শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
নোবেলের বিরুদ্ধে মামলা

ভারতে ঢুকলেই গ্রেপ্তার!

বিনোদন রিপোর্ট
  ২৯ মে ২০২০, ০০:০০
মাইনুল আহসান নোবেল

একের পর এক বিতর্কে জড়িয়ে বেকায়দায় 'সারেগামাপা'খ্যাত বাংলাদেশি গায়ক মাইনুল আহসান নোবেল। নতুন গান 'তামাশা'র বিতর্কিত প্রচার চালাতে গিয়ে কয়েকদিন আগে তাহসিন এন রাকিব নামে এক ইউটিউবারের সঙ্গে আপত্তিকর তর্কে জড়িয়ে পড়েন গায়ক। যার কারণের্ যাব কার্যালয় থেকে তাকে ডেকে পাঠানো হয়। সেখানে গিয়ে সুনির্দিষ্ট ব্যাখ্যা দিয়ে ক্ষমা চেয়ে আসেন নোবেল। এর পর পরই দেশের শীর্ষস্থানীয় সংগীত তারকাদের হেয় করায় নিন্দার ঝড় ওঠে তাকে নিয়ে। তবে এবার ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যে পার পাচ্ছেন না এই উঠতি গায়ক নোবেল।

কিছুদিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তিনি নেতিবাচক ভাষায় আক্রমণ করে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন। সেই ঘটনার জেরে নোবেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সেই অভিযোগের প্রতিলিপি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ হাই কমিশনেও পাঠানো হয়েছে। নোবেলের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৫০০, ৫০৪, ৫০৫ ও ১৫৩ ধারায় মামলাটি করেছেন ত্রিপুরার বিলোনিয়ার সুমন পাল। এখন ভারতে যাওয়া মাত্রই গ্রেপ্তার হবেন নোবেল- এমনটাই জানিয়েছে ত্রিপুরার পুলিশ। মামলা হওয়ার পর থেকে তাকে খোঁজা হচ্ছে বলেও জানিয়েছে তারা।

গায়ক নোবেলও মামলার বিষয়টি অবগত আছেন বলে জানিয়েছেন। সাংবাদিকদের কাছে তিনি বলেছেন 'মামলা হয়েছে, শুনেছি। আমি আপাতত নতুন গানের মিউজিক ভিডিওর শুটিং নিয়ে ব্যস্ত। কাল এটা নিয়ে ভাবব।'

বিশেষ একটি সূত্র জানিয়েছে, নোবেলের বিরুদ্ধে দায়ের করা অভিযোগের একটি করে প্রতিলিপি পাঠানো হয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, ঢাকার ভারতীয় দূতাবাস ও সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারের কাছে। সেই অভিযোগের ভিত্তিতেই ভারতে ঢোকামাত্রই গ্রেপ্তার হবেন নোবেল। এ বিষয়ে আগরতলা থেকে সহকারী হাইকমিশনার কিরীটি চাকমা গণমাধ্যমে বলেন, মামলার বিষয়টি আমরা অবগত হয়েছি। এখানকার বিভিন্ন সংবাদমাধ্যমে নোবেলের মামলার খবরটি প্রকাশিত হয়েছে।

জানা গেছে, সুমন পাল অভিযোগপত্রে তার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে মন্দ মন্তব্য করায় নোবেলের ভারতের ভিসা বাতিল এবং তার পাসপোর্ট বাজেয়াপ্ত করার দাবি জানিয়েছেন। এর আগে বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিরুদ্ধেও কুরুচিকর মন্তব্য করে বিতর্ক উসকে দিয়েছিলেন নোবেল। সুমন পাল সংবাদমাধ্যমে জানান, একজন ভারতীয় হিসেবে তিনি দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এমন কুৎসাপূর্ণ মন্তব্য মেনে নিতে পারেননি, তাই নোবেলের বিরুদ্ধে মামলা করেছেন। এছাড়া তিনি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এমন কুরুচিপূর্ণ মন্তব্য করার জন্য নোবেলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

জি বাংলার সারেগামাপা অনুষ্ঠানে গান গেয়ে যখন সবার প্রশংসায় ভাসছিলেন, ঠিক তখনই বিরূপ মন্তব্য করে সমালোচনায় পড়েন নোবেল। সারেগামাপা অনুষ্ঠানের গ্র্যান্ড ফিনালের আগে বাংলাদেশের জাতীয় সংগীত বদল করার মন্তব্য করেন তিনি। সে সময় তিনি এ-ও বলেছিলেন, বাংলাদেশে তার কাজ করার মতো কোনো সংগীত পরিচালক নেই। এমনকি তার সঙ্গে দ্বৈতকণ্ঠে গান গাওয়ার যোগ্যতা দেশের কোনো নারী শিল্পী রাখেন না।

ভারতের জি বাংলার সারেগামাপা অনুষ্ঠান থেকে ফেরার পর নোবেল ঘোষণা দিয়েছিলেন, তিনি 'সুনন্দা' শিরোনামে একটি গান প্রকাশ করবেন। সেটির খবর না দিতে পারলেও 'তামাশা' প্রচারণা করতে গিয়ে সমালোচনার শিকার হন নোবেল। গানের প্রচারের কৌশল হিসেবে দেশের সংগীতের কিংবদন্তিদের নিয়ে ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য করে ১৯ মে বিতর্কে জড়ান। নিজের ফেসবুক পেজে নোবেল বলেছেন, 'লিজেন্ডদের আমি শেখাব কীভাবে ২০২০ সালে মিউজিক করতে হয়!' ভারতের রিয়েলিটি শো পরিচিতি পাওয়ার পর বিতর্কের জন্ম দেওয়া নোবেলের এ ধরনের কথা শুনে দেশের সংগীতাঙ্গনের অনেকেই অবাক ও বিস্মিত হয়েছেন। অনেকে এটাকে পাগলের প্রলাপও বলছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<100523 and publish = 1 order by id desc limit 3' at line 1