গার্লিক বিফ
ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। মুসলমানদের সবচেয়ে বড় আনন্দ উৎসবের একটি ঈদুল আজহা। আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী, বন্ধু-বান্ধবের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়া হয় এসময়। আর এই ঈদে আনন্দের সঙ্গে সারা দিন চলে নানা রকম খাওয়া-দাওয়া। এই দিনে বাড়িতে আসে নানা জায়গা থেকে অতিথি। ঈদের এই বিশেষ দিনে আমরা নানান ধরনের সুস্বাদু খাবার তৈরি করে থাকি। তবে সঠিক রেসিপি জানা না থাকলে খাবার সুস্বাদু নাও হতে পারে। তবে হাতের কাছে ঈদের সব স্পেশাল রেসিপি থাকলে তো আর কথাই নেই। এ জন্য আজ রইল ঈদের খাবারের একটি তালিকা। আশা করি এই খাবারের তালিকায় আপনার রসনা তৃপ্ত হবে। এই প্রচন্ড গরমে হজমে সমস্যা হতে পারে, তাই খাবারের পাশাপাশি পর্যাপ্ত পানি, শরবত, ফলের রস ও অন্য তরল খাবার বেশি গ্রহণ করুন। লেবুর রস, চিনি ও লবণ দিয়ে শরবত পানের পাশাপাশি খেতে পারেন ডাব, মাল্টা, আনারস, লাচ্ছি প্রভৃতি
প্রকাশ | ০৮ জুলাই ২০২২, ০০:০০
অনলাইন ডেস্ক
