১০ বছর পর ঐশ্বর্য

প্রকাশ | ৩১ মে ২০২০, ০০:০০

বিনোদন ডেস্ক
ঐশ্বর্য রাই বচ্চন
ঐশ্বর্য রাই বচ্চন। শুধু বলিউডেই নয়, বিশ্বজুড়েই পরিচিতি তার। বিশেষ করে বিশ্বসুন্দরী নির্বাচিত হওয়া ও চলচ্চিত্রের অন্যতম সম্মানজনক মিলনমেলা কান চলচ্চিত্র উৎসবের কারণে এক নামে পরিচিত তিনি। প্রতি মে মাসের দ্বিতীয় সপ্তাহে শুরু হওয়া কান উৎসবে ঝলমল উপস্থিতিতে লাল গালিচা মাতান সাবেক এ বিশ্বসুন্দরী। গত ১৭ বছর ধরে টানা এ উৎসবে শামিল হয়ে ঝলক দেখিয়ে আসছেন অ্যাশ। গত বছরও এ ভারতসুন্দরী একমাত্র কন্যা আরাধ্যকে নিয়ে হাজির হয়েছিলেন সেখানে। কিন্তু এবার করোনাভাইরাসের কারণে বিশ্বের সব জায়গায়ই সিনেমার শুটিং এমনকি স্থগিত রাখা হয়েছে সব ধরনের চলচ্চিত্র উৎসব। এ কারণে এবারের কান উৎসব অনুষ্ঠিত না হওয়ায় অনেকটাই মন খারাপ তার। চলচ্চিত্রকাররা মনে করছেন আগামী কয়েক মাসে পরিস্থিতির বদল হবে। কিন্তু করোনার এই সময়েই খুশির খবর দিলেন ঐশ্বর্য। আজ থেকে ১০ বছর আগে বলিউডের খ্যাতিমান পরিচালক মণি রত্নমের 'রাবণ' ছবিতে অভিনয় করেছিলেন তিনি। ১০ বছর পর ফের পরিচালকের সঙ্গে জুটি বেঁধে পর্দায় চমক দেখাতে তৈরি হচ্ছেন বচ্চন বধু। ছবিটির নাম 'পন্নিইন সেলভান'। পরিচালক মণি রত্নম চাইছেন ভাইরাসের মধ্যেও কীভাবে মূল ডেডলাইনেই কাজ শেষ করা যায়। সেই জন্য তিনি একটি পরিকল্পনাও করেছেন। পরিকল্পনা মোতাবেক অবস্থা ভালো হলেই তিনি শুটিং শেষ করবেন। জানা গেছে, এই কারণে শুটিং শিডিউল এমনভাবে নতুন করে তৈরি হচ্ছে যাতে ২০২১ সালেই ছবিটি মুক্তি পায়। যদি আউটডোর শুটিংয়ের অনুমতি না পাওয়া যায় তাহলে চেন্নাইয়ের এভিএম স্টুডিওতে সেই কাজ করা হবে। তথ্য অনুযায়ী 'বাহুবলী'র মতোই 'পন্নিইন সেলভান'ও পিরিয়ড ড্রামা এবং ছবিটি মুক্তি পাবে দুটি পর্বে। নির্মাতারা চাইছেন ছবির প্রথম পর্ব ২০২১ সালে মুক্তি পাক। ছবির এক্সিকিউটিভ প্রযোজক শিবা আনন্দ বলেছেন, ইন্ডাস্ট্রির বাকি অনেকের মতোই আমরাও চাইছি ছবির শুটিং শুরু করে দিতে। এই ছবির কাহিনির কেন্দ্রে রয়েছে মহান চোল সম্রাট আরুলমাঝি বর্মণের সম্রাট হওয়ার আগের জীবন। ঐশ্বরিয়া ছবিতে দ্বৈত ভূমিকায় থাকবেন। সব কিছু ঠিক থাকলে শুটিং শুরু হতে পারে জুলাই মাসে।