সংবাদ সংক্ষপে

প্রকাশ | ৩১ মে ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
নতুন গান নিয়ে তারান্নুম বিনোদন রিপোর্ট নতুন গান নিয়ে হাজির হলেন অস্ট্রেলিয়াপ্রবাসী বাংলাদেশি বিজ্ঞানী ও কণ্ঠশিল্পী ড. তারান্নুম আফরীন। 'মনের এক কোণায়' শিরোনামের এ গানে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী মাহবুব মিনেল। তারান্নুম আফরীনের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন মাহবুব মিনেল। এ বিষয়ে তারান্নুম বলেন, 'গানটি পহেলা বৈশাখে প্রকাশের কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতিতে পৃথিবীর ক্ষত এতটাই বিষণ্ন করে রেখেছিল যে, নিজের লেখা ও সুরে প্রথম গানটি মুক্তি দেবার আনন্দ একটুও ছুঁয়ে যায়নি। তারপরও আশা করি পৃথিবীটা আগের মতো ঝলমলে হয়ে উঠুক। সেই প্রত্যাশায় এ গানটি প্রকাশ করেছি এবার। গানটির ভিডিও নির্মিত হয়েছে মেলবোর্নে বাংলাদেশি অধু্যষিত ওয়েস্টার্ন সবার্ব-এ। শাহান আলমের পরিচালনায় মিউজিক ভিডিওটিতে মডেল হয়েছেন অস্ট্রেলিয়ান বাঙালি কমিউনিটির মডেল অনন্যা চক্রবর্তী এবং সালমান আরিফ। কোরিওগ্রাফি করেছেন সেজুতি ইসলাম। সাব্বির নাসিরের নতুন গান বিনোদন রিপোর্ট ঈদ পরবর্তী লকডাউনে দর্শকের মন ভালো করতে নতুন গান নিয়ে এসেছেন কণ্ঠশিল্পী সাব্বির নাসির। গানের শিরোনাম 'পোকা'। শারমীন সুলতানা সুমীর কথায় এ গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ আল মুক্তাদির। সাব্বির নাসিরের নতুন গানটির ভিডিও নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। নতুন গান নিয়ে সংগীতশিল্পী সাব্বির নাসির বলেন, 'ঘরবন্দি মানুষের আবেগ-অনুভূতির গল্প থাকছে আমার নতুন এ গানে। ফুয়াদ আল মুক্তাদিরের সুর ও সংগীত এবং সুমীর কথায় গানটিতে কণ্ঠ দিয়েছি।' ২৮ মে গাংচিল মিউজিকের ইউটিউব চ্যানেল এবং সাব্বির নাসিরের ফেসবুক পেজে 'পোকা' গানটি প্রকাশিত হয়েছে। চমক নিয়ে আসছে সানি আজাদ বিনোদন রিপোর্ট সাংবাদিক এবং কণ্ঠশিল্পী সানি আজাদ। সাংবাদিকতার পাশাপাশি গানেও বেশ সময় দিচ্ছেন তিনি। বছর তিনেকের মধ্যেই জায়গা করে নিয়েছেন মিউজিক ইন্ডাস্ট্রিতে। বর্তমানে তার মৌলিক গানের সংখ্যা প্রায় ১৮টি। এর মধ্যে গীতিকার অনুরুপ আইচের লেখা 'দুই জীবন', 'অনলাইনে বিয়া', রেজাউর রহমান রিজভীর লেখা 'আঁধার', মাসুমের লেখা 'আমার যেদিন মরণ হবে' গানগুলো বেশ আলোচনায় আসছে। দেশের করোনা পরিস্থিতির কারণে নতুন গানের কাজ থেমে ছিল। আবারও নতুন গানের পরিকল্পনা করেছেন। পরিস্থিতি আরেকটু স্বাভাবিক হলেই নতুন গান নিয়ে আসবেন। এমনটাই জানালেন সানি।