ঈদের ৬ দিনের অনুষ্ঠান

করোনার এই দুর্যোগ সময়েও এবারের ঈদকে ঘিরে আগের মতোই সাত থেকে দশ দিনব্যাপী অনুষ্ঠানমালা সাজিয়েছে দেশের প্রায় সবগুলো টিভি চ্যানেল। বরাবরের মতো এবারও বড়ো একটা অংশে থাকছে নাটকের আধিক্য। নতুন-পুরানো মিলিয়ে কয়েকশ নাটক-টেলিফিল্ম প্রচার করবে চ্যানেলগুলো। এছাড়া প্রচারিত হবে টেলিফিল্ম, সিনেমা, ম্যাগাজিন ও সংগীতানুষ্ঠান

প্রকাশ | ২৩ মে ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
নাটক: বাঘবন্দী-দ্য মাইন্ড গেম
৮ দিনব্যাপী ঈদের অনুষ্ঠান প্রচার করবে চ্যানেল আই। ম্যাগাজিন ও সংগীতানুষ্ঠানের পাশাপাশি থাকছে হুমায়ূন আহমেদের ৭ চলচ্চিত্র ও ৪ টেলিফিল্মসহ ১০ টেলিফিল্ম, নতুন ১৬ নাটক ও ৮ পর্বের নতুন ধারাবাহিক নাটক। ঈদ স্পেশালে দেখানো হবে আফজাল হোসেন এবং অপি করিম অভিনীত ৮ পর্বের নতুন ধারাবাহিক নাটক 'রেখা'। পান্থ শাহরিয়ারের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আরিফ খান। রাত ৭.৪০ মিনিটে প্রচারিত হবে নাটক 'রুদ্র আসবে বলে'। নাজিয়া হাসান রচিত নাটকটি পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি। অভিনয়ে অপূর্ব ও মেহজাবিন চৌধুরী। ঈদের দ্বিতীয় দিন সকাল ৮.৩০টায় প্রচারিত হবে বিশেষ তৃতীয় মাত্রা। শাইখ সিরাজের পরিচালনা ও উপস্থাপনায় বিকেল ৪.৩০ মিনিটে প্রচারিত হবে 'কৃষকের ঈদ আনন্দ'। ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত রাত ৯টায় দেশ টিভিতে প্রচারিত হবে বিশেষ ধারাবাহিক নাটক 'বাঘবন্দী-দ্য মাইন্ড গেম'। ইকবাল হোসাইন চৌধুরীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন রেদওয়ান রনি। অভিনয় করেছেন আসাদুজ্জামান নূর, আলী যাকের, মেহজাবীন চৌধুরী, শহিদুজ্জামান সেলিম, জামান, খসরু, মিশু সাব্বির, বৃষ্টি প্রমুখ। সাত দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা প্রচার করবে একুশে টেলিভিশন। প্রথম দিন থেকে প্রতিদিন রাত ৯.২০ মিনিটে প্রচারিত হবে সাত পর্বের বিশেষ ধারাবাহিক নাটক 'ফাইস্যা গেছে বাপ বেটা'। এতে অভিনয় করেছেন মীর সাব্বির, আমিরুল হক, তারিক স্বপন, জামিল, মুনিরা মিঠু, নীলা ইসলামসহ আরও অনেকে। ঈদের দ্বিতীয় দিন দুপুর ১২টা ০৫ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক 'মাটির ব্যাংকে ভালোবাসা'। সাগর জাহানের রচনা ও পরিচালনায় নাটটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, স্নিগ্ধা মোমিনসহ আরও অনেকে। পঞ্চম দিন রাত ১০টায় প্রচার হবে একক নাটক 'ফটোগ্রাফার'। এম রহমান মিজানের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন আবুল হায়াত, মিশু সাব্বির, হৃদিমা খানসহ আরও অনেকে। এসএ টিভিতে ঈদের দিন থেকে ঈদের ষষ্ঠ দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৭.৩০ মিনিটে প্রচারিত হবে ৬ পর্বের বিশেষ ধারাবাহিক নাটক 'দি ডেস্টিনেশন ওয়েডিং'। অপূর্ব ও মিথিলা অভিনীত এ নাটকটি পরিচালনা করেছেন ওয়াসিম সিতার। বরাবরের মতো এবারও ঈদের আগের দিন চাঁদনী রাতে বাংলাভিশনে প্রচারিত হবে ফোক সম্রাজ্ঞী মমতাজের সরাসরি একক গানের অনুষ্ঠান। এবারের পর্বের নাম রাখা হয়েছে 'হাতে লয়ে প্রেমের পুতুল'। এছাড়া ঈদ আয়োজনে ৫ম দিন বিকাল ৫টা ৩০ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক 'মিরাজ তুই মরিসনে ক্যা'। বৃন্দাবন দাসের রচনায় নাটকটি পরিচালনা করেছেন দীপু হাজরা। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, শাহানাজ খুশী, নাবিলা ইসলাম, মাসুদ রানা মিঠু, আশরাফ রবি, সুজিত বিশ্বাস, মিলি মুন্সি প্রমুখ। এনটিভিতে ঈদের দিন হতে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রচার হবে ৭ পর্বের ধারাবাহিক নাটক দুলু বাবুর্চি'। বৃন্দাবন দাসের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সাগর জাহান। অভিনয় করেছেন জাহিদ হাসান, আশনা হাবিব ভাবনা, শানারেই দেবী শানু, ফজলুর রহমান বাবু, আ খ ম হাসান, শাহানাজ খুশি, আরফান আহমেদ প্রমুখ। এটিএন বাংলার অনুষ্ঠানমালা ঈদের দিন থেকে দশম দিন পর্যন্ত রাত ৯.২০ মিনিটে প্রচার হবে ১০ পর্বের ধারাবাহিক নাটক 'আনন্দ ভ্রমণ'। ফজলুল সেলিমের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সৈয়দ শাকিল। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাজু খাদেম, আ খ ম হাসান, ডা. এজাজ, ফারুক আহমেদ, শবনম ফারিয়া, প্রিয়া আমান, উর্মিলা শ্রাবন্তী কর, তারিক স্বপন, রিমি করিম, আব্দুলাহ রানা, সাবেরী আলম, কে এস ফিরোজ, সাবিহা জামান প্রমুখ।