ছোটপর্দার অনুষ্ঠানমালা

প্রকাশ | ২৯ মে ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
এটিএন বাংলার অনুষ্ঠানমালায় ঈদের দিন থেকে ১০ দিন পর্যন্ত রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে ১০ পর্বের ধারাবাহিক নাটক 'আনন্দ ভ্রমণ'। ফজলুল সেলিমের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সৈয়দ শাকিল বাংলাভিশনে আজ বিকাল ৫টা ৩০ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক 'মিরাজ তুই মরিসনে ক্যা'। বৃন্দাবন দাসের রচনায় নাটকটি পরিচালনা করেছেন দীপু হাজরা স্টার জলসায় সপ্তাহের প্রতি সোম থেকে প্রতিদিন রাত ৮টায় প্রচারিত হচ্ছে মেগাসিরিয়াল 'শ্রীময়ী'। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন ইন্দ্রানী হালদার ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত রাত ৯টায় দেশ টিভিতে প্রচারিত হবে ঈদ ধারাবাহিক নাটক 'বাঘবন্দি দ্য মাইন্ড গেম'। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আসাদুজ্জামান নূর ও মেহজাবিন জি বাংলায় আজ সন্ধ্যা ৭টায় প্রচার হবে ধারাবাহিক নাটক 'কৃষ্ণকলি'। মেগাটিতে মুখ্য ভূমিকায় রয়েছেন নীল ভট্টাচার্য ও তিয়াসা রায়। অন্যান্য ভূমিকায় রয়েছেন শঙ্কর চক্রবর্তী, রিমঝিম মিত্র, চৈতালি চক্রবর্তী, মৌ ভট্টাচার্য, সঞ্জীব সরকার প্রমুখ