চলে গেলেন গীতিকার যোগেশ গৌর

প্রকাশ | ৩১ মে ২০২০, ০০:০০

বিনোদন ডেস্ক
যোগেশ গৌর
না ফেরার দেশে চলে গেলেন 'জিন্দেগি ক্যায়সি হ্যায় পহেলি' গানের রচিয়তা যোগেশ গৌর। শনিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃতু্যর সময় তার বয়স হয়েছিল ৭৭ বছর। মূলত লখনউয়ের অধিবাসী ছিলেন যোগেশ গৌর। মাত্র ১৬ বছর বয়সে তার ভাই ও চিত্রনাট্যকার যোগেন্দ্র গৌরের সহায়তায় তিনি মুম্বাই আসেন। তিনি এল বি লাচম্যানের হয়ে গান লিখতেন। তখনই পরিচালক হৃষীকেশ মুখোপাধ্যায় তার একটি গান শুনেছিলেন- 'কহিঁ দূর যব দিন ঢল যাবে'। পরিচালক সিদ্ধান্ত নেন 'আনন্দ' ছবিতে গানটি ব্যবহার করবেন। বলিউডে সেই যাত্রা শুরু যোগেশ গৌরের।