ফ্রিজে মাংস সংরক্ষণ করার সঠিক পদ্ধতি
দু'দিন পরই ঈদুল আজহা বা কোরবানির ঈদ। ঈদে কোরবানি নিয়ে অনেকেরই অনেক পরিকল্পনা থাকে। কোরবানির মাংস দিয়েই বাড়িতে তৈরি হবে মজাদার সব রেসিপি। মাংস কীভাবে সংরক্ষণ করা যায় এটা নিয়ে অনেকেই চিন্তিত হয়ে পড়েন। আবার একসঙ্গে প্রচুর পরিমাণে মাংস সংরক্ষণ করতে গিয়ে হিমশিম খেয়ে থাকেন অনেকে। মাংস এমনভাবে সংরক্ষণ করতে হবে, যাতে এর স্বাদ ও পুষ্টিগুণ বজায় থাকে। মাংস সংরক্ষণ করার জন্য রয়েছে কিছু বিশেষ পদ্ধতি। জেনে নিন কাঁচা মাংস কতদিন রাখা যায় এবং সংরক্ষণ করার পদ্ধতি। পদ্ধতিগুলো হলো- ১. একসঙ্গে অনেক মাংস রান্নার পরে প্রতিদিন জ্বাল দিয়ে রাখা। ২. কাঁচা মাংস প্যাকেট করে ফ্রিজে ভরে রাখা। ৩. কড়া রোদে মাংস শুকিয়ে আর্দ্রতা কমিয়ে ফেলা। এটাকে মাংসের শুঁটকি বলা হয়ে থাকে আমাদের দেশে। ৪. মাংসে লবণ, ভিনেগার, মসলা মাখিয়ে রেফ্রিজারেটরে রাখলে ভালো থাকে।
প্রকাশ | ০৮ জুলাই ২০২২, ০০:০০
অনলাইন ডেস্ক
