শুটিংয়ের অপেক্ষায় কলকাতার টিভি তারকারা

প্রকাশ | ৩০ মে ২০২০, ০০:০০

বিনোদন ডেস্ক
ইন্দ্রানী হালদার
ফের লাইট-ক্যামেরা-অ্যাকশনে ফিরতে মরিয়া কলকাতার টিভি তারকারা। যত সময় যাচ্ছে ততই যেন অস্থিরতা বিরাজ করছে টেলিপাড়ায়। অন্যদিকে দফায় দফায় বৈঠকেও মিলছে না কোনো সুরাহা। সর্বশেষ বৃহস্পতিবারের বৈঠকেও মিলল না কোনো সমাধান সূত্র। তবে শুটিং করার বিষয়ে প্রাথমিক পর্যায়ে একটা আলোচনা হয়েছে বলে জানালেন ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি স্বরূপ বিশ্বাস। আর আর্টিস্ট ফোরামের সভাপতি অরিন্দম গঙ্গোপাধ্যায় ২ জুন ফের বৈঠক হবে বলে জানান। শুটিং শুরু হওয়া বিষয়ে বৃহস্পতিবার আর্টিস্ট ফোরাম, প্রডিউসার্স গিল্ড, ইমপা এবং বিভিন্ন চ্যানেল কর্তৃপক্ষ মিলে বৈঠকে বসে। যেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, আর্টিস্ট ফোরামের সাধারণ সম্পাদক অরিন্দম গঙ্গোপাধ্যায়, অভিনেতা শঙ্কার চক্রবর্তী ও চ্যানেলের কর্তা ব্যক্তিত্বরা। বৈঠকে এই লকডাউন পরবর্তী পরিস্থিতিতে কীভাবে শুটিং শুরু করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। আর্টিস্ট ফোরামের সাধারণ সভপতি অরিন্দম গঙ্গোপাধ্যায় বলেন, 'মিটিংয়ে আমরা যারা উপস্থিত ছিলাম, তাদের সবারই ভাবনা, শুটিং কীভাবে শুরু করা যায়। মিটিংয়ে আর্টিস্ট ফোরাম, প্রডিউসার্স গিল্ড, ইমপা এবং বিভিন্ন চ্যানেল, সবার তরফেই প্রতিনিধিরা ছিলেন। বৈঠকে ঠিক হয়েছে আমরা সবাই একটা গাইড লাইন তৈরি করব। আমরা আবারও ২ তারিখে একটা বৈঠকে বসব। সেখানে প্রত্যেকের মতামত নিয়ে একটা ফাইনাল গাইড লাইন তৈরি করা হবে। আর সেটা মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাসের কাছে ৪ তারিখে পেশ করব। তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।' অরিন্দম গঙ্গোপাধ্যায় আরও বলেন, 'সব থেকে বেশি তো শিল্পীদেরই সমস্য, শিল্পীরা তো বাকিদের মতো মাস্ক পরে, দূরত্ব মেনে শু্যটিং করতে পারবে না। তাই এটা কঠিন। সেটাই কীভাবে নিরাপত্তা মেনে করা যায়, সেই প্রস্তাব রাখা হবে। প্রথমে শিল্পীরা, তারপর কলাকুশলীরা, এদেরই বেশি সমস্যা হবে। আর তাই এ বিষয়টি তো ভাবতেই হবে। তারপর দেখা যাক...।' এদিকে, শুটিং শুরুর বিষয়ে ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি স্বরূপ বিশ্বাস বলেন, 'কীভাবে শুটিং শুরু করা যায়, তা নিয়ে প্রাথমিক পর্যায়ে কথা হয়েছে। কী কী সতর্কতা মেনে শুটিং করা যায় আলোচনা হয়েছে। এবার আমরা সবাই মিলে, অর্থাৎ? ইমপা, ফেডারেশন, প্রডিউসার্স গিল্ড, চ্যানেল কর্তৃপক্ষ সবাই মিলে একটা প্রস্তাব পাঠাব, তারপরই সিদ্ধান্ত নেওয়া হবে। তবে শু্যটিং শুরু করার জন্য তোড়জোড় শুরু হয়েছে। আশা রাখি, এবার সবাই মিলে আলোচনার মাধ্যমেই সিদ্ধান্তে আসা যাবে।' প্রসঙ্গত, এর আগেই পোস্ট প্রোডাকশন শুরু করার অনুমতি দিয়েছে। চিফ সেক্রেটারির তরফে ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি স্বরূপ বিশ্বাসের কাছে চিঠি দিয়ে পোস্ট প্রোডাকশন শুরু করার কথা বলা হয়।