয়া গ. গ্রহণ-বর্জন ঘ. গ্রহণ-প্রদান সঠিক উত্তর : ঘ. গ্রহণ-প্রদান ৮৮। কোনটি অদৃশ্যমান লেনদেন? ক. নগদে বিক্রয় খ. ধারে বিক্রয় গ. অবচয় ঘ. সুদ প্রদান সঠিক উত্তর : গ. অবচয় ৮৯। কোন লেনদেনের ফলে মালিকানাস্বত্বের পরিবর্তন ঘটবে না? ক. বাকিতে যন্ত্রপাতি ক্রয় খ. বেতন প্রদান গ. ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন ঘ. অবচয় ধার্য সঠিক উত্তর : ক. বাকিতে যন্ত্রপাতি ক্রয় ৯০। 'হিসাব' বলতে বোঝায়- ক. ব্যবসায়ের মোট আয়-ব্যয়সমূহ খ. ব্যবসায়ের মোট সম্পদসমূহ গ. ব্যবসায়ের সকল লেনদেনসমূহ ঘ. লেনদেনের শ্রেণিবদ্ধ ও সংক্ষিপ্ত বিবরণী সঠিক উত্তর : ঘ. লেনদেনের শ্রেণিবদ্ধ ও সংক্ষিপ্ত বিবরণী ৯১। কোনটি লেনদেন নয়? ক. মেশিনের অবচয় খ. অগ্রিম বেতন প্রদান গ. পণ্য উত্তোলন ঘ. পণ্য সরবরাহের অর্ডারপ্রাপ্তি সঠিক উত্তর : ঘ. পণ্য সরবরাহের অর্ডারপ্রাপ্তি ৯২। বর্ধিত হিসাব সমীকরণ হলো- ক. সম্পত্তি + দায় = মালিকের মূলধন + মালিকের উত্তোলন + আয়-ব্যয় খ. সম্পত্তি = দায় + মালিকের মূলধন + মালিকের উত্তোলন + আয়-ব্যয় গ. সম্পত্তি = দায় - মালিকের মূলধন - মালিকের উত্তোলন - আয়-ব্যয় ঘ. সম্পত্তি = দায় + মালিকের মূলধন - মালিকের উত্তোলন + আয়-ব্যয় সঠিক উত্তর : ঘ. সম্পত্তি = দায় + মালিকের মূলধন - মালিকের উত্তোলন + আয়-ব্যয় ৯৩। সব ধরনের ঘটনা- ক. জাবেদা খ. ঘটনা গ. লেনদেন ঘ. লেনদেন নয় সঠিক উত্তর : ঘ. লেনদেন নয় ৯৪। আর্থিক অবস্থার পরিবর্তন কয়ভাবে হতে পারে? ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫ সঠিক উত্তর : ক. ২ ৯৫। লেনদেনের দ্বৈত সত্তা বলতে কী বোঝায়? ক. একটি পক্ষ বা হিসাব খ. দু'বার হিসাব লিখন গ. দুটি পক্ষ বা হিসাব ঘ. একতরফা দাখিলা পদ্ধতি সঠিক উত্তর : গ. দুটি পক্ষ বা হিসাব ৯৬। কোনটি লেনদেন নয়? ক. মায়ের সেবা খ. বেতন প্রদান গ. আসবাবপত্র ক্রয় ঘ. আসবাবপত্রের অবচয় সঠিক উত্তর : ক. মায়ের সেবা ৯৭। কোনটি লেনদেন নয়? ক. মেশিনের অবচয় খ. অগ্রিম বেতন প্রদান গ. পণ্য উত্তোলন ঘ. পণ্য সরবরাহের অর্ডারপ্রাপ্তি সঠিক উত্তর : ঘ. পণ্য সরবরাহের অর্ডারপ্রাপ্তি ৯৮। স্বত্বাধিকার বলতে কী বোঝায়? ক. ব্যবসায়ের ওপর মালিকের অধিকার খ. মালিকের ওপর ব্যবসায়ের অধিকার গ. সম্পত্তির ওপর মালিকের দাবি বা অধিকার ঘ. দায় পরিশোধ করার অধিকার সঠিক উত্তর : গ. সম্পত্তির ওপর মালিকের দাবি বা অধিকার ৯৯। অবচয় ধার্য করা হলে হিসাব সমীকরণের কোন উপাদানের পরিবর্তন ঘটে? ক. খ উপাদানের খ. ঙঊ উপাদানের গ. অ উপাদানের ঘ. অ ও ঙঊ উপাদানের সঠিক উত্তর : ঘ. অ ও ঙঊ উপাদানের ১১০। ডেবিট নোট বা দেনা চিঠি তৈরি করেন কে? ক. বিক্রেতা খ. ক্রেতা গ. পরিবেশক ঘ. এজেন্ট সঠিক উত্তর : খ. ক্রেতা ১০১। ডেবিট নোট ব্যবহৃত হয়- ক. ধারে ক্রয়কৃত পণ্য ফেরত পাঠানোর ক্ষেত্রে খ. ধারে বিক্রয়কৃত পণ্য ফেরত আসার জন্য গ. নগদে ক্রয়কৃত পণ্য ফেরত পাঠানোর ক্ষেত্রে ঘ. নগদে বিক্রয়কৃত পণ্য ফেরত আসার জন্য সঠিক উত্তর : ক. ধারে ক্রয়কৃত পণ্য ফেরত পাঠানোর ক্ষেত্রে ১০২। ডেবিট নোটে কী লেখা হয়? ক. ক্রয় ফেরতের বিবরণ খ. বিক্রয় ফেরতের বিবরণ গ. বিক্রয়ের বিবরণ ঘ. ক্রয়ের বিবরণ সঠিক উত্তর : ক. ক্রয় ফেরতের বিবরণ ১০৩। ক্রেডিট নোট বা পাওনা চিঠি তৈরি করেন কে? ক. বিক্রেতা খ. ক্রেতা গ. পরিবেশক ঘ. এজেন্ট সঠিক উত্তর : ক. বিক্রেতা ১০৪। ক্রেডিট নোটে কী লেখা হয়? ক. ক্রয় ফেরতের বিবরণ খ. বিক্রয় ফেরতের বিবরণ গ. বিক্রয়ের বিবরণ ঘ. ক্রয়ের বিবরণ সঠিক উত্তর : খ. বিক্রয় ফেরতের বিবরণ ১০৫। কে চালান প্রস্তুত করেন? ক. বিক্রেতা খ. মালিক গ. পাওনাদার \হঘ. ক্রেতা সঠিক উত্তর : ক. বিক্রেতা